নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টমা হক ক্রুজ মিসাইল ছুড়ে মার্কিন ও আরবদের যৌথ সামরিক অভিযান শুরু হয়েছে সিরিয়ার আই এস আই এস এর মুল ঘাটি ও ট্রেনিং সেন্টার রাকাতে। ৩০ টি ক্রুজ মিসাইলের আঘাতে প্রকম্পিত হয় রাকার ভুমি। ক্ষয়ক্ষতির কোন খতিয়ান পাওয়া যায়নি তবে স্থানীয় কারো মোবাইলে তোলা ছবিই একমাত্র সম্বল। যদিও পেন্টাগন দুটো আক্রমণের পূর্ব ও পরের স্থির চিত্র দেখিয়েছে সংবাদ সন্মেলনে কিন্তু উপগ্রহ থেকে তোলা কোন ছবি দেখায়নি। কিছুক্ষন আগে বারাক ওবামা সংক্ষিপ্ত সংবাদ সন্মেলনে জানান ‘ মার্কিন ও আরব যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে’ । অন্যান্য আরব দেশগুলো হচ্ছে সউদি আরব,ইউ এ ই,কাতার, বাহরাইন ও জর্ডান। সারা পৃথিবীর বড় প্রচার সংস্থাগুলো এখন ব্যাস্ত এই সংবাদ প্রচারে। আজ রাতে আবারো আক্রমন শুরু হবে। মার্কিন নৌজাহাজ , বিমান ও ভুমি থেকে যুগপৎ আক্রমন চলে। আপডেটের জন্য অপেক্ষা করুন ।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭
শাহ আজিজ বলেছেন: টম ক্রুজের মত
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩
অন্ধবিন্দু বলেছেন:
ক্রুজ মিসাইল দেখছি লোক ভালো