নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

খাসি নামে কুকুরের মাংস বিক্রি ।। কোথায় পালাবেন ভাই

১০ ই জুন, ২০১৪ রাত ৯:৫৮

নরসিংদী শহরে খাসির মাংসের নামে হিসেবে কুকুরের মাংস বিক্রির দায়ে কালাম মাসুদ (৪২) নামে এক মাংস বিক্রেতার দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজ এই আদেশ দেন।

জানা গেছে, শহরের চৌয়ালা এলাকায় কুকুরের মাংস বিক্রি করার সময় নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ সামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই মাংস বিক্রেতা কালামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি কুকুরের মাংস, লেজ, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।

অভিযোগে প্রকাশ, দীর্ঘ দিন যাবত কালাম শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাসির মাংস নামে কুকুরের মাংস সরবরাহ করে আসছিল।

ইত্তেফাক পত্রিকা থেকে সংগ্রহকৃত ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:০২

পংবাড়ী বলেছেন:


ঐ এলাকার অনেকে হয়তো এখন কোরিয়ান ভাষায় কথা বলে?

১০ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: আপনার কমেন্টটি টপ কমেন্ট ক্যাটেগরির ।

২| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৩

পংবাড়ী বলেছেন:


আপনার খবর কি, কথা বলার সময় কোরিয়ান এসে পরে?

১০ ই জুন, ২০১৪ রাত ১০:১৭

শাহ আজিজ বলেছেন: নাহ , আরবি আইসা পড়তাসে , =p~ কিযে করি ভাবতাসি কলিকাতা হারবালে--------- :P

৩| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৯

আরজু পনি বলেছেন:

ভালো খবর ।
গোশত না খাওয়ার ভালো একটা কারণ পেলাম ।

১০ ই জুন, ২০১৪ রাত ১০:২৪

শাহ আজিজ বলেছেন: সবজিতেও বিষ ।

৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:১৯

আর্জেন্টিনা বলেছেন: ভাই এইটা কয় বছর আগের ঘটনা!!

১০ ই জুন, ২০১৪ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: গতকালের ।

৫| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৪৪

নতুন বলেছেন: মাত্র ২ বছর সাজা???

এরা তো মানুষই না...

১০ ই জুন, ২০১৪ রাত ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: কিযে বলেন । অগো বেহেস্তের টিকেট কাটা আছে ।

৬| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

কুত্তা খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো (বমি আসতেছে :( )

১০ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: পলি ব্যাগ মুখে ধরেন, তাড়াতাড়ি =p~ =p~

৭| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:০৩

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: পয়সার ধান্দায় আর যে কত যে নিচে নাম্বে কে জানে

:( :( :(( :(( X( X(

৮| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৮

আহ্নিক অনমিত্র বলেছেন: দুই বছর ভাই কিছুই না।
দুই একটা ফাঁসি দিলে, তারপর কাজ হবে।
নইলে আবার একই কাজ করে এরা।
ঢাকায় দেখি, আজকে জরিমানা করে ১০-২০-৫০ হাজার করে।
কালকে আবার সেই একই কাজ করে।

ভাই এই সামান্য শাস্তি যথেষ্ট না।

মানুষ হত্যার মত কাজ কারবার করছে এরা। সেভাবেই বিচার হওয়া উচিৎ !

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:১১

শাহ আজিজ বলেছেন: আইন করলেও শাস্তি খুব বেশি হবেনা কারন আইন প্রনয়নকারী দেখবে এই মাংস মানুষের জন্য ক্ষতিকর কিনা। অনেক বড় ও ক্ষুদ্র জনগোষ্ঠী নির্দ্বিধায় এটা খায় । ধর্মীয় দৃষ্টিতে এটা নিষিদ্ধ । এভাবেই আইন তৈরি হয়েছে । তবে প্রতারনা কেসে এই মেয়াদ বাড়ানো যাবে।

৯| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৮

তারা চাঁন বলেছেন: ঐ হারামজাদারে দুই বছরের জেল না দিয়া একটা কুত্তা রান্না কইরা খাইতে বাধ্য করাইলে বেশি শাস্তি দেয়া হইত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.