নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আসামে ধর্ষণ উৎসব! এমন উৎসবও আছে ?????????

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৩

ভারতের আসামে ‘বার্ষিক ধর্ষণ উৎসব’ নামে একটি অদ্ভুত অনুষ্ঠান শুরু হচ্ছে। শিগগিরই তথাকথিত এই উৎসব শুরু হচ্ছে। ৭ থেকে ১৬ বছর বয়সী সকল মেয়েকে হয় এলাকা ছেড়ে পালাতে হবে, নইলে ধর্ষিত হতে হবে।



মধুবন আহলুওয়ালিয়া এই বার্ষিক উৎসবের প্রধান। তিনি এই উৎসবের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের বলেন, ‘আসামে কয়েক হাজার বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে। আমরা ধর্ষণ করে মেয়েদের মধ্য থেকে অশুভ দানবীয় আত্মাকে বিতাড়িত করি, নইলে এই মেয়েরা আমাদের সঙ্গে প্রতারণা করবে এবং আমরা তাদের হত্যা করতে বাধ্য হবো।’



আসাম ধর্ষণ উৎসব শুরু হয় খ্রিস্টপূর্ব ৪৩ অব্দে। এ সময় বালকৃশাণ তামিলনাড়ু তার দুমদুমা গ্রামের সবাইকে ধর্ষণ করেন। এই উৎসবের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়। প্রতিবছর সবচেয়ে বেশি ধর্ষণকারীকে সেরা ধর্ষক হিসেবে বালকৃশাণ শিরোপা দেয়া হয়। ২৪ বছর বয়সী হরিকৃষ্ণ মজুমদার উৎসবের শিরোপা লাভের জন্য সারা বছর প্রশিক্ষণ নিয়েছেন।



তিনি বলেন, আমি এ বছর সবচেয়ে বেশি মেয়েকে ধর্ষণের জন্য শিরোপা লাভ করতে যাচ্ছি। আমি সারা বছর এজন্য অনুশীলন করেছি। আমি প্রতিদিন আমার বোন ও তার বন্ধুদের ধর্ষণ করি। আমি হবো ধর্ষণের এক নম্বর সুপারস্টার। আমি এ বছর নিশ্চিতভাবে বালকৃশাণ ট্রফি জিতব।



১২ বছর বয়সী জয়তাশ্রী মজুমদার সাংবাদিকদের বলেছে, ‘আমি গত বছর অনুষ্ঠানকালে ধর্ষণ থেকে অল্পের জন্য রেহাই পাইনি। শহরের প্রান্তভাগে ধর্ষণমুক্ত এলাকায় আমি ঢুকে যাচ্ছিলাম। এমন সময় নয় ব্যক্তি আমার ওপর লাফিয়ে পড়ে আমাকে ধর্ষণ করে। সৌভাগ্যবশত আমি সেরে উঠেছি। যাতে এ বছরের ধর্ষণযজ্ঞে আমি অংশ নিতে পারি। নইলে আমাকে ওরা পাথর ছুড়ে হত্যা করবে।


সংগৃহীত

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

টিনের চশমা বলেছেন:

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

অনেকের মধ্যে একজন বলেছেন: সূত্র দেখতে ইচ্ছা হচ্ছে। ভারতে এখন ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড। আর সেই দেশেই ধষন উতসব! :D বড়ই আজব দেশ

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সূত্র ছাড়া এ ধরণের খবর শেয়ার গ্রহণযোগ্য নয়।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

অনেকের মধ্যে একজন বলেছেন: Click This Link

সব চিলের পিছে দোড়ানো ব্লগার এরা।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: Click This Link

৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: Click This Link

৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

শাহ আজিজ বলেছেন: আশা করি পেয়েছেন ।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

এম আর ইকবাল বলেছেন:
'Assam Rape Festival' Story is Satire, Not Fact


google.com গিয়ে সার্চ দিয়ে দেখুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.