নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্যালারিতে বসে
ক্রন্দনরত পেলব গালের
লাল ওষ্ঠের
সাম্বার সুন্দরী ।
আহা কে দিল যাতনা
বয়ে চলে অশ্রুধারা
ভিজে চুপচুপ
হলদে গেঞ্জি ভেদী
ভিতরের বক্ষ বন্ধনী !
ওগো সোনালি কেশী
দেখ চেয়ে দেখি
হাতে নিয়ে দাড়িয়ে
আমি বসুন্ধরার টিস্যু
মুক্ত দানা মুছে দেবার ছলে
টিপে দেবো আপেল গালে
বলব নেই নেইমার তাতে কি?
আমিতো আছি পাশে
হিটলারদের পতন হোক বলে
একে দেবো চুম্বন চিত্রমালা
তোমার পেলব গালে !!
৯/৭/১৪ ১১,৪৪মিঃ
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭
শাহ আজিজ বলেছেন: রাহুল মনে হয় ব্রাজিল ভক্ত !!
২| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪
রাহুল বলেছেন: জিনা ভাই। প্রথম চয়েজ আর্জেন্টিনা ২য় চয়েজ জার্মানী বিকজ আমি মুলারের আর ক্লসার ভক্ত। তবে কাল রাতের খেলায় জার্মানী জিতুক এটা চাইছি কিন্তু এভাবে চাইনি।এই জিতে আনন্দ খুব বেশী পেলাম না।
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: আমি শুয়ে খেলা দেখছিলাম। গোল ৩ তা হলেই উঠে বসলাম। একে একে ৭ টা!!!!! আমি এবার ঘুমুতে গেলাম ----যথেষ্ট হয়েছে । আমি জার্মানির ভক্ত ,ফেবুতে একটা পেজ ও আছে আমাদের।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৪
রাহুল বলেছেন: