নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শায়মার মা ইসরায়লীদের গোলায় আহত হয়ে কাতরাচ্ছিলেন ধ্বসে যাওয়া স্কুল বিল্ডিঙের নিচে। উদ্ধারকারী দল তাকে উদ্ধারের পর দেখল মহিলা পূর্ণ গর্ভবতী।
দ্রুত হাসপাতাল এবং চিকিৎসা চলল । শায়মার মা গুরুতর জখম আর রক্তক্ষরনে নির্জীব । মা মারা যাওয়ার সাথে সাথেই ডাক্তাররা দ্রুত সিজার করে জীবিত শিশুকে বের করলেন । নাম হল শায়মা ।শায়মাও খুব কাহিল ছিল। তাকে ইনকিউবেটরে অক্সিজেন ও নানা ওষুধ দিয়ে রাখা হল । গতকাল ছ দিনের দিন শায়মা আমাদের যুদ্ধময় পৃথিবী ছেড়ে চলে গেল । ওর মা হয়ত চাইছিলেন না ইসরায়েল আর হামাসের এই কলহপূর্ণ ভুমিতে শায়মা অসুস্থ হয়ে বেচে থাকুক । তার চে ওইই চলে আসুক আমার বুকে ।
আমাদের ভালোবাসাবিহীন পৃথিবীতে শায়মা ছদিন বেচে ছিল । দুইদল যোদ্ধা ওকে পৃথিবীর আলোটুকু পর্যন্ত দেখতে দেয়নি শুধু ইনকিউবেটরের মৃদু আলো ছাড়া ।
ভিডিওটি আল জাজিরার। যাদের হার্টের সমস্যা আছে তারা দেখবেন না দয়া করেঃ http://aje.me/1prSWZg অথবা Click This Link
©somewhere in net ltd.