নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

PEARSON –EDEXCEL High Achiever Award Ceremony (ছবি সহ)

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:০৮

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বাংলাদেশে জি সি ই লেভেলে যারা সর্বোচ্চ নম্বর অর্জন করেছে তাদের সন্মানে PEARSON –EDEXCEL মেডেল ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে । চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে গতকাল বিকেল ৪.৩০মিঃ অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডঃ গওহর রিজভির উপস্থিতিতে শুরু হয় মেডেল প্রদান অনুষ্ঠান । যারা সব সাবজেক্টে এ গ্রেড সহ তারকা অর্থাৎ এ স্টার পেয়েছে শুধু তারাই এই সন্মাননা পেল। অবাক হবেন এই বাংলাদেশের ও লেভেলের ছাত্র সারা পৃথিবীর মধ্যে অংকে ৮০ তে ৮০ পেয়ে বিশ্ব রেকর্ড করেছে । শুধু তাই নয় ইংরেজি সাহিত্যেও বাঙালি মেয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে পৃথিবীর সর্বোচ্চ তালিকায় অবস্থান করে নিয়েছে । খুব আনন্দঘন মুহুর্মুহু তালির মধ্যে পুরস্কার প্রদান হয় । একটি সার্টিফিকেট, মেডেল দেওয়া হয় এই সব মেধাবীদের হাতে । PEARSON –EDEXCEL,BRITISH COUNCIL নামাঙ্কিত একটি সুদৃশ্য কফি মগ আর রূপসী বাংলার খাবার তো ছিলই । আমার পুত্র এই তালিকায় থেকে আরও একটি তারকা সংযুক্ত করল । ছবি দেখুন ।


আমার পুত্রধন । অনুষ্ঠানের আগে।

















ওর মেডাল , সার্টিফিকেট , গিফট । আগে স্টার অ্যাওয়ার্ড ২ দফা পেয়েছে ও আর এ লেভেলে। এবার সর্বোচ্চ মার্কধারীরা পাচ্ছে বিশেষ পুরস্কার , পিয়ারসন আর ব্রিটিশ কাউন্সিল থেকে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪৮

প্রিয় জন বলেছেন: আপনার ছেলের খবর, কি ভাই ?

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: ও ওতো পুরস্কার পেল । প্রথম ছবি আমার ছেলের আর মেডেল একেবারে নিচের ছবিতে । শাহ ইয়াসের আজিজ নাম লেখা , ৬ টিতে এ ,তার মধ্যে দুটিতে এ স্টার ।

২| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:০৪

প্রিয় জন বলেছেন: বাহ ভাল

৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:২৩

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: গুড।
ছেলেকে এ্যাচিভমেন্টের জন্য।

বাবাকে লেখার জন্য ।

৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:২৪

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: গুড।
ছেলেকে এ্যাচিভমেন্টের জন্য।

বাবাকে লেখার জন্য ।

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: থাঙ্কস

৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭

আমি সাজিদ বলেছেন: অভিনন্দন। বাবার মতো মেধাবী হয়েছে। ও কি পরে বাইরে পড়তে গেছে?

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: ও বাইরেই আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.