নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যাপেক সন্মেলনের এক অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধানরা বক্তার টেবিলে পাশাপাশি বসে । ওবামা,শি জিন পিং,মিসেস শি, পুতিন বসে। ওবামা বেশ ব্যাস্ত শি কে কিছু বোঝানোর জন্য। শি বেশ মনোযোগ দিয়ে শুনছেন ওবামার বকবক। পুতিন চীনা ভাষা জানেন না আর মিসেস শি ও রাশিয়ান ভাষা শেখেননি। তাতে কি , পুতিন ইশারা করলেন একজন দোভাষীকে । দোভাষী হাটু গেড়ে পুতিন যা বলছিলেন মিসেস শি কে বলতেই তিনি সলজ্জ হাসি হেসে উঠে দাঁড়ালেন আর পুতিন পাশে থাকা শালখানি দুহাতে ধরে মিসেস শি এর কাঁধে চড়িয়ে পিঠ ঢেকে দিলেন । শি জিন পিং আর ওবামা একনজর দেখলেন এবং আবারো আলাপে মশগুল হলেন। মিসেস শি এবার তার শাল সরিয়ে একটা জ্যাকেট পরে নিলেন। আমি পুতিনকে কখনো হাসতে দেখিনি । এবার দেখলাম তার ঐতিহাসিক হাসি। ভিডিওটি তাৎক্ষনিক ভাবে চীনে প্রচার হল এবং কিছুক্ষনের মধ্যে আবার অপসারিত হল। ততক্ষনে পাবলিক যা দেখার ও কপি করার করে নিয়েছে। চীনারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পুতিনের প্রতি। তাতে পুতিনের কিছু যায় আসেনা। রাশিয়ান প্রথায় একজন পুরুষ একজন মহিলার কোট খুলে দিতে ও আবার পরিয়ে দিতে পারে। এটাই স্বাভাবিক ভদ্রতা। আমার মনে হল ওবামা শি কে ব্যাস্ত রেখেছিলেন যাতে পুতিনের সময়টা ভালই কাটে । এখন পুতিনকে যদি বলা হয় এমনটি করলে কেন হে? পুতিন চটপট জবাব দেবে বউ নিয়ে আসতে বলেছে কে? আমরা সবাই সিঙ্গেল এসেছি, আর আমি এখানে না বসলেও ওবামা ঠিক তাই করতেন আমি যা করেছি।আমরা রাশিয়া আর আমেরিকা সব কিছু ভাগাভাগি করে করি !!মুক্তবাজার বলে কথা, আমিও মুক্ত হস্তেই শাল তুলে দিয়েছি !!!
ভিডিও লিঙ্কটি দেখুন Click This Link
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
শাহ আজিজ বলেছেন: ওই মিয়া , বাকা চোখে দেখলে কি রসাইয়া পোস্ট দিতাম। আমার তোঁ মজাই লাগছে। দাওয়াতে গেলে বন্ধুর স্ত্রীকে দেখলে কবিতা জাইগা উঠে
২| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪
লেখোয়াড় বলেছেন:
আহারে....................!!
ক্ষ্যাপেন ক্যালায় বাই, আমিও এট্টুস রস -কস নিলাম, এইড্ বুঝেন নাই।
শুনেছি পুরুষদের কাছে বন্ধু বা অন্যের বউ বেশি আকর্ষণীয় লাগে, তা নিজের বউ যতই সুন্দরী হোক না কেন?
আপনি কি বলেন?
আসলে পুরুষজাতি বড়ই পাঁজি।
হো হো হো ...................
১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
শাহ আজিজ বলেছেন: নারীর সৌন্দর্যের কারনেই পুরুষরা পাজি
৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪
আরজু মুন জারিন বলেছেন: শুনি শুধু সৃষ্টির আহবান,----তাই আসি,নানা কাজ তার আমরা মিটায়ে যাই,-----চমৎকার আজীজ ভাই
কেমন আছেন? ভাল থাকুন এই কামনা করি।
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: বলতে হবে ওটা কার লেখা -------!!
৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
ঢাকাবাসী বলেছেন: বন্ধুর স্ত্রীকে নিয়ে কবিতা!! ভারি মজা পেলুম।
১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
শাহ আজিজ বলেছেন: ক্যান , ভুইলা গেছেন? আপনারাই সবচে বেশী কবিতা লিখতেন , ওই সেই উত্তরপাড়ায় থাকতে :!> :!>
৫| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
ইলি বিডি বলেছেন: সব কিছু ভাগাভাগি করে করি !!মুক্তবাজার বলে কথা, আমিও মুক্ত হস্তেই শাল তুলে দিয়েছি !!!
১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
শাহ আজিজ বলেছেন: হা হা হা, এরকমই হয় বন্ধু
মুক্তহস্তে দান খয়রাত করা আর কি!!!!
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬
লেখোয়াড় বলেছেন:
এত দোষের কি হয়েছে।
আর আপনি তাই নিয়ে পোস্ট দিলেন।
খালি বাঁকা চোখে দেখেনননননননননননননন।