|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
লজ্জায় মাথা মিশে যায় 
চৈত্র ভুমির বিস্তীর্ণ চৌচির হৃদয় 
একি হলো! আপনি জিজ্ঞাসে বাংলাদেশ
জন্মদিনের আগাম ক্ষণের পূর্ণ যুবক 
লাজ শরম উন্নত শির কিছুরি নেইকো লেশ । 
আজ নিয়েছ কড়ি  পেতেছ হাত 
সাজাতে আমার ধমনীর পথঘাট  
গাইতে আমা সৃষ্ট সঙ্গীতমালা 
সেইজন যেজন অস্বীকারে আমারে 
লাঞ্ছনা গঞ্ছনা পদাঘাত চারিটি যুগ আমার শিরে 
আমা ধুলিতে ফলিয়ে ফসল গায় ভিন কোন গান 
আমা হৃদয় খুড়ে খেয়ে রাখে লাহোর পিণ্ডির মান।
তুমি দিয়েছ অবারিত ঢেকেছ সত্য 
যেমনটি করেছিল প্রতারক পিতা 
আমা ভুমিতে বসিয়ে ধর্মের সনদ
কাটবে সযতনে লাল ফিতা 
আমা রক্তস্রোত আসছে হয়ে ক্ষীণ 
নেবো আশ্রয় , নিতে হবে , বাচতে হবে 
অন্ধ হয়ে পারি যে কদিন ।
এই পৃথিবীতে আমি এক ভাষার গর্বিত দাবীদার 
আমার আছে একুশ , বোশেখ , নবান্ন ,বিজয় 
আর বারো মাসে কত কি পার্বণ ।
আমাকে শুয়ে থাকতে হবে কিছুদিন 
নিয়ে শরীরে লাইফ সাপোর্টিং  মেশিন ।। 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.