নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মেনন কেবলা হুজুর ও মাওলানা সাইদি

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

আজ একটি অদ্ভুত দৃশ্যে নির্বাক হইয়া চাহিয়া রহিলাম । ইহা অনাকাংখিত নহে তবে তাহা দেখিলে ওই মস্ত বাক্য মনে পড়িয়া যায় , তাহা হইল ধর্মের কল বাতাসে নড়ে । ইতিপূর্বে অনেকেই ইহা নাড়াইয়াছেন তবে আজ কম্যুনিস্ট রাশেদ খান মেননের মাথায় টুপি ও মুখে নবীর বয়ান শুনিয়া বেশ তাজ্জব বোধ করিলাম । কাজি জাফর যখন টুপি মাথায় পটিয়ার পীরের পদতলে বসিয়া ছিল ইহার পূর্বেই আমি জানিতাম কম্যুনিস্টদের কেবলা তিনটি ১ পিকিং ২ মস্কো ৩ মক্কা । মেজর জলিল বহু লোককে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পতাকাতলে আশ্রয় দিয়া নিজে টুপি লাগাইয়া ইসলামের সেবায় নামিয়া গেলেন । তিনি মুক্তিযুদ্ধের কয়েক বছর পর তাহার পুণ্যভূমি পাকিস্তানেই এন্তেকাল করেন । কম্যুনিস্ট এবং মুসলিমদের মধ্যে একটি বিষয়ে ফারাক আছে তাহা হইল আল্লাহর প্রতি বিশ্বাস । এ ছাড়া তাহাদের ধ্যান ধারনায় কোন তফাৎ নাই । আজাবধি কোন মুসলিম দলভুক্তকে কেবলা পরিবর্তন করিতে দেখি নাই । মেনন হুজুর কেবলা বেশ ভালই ওয়াজ নসিহত করিলেন কিন্তু তাহাকে সাইদির দরাজ কণ্ঠের কাছাকাছি পহুছিতে হইবে । খুব শীঘ্রই সাইদির ফাঁসী হইয়া যাইবে তখন মাঠ খালি থাকিবে এবং মেনন কেবলা হুজুর বিলম্ব না করিয়া ওয়াজ মেহফিলে দেশ মাতাইবেন । শাহজাহানপুরের নারীদের সান্ত্বনা দিয়া বলিতে হইবে এক সাইদি লোকান্তরে লক্ষ মেনন ঘরে ঘরে । চাদের দিকে কঠিন নজর রাখিবেন কখন হুজুরের বদন ভাসিয়া উঠে !!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: আপনার লেখা থ্বেকে:

"ইতিপূর্বে অনেকেই ইহা নাড়াইয়াছেন তবে আজ কম্যুনিস্ট রাশেদ খান মেননের মাথায় টুপি ও মুখে নবীর বয়ান শুনিয়া বেশ তাজ্জব বোধ করিলাম "

কম্যুনিট কে, তাঃা আপনার বোধগম্য নয়; যাক, মেননরা বহুরূপী: মেনন উহার সমসামহিক থেকে এককালে প্রগ্রেসিভ ভাবনা ভাবতো হয়তো; আজ না পারলে, তাকে জোর করে তা করতে হবে কেন?

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

শাহ আজিজ বলেছেন: এতো সিরিয়াস হইলে চলিবে কেন , ইহা রসরচনা মাত্র ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: যা কইচেন মিয়াবাই শাহ আজিজ

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: জী -----

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

আহলান বলেছেন: ইহাই গনতন্থ্র ... ;)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

শাহ আজিজ বলেছেন: নাঊজুবিললাহ ! ইসলামিক গনতন্ত্র বলুন ! উহারা মাইন্ড করিতে পারে ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

ঢাকাবাসী বলেছেন: এরাই 'ইসলামকে জিন্দা রাখে হর কারবালাকে বাদ'! মাগনা মদ পাইলে বাউনেও খায় পয়সা চাইলে কয় রাম রাম এটা খাইলে নরকে যায়! শা_--।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

পিচ্চি পোলা বলেছেন: সাঈদী হুজুরের ফাঁসি দেয়ার আগ পর্যন্ত মেশিনটা চালু রাখা উচিৎ B-))

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই টিভিতে দেখিয়া আমি তো তাজ্জব বনে গেলাম! ইহাও কী সম্ভব?

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

শাহ আজিজ বলেছেন: কলি কালে সব ই সম্ভব, ভ্রাতা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.