নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদল অজানা অনলাইন ব্যাবহারকারি হাজার হাজার মেইল এর মাধ্যমে ভারতের জাতীয়সঙ্গীত পৃথিবী শ্রেষ্ঠ এবং তা ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্ত বলে প্রচার চালিয়ে যাচ্ছে । ভারতের আমজনতা এই আবেগ পূর্ণ বিষয়টিকে সত্যি ধরে নিয়ে উল্লসিত । কিন্তু ইউনেস্কো এটাকে হোক্স এবং তাদের নামে মিথ্যা অপপ্রচার বলে এই সংবাদকে উড়িয়ে দিয়েছে । ইউনেস্কো বলছে এ ধরনের কোন তথ্য তাদের কাছে নেই এবং তারা যা কিছু প্রচার করে সবই ইউনেস্কোর অফিসিয়াল ওয়েবসাইটে । ইউনেস্কোর অফিসিয়াল বিবৃতিতে এই ঘটনাকে ভারতের সাধারন জনতার আবেগকে সস্তা রং মাখিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা বলে অভিহিত করা হয়েছে । তারা ইউনেস্কোর নামে প্রচারিত ভুয়া তথ্য কে প্রচার ও শেয়ার না করার অনুরোধ করেছে । পুরো বিষয়টি দেখুন এই লিঙ্কে h ttps://w ww.you tube.com/ watch?v=h DR9vnrDX8c
২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: কবে বকলাম আবার !
ভাইডি সাধারনত নিজ বয়েসের চেয়ে ছোট কাউকে বলা হয়, সেক্ষেত্রে আমি দাদা হতে পারি ।
হ্যা কিছু ভারতীয় এই কাজটি করেছে এবং জাতীয় সঙ্গীত ও ছোট ঠাকুরকে বসিয়ে দিয়েছে । গান্ টি খুব ভালো কিন্তু দেশ ও ভাষা ভেদে শ্রেষ্ঠ কাউকেই বলা যায়না ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: টিং টিং। না না ধং ধং।
ধমের্র ঘন্টা মন্দিরে নয় নেটে বাজে।
কলিকাল।
ধ্বব্জা উঠায়াও পার পাওয়া যায় না।
রচয়িতা যে প্রেক্ষিতে এটি লিখেছেন তা ভাবলে ওদের আমি বোধাই জাতি বলি।
"বোঝে না, সে যে বোঝে না"
তারপর ক্যামুন আছেন ভাইডি। আমারে কইস্যা বকছিলেন মনে আছে নি??
হ্যাটস্ অফ দরকারী লেখার জন্য।