নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুর্কমেনিস্থান ইসলামিক মুভমেন্ট নামে একটি ইসলামিক মিলিট্যাঁনট গ্রুপ দাবি করছে ২৮ অকটোবর থিয়ান আন মেন স্কয়ারে গাড়ি বোমা হামলা তারা চালিয়েছে । এটাকে তারা পবিত্র যোদ্ধাদের জিহাদি কার্যক্রম বলে দাবি করেছে।
উইঘুর ভাষায় ধারন করা একটি টেপে আব্দুল্লাহ মনসুর নামে এক ব্যাক্তি নিজেকে সংগঠনের নেতা দাবীদার জানায় পবিত্র মুজাহিদিনরা এই আক্রমনে অংশ নিয়েছে । তারা জানায় চীনা শাসকদের বিরুদ্ধে এই আক্রমন একটি শুরুর পর্ব মাত্র । এই আক্রমনে গাড়ির ৩ আরোহী ও দুই পথচারী নিহত হয়। আট মিনিটের এই রেকর্ডকৃত ভাষণে জানানো হয় উইঘুর যোদ্ধারা তাদের জিহাদি কার্যক্রম চালিয়ে যাবে এমনকি তারা চীনের পার্লামেন্ট ভবন গ্রেট হল অফ দি পিপলস কে পরবর্তী আক্রমন স্থান হিসাবে বিবেচনা করছে। গ্রেট হল অফ দি পিপলসে কম্যুনিস্ট পার্টির কংগ্রেস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় । এটি থিয়ান আন মেন স্কয়ার এর পশ্চিম পাশে অবস্থিত । বানীতে চীনা দের ঈশ্বর অবিশ্বাসী বলা হয়েছে ।আরও বলা হয় বিগত ৬০ বছর ধরে তোমরা পূর্ব তুর্কমেনিস্থানকে বোকা বানিয়েছ কিন্তু তারা এখন জেগে উঠেছে এবং জেনে গেছে কারা তাদের শত্রু, তারা নিজ ধর্মে আস্থা এনেছে । তারা বুঝতে পেরেছে ও শিক্ষা নিয়েছে । চীনা কর্তৃপক্ষ শিনচিয়াং ইস্ট তুর্কমেনিস্থান ইসলামিক মুভমেন্ট নামক বিচ্ছিন্নতাবাদি সংগঠন কে একটি ধর্মীয় যুদ্ধের জন্য দায়ী করেছে । কর্তৃপক্ষ এই সংগঠনের ৫ জনকে আটকের দাবি করেছে ।
চায়না ডেইলী ফোরাম
©somewhere in net ltd.