নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাড়াটিয়া তরুণীর ঘরের বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখার অভিযোগ উঠেছে মধ্যবয়স্ক বাড়িওয়ালার বিরুদ্ধে।
জানা গেছে, তরুণী ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতো। হঠাতই একদিন ওই তরুণীর চোখ চলে যায় বাথরুমের সিলিংয়ের দেওয়ালের এককোণে। দেখেন, ক্যামেরার লেন্সের মতো কালো জিনিস। রামমোহন ঘোষ রোডের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী ওই তরুণীর ক্যামেরা বলে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তিনি ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ এসে বাথরুম থেকে উদ্ধার করে ওই ক্যামেরা।
দেখা যায়, নিজের ঘরে বসে ভাড়াটিয়ার স্নানের দৃশ্য দেখার ব্যবস্থা করে রেখেছে বাড়িওয়ালা হরিন্দর সিং দেওল। ঘরে বসে ল্যাপটপের মাধ্যমে সেই সিসিটিভির ফুটেজ দিনের পর দিন রেকর্ডিং করত সে।
তবে এই দোষ অস্বীকার করেছে বাড়িওয়ালা। সে পুলিশকে বলেছে, ওই ক্যামেরা কে লাগিয়েছে তা আমার জানা নেই। পুলিশ বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর তার বক্তব্য, কীভাবে বাথরুমে ওই সিসিটিভি ক্যামেরা এল তা কিছুই জানা নেই তার। এমনকী ল্যাপটপের মধ্যে এই অশ্লীল ফুটেজ নিয়ে ধারণাও নেই।
তরুণীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাঁর দিকে অশ্লীলভাবে তাকিয়ে থাকত হরিন্দর। সেই থেকে কিছুটা আন্দাজ করেছিলেন বিষয়টি। কয়েকদিন আগে বাথরুমের ভিতরে ওই ক্যামেরা দেখেই আর দেরি করেননি তিনি। এরপরই তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
হেডস্যার বলেছেন:
লাতি বলেছেন: গত কিছু দিন আগেও আপনার মাধ্যমে জানতে পেরেছিলাম ( আখীঁ আলগীর ) এর একটা খবর। যাক গরম এই সমস্ত গরম উষ্ন খবর আশাকরি আপনার কাছে হতে নিয়মিত পেতে থাকবো।
১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
শাহ আজিজ বলেছেন: আলহামদুলিল্লাহ , বেটা
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২
মধু নদীর জোলা বলেছেন: :#> :#>
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: :!> :#>
১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
শাহ আজিজ বলেছেন: সবাইতো দেখতাছি শরমাইতাছে , কিছু কও বাবারা !!
রোকেয়া হলের বাথরুমের কথা ভুইলা গেস??
৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আপনার নিকের লেখক একজন না দুইজন।
১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
শাহ আজিজ বলেছেন: আরেকজনের সন্ধান পেয়েছেন নাকি ? লিঙ্ক দেন তো !!
৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২
শফিউল আলম চৌধূরী বলেছেন: চারুশিল্পীগো চোখ কি খালি ঐ দিকেই যায়?
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২
শাহ আজিজ বলেছেন: কারেক্ট ম্যান । ইউ আর ভেরি মাচ রাইট !!
আমরাই যদি নজর না দেই
নজর দিব কে রে ??
৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩
দ্যা খলনায়ক বলেছেন: চাচার যন্ত্রে দেখি এখনও অনেক ধার আছে .... যন্ত্র কি বালুতে ঘোষেন !!
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: কাশ্মীর এর পাথরে !!
৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
আমি তুমি আমরা বলেছেন: শফিউল আলম চৌধূরী বলেছেন: চারুশিল্পীগো চোখ কি খালি ঐ দিকেই যায়?
৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কি আর কমু @শাহ আজিজ ভাই থুক্কু খালু না না চাচ্চু আসলেই বাড়ি ওয়ালা খুব খারাপ কাজ করেছে।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
শাহ আজিজ বলেছেন: চাচা বললে ভালো লাগবে ।
এই বিষয়ে শাস্তি খুব নগন্য ।
পারসোনার কথা মনে আছে?
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
লাতি বলেছেন: গত কিছু দিন আগেও আপনার মাধ্যমে জানতে পেরেছিলাম ( আখীঁ আলগীর ) এর একটা খবর। যাক গরম এই সমস্ত গরম উষ্ন খবর আশাকরি আপনার কাছে হতে নিয়মিত পেতে থাকবো।