নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পোষ্টে বেশ কিছু ইমেজ আছে তা যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং শালীন জীবন যাপন করেন তাদের জন্য নয় ।
চীন এবার ফুটবলে কোয়ালিফাইং করেনি তাতে কি হয়েছে ফুটবল দর্শক সবচে বেশি চীনে , এটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আর এখন তো জীবন যাত্রার মান নগরে বেশি । এক সময়ের একটি প্রধান স্বপ্ন একটি টেলিভিশনের মালিক হওয়া এখন খেলনা সামগ্রির মত । একজন নগর ঝাড়ুদার তার বাড়িতে ৩২ ইঞ্চি টি ভি দেখে । ক্রিকেট চীনে জনপ্রিয় করা যায়নি যেহেতু মারকিনিরা ক্রিকেট খেলেনা তবে বেসবল বেশ প্রচলিত। গলফ সবার খেলা নয় তবে পৃথিবীর সবচে বড় গলফ প্রান্তর গুয়ানতং প্রদেশে । প্রায় ৪০০ কি মি এলাকায় এটি ছড়িয়ে ছিটিয়ে আছে । ক্যান্টন নগরি থেকে শুরু এবং শেনটেনে শেষ । ব্রাজিল চীনা দর্শক দের প্রিয় দল । যে ছবিগুলো দেখবেন তা চায়না ডেইলি ফোরাম থেকে নেয়া । একজন ব্লগার এসব আবার চীনের জনপ্রিয় সাইট গুলো থেকে সংগ্রহ করেছে । নগ্নতা চীনে এখন একটি সাধারন ব্যাপার । তবে এদের সংখ্যা খুবই সামান্য বরং মানুষ তাদের পুরাতন ঢঙ্গেই বেশি সাচ্ছন্দ বোধ করে । আমি গাড়ি প্রদর্শনীতে প্রথম এরকম মডেল দেখে হা করে দাড়িয়ে ছিলাম ।
বিরক্তির উদ্রেক হলে মডরা পোস্টটিকে মুছে দেবেন ।
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৩
শাহ আজিজ বলেছেন: সবাই ১৮ দেয় তাই ভাব্লাম আমি একটু বাড়াইয়া দেই যাতে পুলাপাইন ধারে না ঘ্যাঁসে !!!
২| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:১০
ঢাকাবাসী বলেছেন: সত্তরের দশকে চীনে ছিলুম তখনকার পোষাক মনে আছে। এখন একবিংশতে এরকমটাই দেখে খুব অবাক হইনি। ভাল পোস্ট। সুন্দরের জয় হোক।
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৬
শাহ আজিজ বলেছেন: আমি ৮২ গেছি ,তখনও কঠিন জীবন । বব চুল , মেকাপ হীন মুখ । সেই তারা এতো সুন্দরী হয়ে গেল ভাবতেও অবাক লাগে। আমি এম এস করতে গিয়েছিলাম , আপনি কথায় ছিলেন?
৩| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৫
ঢাকাবাসী বলেছেন: তখন আর্মিতে ক্যাপ্টেন ছিলুম, আবার প্রকৌশলীও! বেইজিংএর কাছেই, নামটা মনে নেই!
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৯
শাহ আজিজ বলেছেন: ৮২তে মাহবুব ভাই কে পেলাম ,খুব জনপ্রিয় ছিলেন ছাত্রদের মধ্যে । আমার বিয়ে হয় ফোনে এবং তাও ছোটখাটো আয়োজনে মাহবুব ভাইএর বাসায় । ও বছর আমার হবু স্ত্রীও বৃত্তি পেয়েছিল । খুব সম্বব ঠাঙ পিং কাউনটিতে আপনাদের ক্লাস হত । আমিও প্রচুর পেয়েছি , কিন্তু যোগাযোগ নেই কারো সাথে ।
৪| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫১
মাঘের নীল আকাশ বলেছেন: এরা অবশ্যই জ্বরে আক্রান্ত...তবে কি জ্বর, সে বিষয়ে সন্দেহ আছে...
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:০১
শাহ আজিজ বলেছেন: বড় শহরে রাতের চীন দেখলেত মাথা খারাপ হয়ে যাবে !!!!!!
৫| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ফুটবল জ্বরে ....সারা বিশ্ব জুড়ে
চলিছে এমনই অনুরনন ......হৃদয় পুরে।
৬| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
৪০ প্লাস না তবুও দেখে গেলাম। কেউ জেন না জানে
৭| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৪
এইচ তালুকদার বলেছেন: ভালো লাগলো
৮| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৯
আমিজমিদার বলেছেন: আমার বয়েস ১৯
২৪ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
শাহ আজিজ বলেছেন: আপনার আব্বুকে নালিশ দেওয়া হবে----------
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ৪০ + কেন ভাই?