নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোমাবাজিতে ছেয়ে গেছে দেশ ।
নিহত ৪ (অন্যান্য-৩) , আহত ৩০০।
কে কাকে ফোন করবেন এটা সবচে বড় ইস্যু, ১৪ টি লাশ নয় , যদিও বি এন পি মহাসচিব একটু দুঃখ প্রকাশ করেছেন । আজতো পার করলাম কাল ঠিক কি হবে তা বোমাবাজরা ছাড়া কেউ জানেনা । এতো ককটেল ফুটছে, যদি স্প্লিন্টার জুড়ে দেয় তাহলে মানুষের জীবনে কেয়ামত নেমে আসবে । দেশ সংঘর্ষমুখর এবং প্রতিটি নাগরিকের সরকারের কাছে নিরাপত্তা পাওয়ার ও চাওয়ার অধিকার আছে । লাল টেলিফোন নাটক শেষ । বিরোধী দলীয় নেতা লাল ফোনের সুবিধা পাওয়ার উপযুক্ত নন । এই ফোন শুধু সরকার প্রধান, মন্ত্রী ও প্রটোকলএর লোকেরা পেয়ে থাকেন । আজ খালেদার লাল ফোনের সংযোগ দেয়া হয়েছে । কিন্তু কেন? দুজন যা আলাপ করবেন তা দেশের কল্যানে করবেন, দুজনের মধ্যে কোনও সামরিক স্পর্শ কাতর আলাপ নেই। এখন যা আলাপ হবে তা সারা দেশের মানুষ শুনবে যে তারা দুজন কতটুকু সিরিয়াস দেশের ব্যাপারে । সবার অজান্তে লাল ফোনে যদি কোনও গোপন আলাপ হয় তবে তা কাকপক্ষীটিও টের পাবে না । লাল ফোন আজ লাগিয়ে দেবার উদ্দেশ্য ভিন্ন খাতে যাচ্ছে বলে মনে হয়।
©somewhere in net ltd.