|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কবি নির্মলেন্দু গুন আজ একটি ওপেন হার্ট সার্জারির পরে বিপদমুক্ত বলে ঘোষণা করেছেন ল্যাব এইডের সার্জন । তার  অ্যাটাকে খুব বেশী ক্ষতি হয়নি হৃৎপিণ্ডের  । ডাক্তাররা কাল সাথে সাথে এঞ্জিওগ্রাম করে ব্লক নিশ্চিত করে আজ ওপেন হার্টের সিদ্ধান্ত নেন। গুন  দা এখন পূর্ণ বিশ্রামে । চলাচলের উপযোগী হলেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। 
ঈশ্বরকে ধন্যবাদ ।
 ৫ টি
    	৫ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫৫
১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫৫
শাহ আজিজ বলেছেন:  আমার ভালো লাগছে যে আমাদের ৭৬/৭৭এর হুলিয়ার আসামি এখন মুক্ত ।
 ওই সময়ে গুন দা আমাদের কলেজ জীবনে ম্যাটিনি আইডল । আমাদের হলের সামনে দিয়ে {শাহনেওয়াজ হল, নিউ মার্কেটের পিছনে} রিকশায় যেতেন আর আমরা চেয়ে দেখতাম কালো চুল দাড়ির চকচকে সাদা চোখের গুন দা একটি পাটের ব্যাগ কাঁধে -------------- আমি খুব হিংসাবোধ করতাম।  
২|  ১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১:১৭
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১:১৭
মিতক্ষরা বলেছেন: ভালো হয়ে উঠুন - এই কামনা। তিনি ভালো মানুষ।
  ১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫৭
১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫৭
শাহ আজিজ বলেছেন: রাগতে বা গর্ব করতে দেখিনি তাকে !!
৩|  ১৬ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:২৪
১৬ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:২৪
খেলাঘর বলেছেন: 
ভালো খবর।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১২:৪৩
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১২:৪৩
নাসরিন চৌধুরী বলেছেন: আল্লাহ ওনাকে সবার মাঝে আবার ফিরিয়ে আনুক।