নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মার্কিনীদের এটাই প্রাপ্য, ধন্যবাদ ভারত

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

ভারতে নিযুক্ত সব আমেরিকান কূটনীতিকদের পরিচয়পত্র ফেরত দিতে বলেছে দিল্লি। আমেরিকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে গ্রেফতার এবং বিবস্ত্র করে তল্লাশির অভিযোগের পর এই নির্দেশ দিয়েছে নয়া দিল্লি।

এরআগে এই ঘটনার প্রতিবাদে ভারত সফররত আমেরিকান কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে এবং কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

দেবযানির বিরুদ্ধে অভিযোগ, তিনি ভিসা সংক্রান্ত আইন অমান্য করে গৃহপরিচারিকাকে আমেরিকা নিয়ে গেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দেবযানিকে গ্রেফতার করে আমেরিকান পুলিশ। বিবস্ত্র করে তল্লাশির পর মাদকসেবীদের সঙ্গে হাজত করতে বাধ্য করা হয় তাকে।

পরে দেবযানি জামিনে মুক্তি পান।


এটা দেখুনঃ Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

গ্রাম্যবালক বলেছেন: বারাক ওবামার এক হুমকার খেলে ভারত পইপই করে পালানোর পথ খুজতে থাকবে।।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: সে অবস্থা আমেরিকার আর নেই । মনে আছে কদিন আগে সব সরকারী অফিস বন্ধ হয়ে গিয়েছিল । সউদ রা চাদা দেবেনা তাই মারকিনিরা সিরিয়ায় সৈন্য নামাবে না। ওরা একদা গরীব চীনের টাকা ধার করে খাচ্ছে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

সাইবার অভিযত্রী বলেছেন: হুম

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২

গ্রাম্যবালক বলেছেন: বর্তমান পৃথিবী প্রযুক্তি নির্ভর, আর আমেরিকা এ দিক দিয়ে ১ নম্বর অবস্থানে। ভুলে যাবেন না।।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

শাহ আজিজ বলেছেন: প্রযুক্তি দিয়ে কি শাট ডাউন ঠেকাতে পেরেছিল?? এস অ্যান্ড পি তে কোথায় আছে মারকিনিরা ? আমরা একটু বেশী খবর রাখি ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

হাসিব০৭ বলেছেন: Hayre indian dalal

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: ১৩ দিনের যুদ্ধ শেষে ১৭০০০ সৈন্য আত্মাহুতি দিয়ে আমাদের একটি দেশ জন্ম দিতে সাহায্য করেছিল । তখন আমি ১৪, তাই দালালী করি । পাকিস্তান আর মোল্লার ফাঁসীর দালালী করিনি এবং ইহজিবনে পারবনা । ওসব আপনাদের জন্য ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

ঢাকাবাসী বলেছেন: আমেরিকাও এখন ভারতকে জমাখরচ দিয়ে কথা বলে!

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

গ্রাম্যবালক বলেছেন: লেখক বলেছেন: ১৩ দিনের যুদ্ধ শেষে ১৭০০০ সৈন্য আত্মাহুতি দিয়ে আমাদের একটি দেশ জন্ম দিতে সাহায্য করেছিল । তখন আমি ১৪, তাই দালালী করি । পাকিস্তান আর মোল্লার ফাঁসীর দালালী করিনি এবং ইহজিবনে পারবনা । ওসব আপনাদের জন্য ।

১৭ হাজার নয় ১০ হাজারের কিছু কম। এটা বাংলাদেশের জন্য করে নাই ।ভবিষ্যৎ এ পাকিস্থানের সাথে যুদ্ধ বাধলে কষা মাইরের হাত থেকে পিঠ বাচানোর জন্য আগাম প্রস্তুতি নিয়া রেখেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

শাহ আজিজ বলেছেন: ৭১ এ পিঠ ভাইঙ্গা দেবার পর ও কয় লড়কে লউঙ্গা । যাহক বুঝা গেল কি মাল আপনি । মোল্লার গায়েবি জানাযা পড়ছেন , পড়েন আর বলেন ফাকিস্তান মুরদাবাদ থুক্কু জিন্দাবাদ ।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

HHH বলেছেন: চুপ করে নিজ দেশ থেকে মানব পাচার করেছে। তার জন্য এতো গুনগান জাহির করার তো কোন কারণ দেখছি না। এখন পর্যন্ত বেশিরভাগ ছবি হলিউড থেকে হুবহু কপি করে বানায় ইন্ডিয়া। বেশির ভাগ দেশে ইন্ডিয়ানদের ব্লাডি ইন্ডিয়ান বলে ডাকা হয় যা আমি নিজে প্রত্যক্ষ করেছি। শুধু তাই না, সাদাদেশে এদের গায়ের গন্ধে সবাই নাক সিটকায় আর সাদা চামড়া দেখলে ভারতীয়রা পোষা বিড়ালের মত আচরন করে।

চীন অথবা পাকিস্তানের সাথে শত বিরোধ থাকা স্বত্তেও এদের সীমান্তে এরা কাউকে হত্যা করার সাহস ভুলেও দেখায় না। খালি পারে বাংলাদেশের সাথে। ওদের এক স্লাট কে ন্যাংটা করার জন্য ওরা সব কুটনিতিকের আইডি কেড়ে নিছে। আর আমাদের মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখায় জন্য তাহলে ওদের কি করা উচিৎ?

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

HHH বলেছেন: চুপ করে নিজ দেশ থেকে মানব পাচার করেছে। তার জন্য এতো গুনগান জাহির করার তো কোন কারণ দেখছি না। এখন পর্যন্ত বেশিরভাগ ছবি হলিউড থেকে হুবহু কপি করে বানায় ইন্ডিয়া। বেশির ভাগ দেশে ইন্ডিয়ানদের ব্লাডি ইন্ডিয়ান বলে ডাকা হয় যা আমি নিজে প্রত্যক্ষ করেছি। শুধু তাই না, সাদাদেশে এদের গায়ের গন্ধে সবাই নাক সিটকায় আর সাদা চামড়া দেখলে ভারতীয়রা পোষা বিড়ালের মত আচরন করে।

চীন অথবা পাকিস্তানের সাথে শত বিরোধ থাকা স্বত্তেও এদের সীমান্তে এরা কাউকে হত্যা করার সাহস ভুলেও দেখায় না। খালি পারে বাংলাদেশের সাথে। ওদের এক স্লাট কে ন্যাংটা করার জন্য ওরা সব কুটনিতিকের আইডি কেড়ে নিছে। আর আমাদের মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখায় জন্য তাহলে ওদের কি করা উচিৎ?

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

মতিউর রহমান মিঠু বলেছেন: কাক কাকের মাংস খাচ্ছে তাতে আমাদের উল্লাস প্রকাশের কিছু নাই জনাব। বাংলাদেশের জন্য আমেরিকা ও ভারত দুটাই ক্ষতিকারক দেশ। ভারত ৪২ বছরেও বাংলাদেশের বন্ধু হতে পারেনি আর আমেরিকা বন্ধু হবার প্রশ্নই আসেনা।
দেবযানির বস্ত্র হরনের জন্য আপনারা কষ্ট পাচ্ছেন কিন্তু ফেলানীদের কথা ভুলেই গেলেন!! আজব মানুষ আমরা.............

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০

হাসিব০৭ বলেছেন: শালা একটা ভারতীয় দালাল নইলে জীবন বাচানোর মানে এই না যে তার জীবন এখন তার অধীনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.