নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষমেশ কোন উপায়ন্তর না দেখে বালক জড়িয়ে ধরল বালিকার পা। ফুলের চমৎকার তোড়া মাটিতে লুটাচ্ছে, বালিকা হাইহিল হাতে নিয়ে পড়ে যাবার ভয়ে এবং হটাৎ দৌড়ে ভাগার ইচ্ছেতে। বালক চিৎকার করে বলছে আমি তোমায় ছাড়া বাচবনা, আমায় ভালোবাসা দাও হে দেবী। অনেক কসরত করে , মাটিতে গড়িয়ে পড়েও বালকের বাহুবন্ধন থেকে রক্ষা পাচ্ছেনা বালিকা। চারিদিকে জড়ো হয়েছে উৎসুক জনতা । তারা কেউ অবাক আর কারো মুখের হাসিতে মজা লোটার ভান । বালিকা কি শেষমেশ রক্ষা পেয়েছিল??
চীনের শহরগুলোতে প্রতিদিন হাজারো যুবক হাতে পোস্টার নিয়ে নিবেদন করে যুবতীদের তাদের বউ হবার জন্য । কি ক্রাইসিস !!!!
০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪২
শাহ আজিজ বলেছেন: রক্ষাতোঁ পেয়েছিল তবে কিভে তা আর বলেনি ব্লগটিতে ।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৩
ইমিনা বলেছেন: হা হা হা ...
দারুন মজা তো !!!
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে অবোধ বালক!!!!
০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৮
শাহ আজিজ বলেছেন: রেসকোর্সে অনেক ছাগু পাবেন গাঞ্জা খাইয়া টাল হইয়া আছে। কারন প্রেম নিবেদন প্রত্যাখ্যান হইয়াছে । নির্বোধ কাহারে কয়
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: সব কিছু নকল করার অন্যতম দেশ চিন সেখানে আসল ভালোবাসাটা তাদের ঠিকি চাই যা জন্য হয়তো এমন করে পায়ে ধরা।আহারে ভালোবাসা, বড় বেশি ক্রাইসিস
০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২
শাহ আজিজ বলেছেন: ডিভোর্সের অন্যতম জায়গা চীন । বালক প্রেম ভাঙ্গার ঘটনা লক্ষ লক্ষ । বালিকার অ্যাম্বিশন খুব বেশী , বিদেশী বালকের চাহিদা তুঙ্গে ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫
এহসান সাবির বলেছেন: বালিকা কি শেষমেশ রক্ষা পেয়েছিল??