নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রিটিশরা বিমান হামলা শুরু করেছে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫ মিনিটে। ব্রিটিশরা সাইপ্রাসের ঘাটি থেকে হামলা পরিচালনা করছে। আই এসের অবস্থা কিছুটা টলোমলো এজন্য যে প্রথম বিমান হামলায় তাদের নেতা নিহত হয়েছে সাথে যোদ্ধাদের শতেরও বেশী । আই এস এখন কুরদিস্থানের সীমান্তে এগুচ্ছে। রাশিয়া আই এস কে বিমান দেবে যুদ্ধ করার জন্য । মনে হয় পুরাতন সব জঞ্জাল পুতিন ঝেড়ে ফেলতে চান। কারন এসব বিমান আত্মঘাতী হামলায় ব্যাবহার হবে বলে মনে হয়। যাহোক বিমান ওড়ানোর কোন রানওয়ে আই এসের কাছে আছে কিনা আমার জানা নেই।ইউ এ ইর সুন্দরী যুবতী ইতিমধ্যেই দুবার বিমান হামলা করেছেন আই এসের ওপর।তিনিই প্রথম মুসলিম মহিলা আই এসের ওপর বিমান নিয়ে মিসাইল হামলা করেছেন। রুহানি আই এসের “থিয়েটার” বোমা মেরে উড়িয়ে দিতে বলেছেন।ফরিদ জাকারিয়ার সাথে তার গুরুত্বপূর্ণ সাক্ষাতকারটি মিস করলাম । মুলত ব্যাপার একটাই আই এস নামের জঙ্গি ধ্বংস কর আর সাধারন মানুষকে রেহাই দাও। অবস্থা বিবেচনা করলে এই যুদ্ধ প্রলম্বিত হবে এবং পৃথিবী দু ভাগে বিভক্ত হয়ে সাদ্দামের নাটকীয় বদমায়েশির খেসারত দেবে । আরও আপডেটের অপেক্ষায় থাকুন ।।
সংশোধনঃ রাশিয়া বিমান আই এস কে নয় সিরিয়াকে দিচ্ছে বা দেবার ইচ্ছা প্রকাশ করেছে। ভুলটি অনভিপ্রেত-----
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২
শাহ আজিজ বলেছেন: আমরা এ শঙ্কা থেকে মুক্ত তবে তালিবান উৎপাত শুরু হলে কিছুকাল অশান্তি হবে ।বাংলাদেশে কোন মৌলবাদী ধারনা স্থায়ী হয়নি ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
মেকগাইভার বলেছেন: রাশিয়া আই এস কে বিমান দেবে যুদ্ধ করার জন্. ...এটা একটা ফালতু খবর
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১
পুরান লোক নতুন ভাবে বলেছেন: পুরাই গাজা খাওয়া গল্প!!
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: এটাই মনে হয় ৩য় বিশ্বযুদ্ধের ডঙ্কা ।