নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই বেদনাদায়ক ঘটনা বটে। আইসিসের জঙ্গিরা বলছে তারা এযাবতকাল যেসব ভিনধর্মী বালিকা,মহিলাদের নিজ আয়ত্তে রেখেছে তা ইসলামিক শরিয়াহ মতে হালাল।এরা যৌনদাসী এবং তা ইসলাম স্বীকৃত । বাড়তি মহিলা যাদের ওরা বিক্রি করে দিচ্ছে তৃতীয় দলের হাতে বেশ্যাবৃত্তি করানোর জন্য তা ইসলামিক কিনা সেটা ওরা আর বলেনি।নৈতিকতা বোধ কোথায় নামলে এমনটি সম্ভব, ভেবে দেখুন। এরা বিশ্বের সব মুসলিমকে একটা ভয়ানক জগাখিচুড়ির মধ্যে ফেলে দিল । গর্ভধারী দুই অস্ট্রেলিয়ান আরব বালিকা এখন দেশে ফিরতে চায় কারন তাদের জ্বিহাদ সম্পন্ন হয়ে গেছে । বাকিটুকু সি এন এন এর পোষ্টে দেখুন - Click This Link
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসলামকে পচানোর জন্য যত আয়োজন সব সিআইএ, মোসাদ গংয়ের জন্ম দেয়া এইএস করছে!!!!
পালের গোদাদের স্বপ্ন কি তা বুঝতে কষ্ট হয় কি?
মুসলিমদেরকে বিভৎস, বর্বর, অশালীন, হত্যাকারী সহ যত বাজে রকমের পরিচয়ে পরিচিত করা সম্ভব তার মিশনে এখন ব্যস্ত এন্টি ইসলামিক গ্রুপ। তাদের প্রতিনিধি আইএস, সহযোগী ওহাবী সউদ গং সব এক সুতোয় বাঁধা..
কিন্তু প্রকৃত মুসলিমরা অসহায়.. শুধু দেখে নিবরে ঘৃনা আর কষ্ট হয়ে যাচ্ছে..
হে আল্লাহ মুতি প্রকৃত বিশ্বাসীদের নামে এইসকল ভন্ডামী পরিচালনাকারী, সহযোগী এবং বাস্তবায়নকারী সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও...
তুমি সত্যের প্রকৃত রক্ষক, একমাত্র রক্ষক। তারা যড়যন্ত্র করছে। তুমি তোমার ঘোষিত কৌশল আর হেকমার সাহায্যে তাদের পরাজিত কর।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আম্রিকানরাও মানুষ আর আমরাও বাংগালী !!
সিএনএন এর খবর দেইখা এখন আইএসআই শিখতে হইব??
আমাদের দেশের মানুষ কবে যে আল্লাহ প্রদত্ত মস্তিষ্ক একটু কাজে গালাবে !!!
৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯
আমি তুমি আমরা বলেছেন: দুক্ষজনক। এসব মূর্খ চরমপন্থীদের কারনেই ইসলাম সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যায়।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছি না !
আর একজন বললেন আই এস নাকি শিক্ষণীয় বিষয় !
৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
খেলাঘর বলেছেন:
আইএষআইএষ থাকবে না; সিরিয়া ও ইরাককে মাটিতে মিশায়ে ওরা নিজেরা শেষ হবে।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: দু:খ জনক। আল্লাহ আমাদের রক্ষা করুন।