নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ইসলামি ব্যাঙ্কের ভল্টে মুক্তিযুদ্ধের চেতনা আর ১৩ দিন মেয়াদী রাষ্ট্রপতি জিয়া

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৩

তারেকের জন্য একটা দারুন সুযোগ এসেছিল কদিন আগে । ইসলামি ব্যাঙ্ক থেকে জাতীয় সঙ্গীতকে গিনেস রেকর্ডে ওঠানোর জন্য ৩ কোটি টাকা দান নেওয়ার পর তার গোয়েবেলসিও কার্যক্রম শুরু হয় । এই টাকা নেওয়াকে কেন্দ্র করে সরকারের মন্ত্রিরাই বিবাদে জড়িয়ে পড়েন । এটিও একটি প্লাস পয়েন্ট আর এই সুযোগে তার পিতা জিয়াউর রাহমান ,মুক্তিযোদ্ধা, বীরবিক্রমকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে জনগনকে চমকে দিলো । আওয়ামি লীগ চালিত সরকারের দেউলিয়াপনা ধরা পড়ল আর সুযোগ নিল পুত্র ও মাতা পর্যায়ক্রমে । যেদিন পতাকা পদদলিত উৎসব চলছে যা পরের দিন দেখেছি মিডিয়ায় ঠিক ওইদিন ব্রিটেনে বসে তারেকের এই ঘোষণা যে খুব তাচ্ছিল্যের সাথে দেখছি তা নয় , আমি দেখছি এই ইস্যুই সরকারী দল ও পতিত বি এন পির সহায়ক হল জনগনের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে । এখন একটা অঘোষিত টক শো চলবে বেশ কিছুকাল আর আঁধারেই পড়ে রইবে চেতনা ব্যাঙ্কের ভল্টে । মন্ত্রিরা গৃহবিবাদ বন্ধ করে রাষ্ট্রপতি বিবাদে নিপতিত হবেন আর ঢাকা পড়বে কেন রাজাকার অর্থায়নের ব্যাঙ্ক থেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিক যে পতাকা তার উৎসবের টাকা নেওয়া হবে, কেন আবারো বিদ্যুৎ মূল্য বৃদ্ধি হবে এবং কেনইবা সাইকেল আরোহীকে ভাঙ্গাচোরা রাস্তার টোল দিতে হবে???

বলুন এর পিছনের হাওয়া কি বসন্তের না মাঘের কুকড়ে যাওয়া শীতের।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬

এম এ কাশেম বলেছেন: চমৎকার ভাবে সত্যি,

২| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫২

এন ইউ এমিল বলেছেন: চরম সত্য

৩| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০১

সাইবার অভিযত্রী বলেছেন: মন্ত্রিরা গৃহবিবাদ বন্ধ করে রাষ্ট্রপতি বিবাদে নিপতিত হবেন আর ঢাকা পড়বে কেন রাজাকার অর্থায়নের ব্যাঙ্ক থেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিক যে পতাকা তার উৎসবের টাকা নেওয়া হবে, কেন আবারো বিদ্যুৎ মূল্য বৃদ্ধি হবে এবং কেনইবা সাইকেল আরোহীকে ভাঙ্গাচোরা রাস্তার টোল দিতে হবে???

চরম সত্য

৪| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

ঢাকাবাসী বলেছেন: চরম সত্যি কথা! সবাই মানবে কি!

৫| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রয়োজনীয় কথার সময় স্পিকটি নট হয়ে থাকে!!!

বিদ্যুতের ইস্যুতে, টোলের ইস্যুতে একটা হরতাল আসে না। একটা কথা পাই না জাতি...

আর জিয়াকে আর মুজিবকে কারো কথায় কেউ কোন স্থান দেবেনা বা তার থেকে নামাবে না। তা ছেলেই হোক, মেয়েই হোক বা যেই হোক।

জাতির স্বার্থরক্ষায় প্রত্যেকের ভূমিকা নিরবে মূল্যায়িত হচ্ছে!

অদ্ভুত!!!!!

৬| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

ঢাকাবাসী বলেছেন: জিয়াউর রহমান 'বীর উত্তম' হবে।

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮

শাহ আজিজ বলেছেন: ৪৪ বছর উত্তম মধ্যম খাইতে খাইতে এই পদবী গুলাইয়া এখন ব্যাঙ্কের ভল্টে , তাই ভুল হইয়া গেছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.