নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

চুমু ৮০ মিলিয়ন ব্যাকটেরিয়া মুখের মধ্যে প্রবেশ করিয়ে দেয় !!!!!!!

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫১

চুমুতে ভালোবাসা বাড়ে, ভালোবাসা ছড়ায় ,শারীরিক উত্তেজনা বাড়ায় এমনি জানা ছিল, কিন্তু চুমুর মধ্যে দিয়ে ব্যাকটেরিয়ার আদানপ্রদান হয় তা কি জানা আছে? নতুন এক গবেষণা বলছে মাত্র ১০ সেকেন্ডের গভীর চুমুতে ৮ কোটি ব্যাকটেরিয়া একজনের লালার সঙ্গে অন্যজনের মুখে প্রবেশ করে। যে যুগল দিনে যতবার বেশি চুমু খায় তাদের মুখের মধ্যের মাইক্রোব্যাকটেরিয়ার তত বেশি মিল থাকে।এই চুমু ঠোট ও জিহবার চালাচালি বা শোষণে হয়।
নেদারল্যান্ডসের অরগানাইগেশন ফর অ্যাপলায়েড সায়েন্টিফিক রিসার্চের গবেষকরা ২১ জনের যুগলের উপর একটি পরীক্ষা চালিয়েছেন। প্রাথমিকভাবে চুমু খাওয়ার সময় তাদের আচরণ, কত ঘন ঘন তারা চুমু খান এই সব প্রশ্ন সহ একটি তালিকা পূরণ করতে দেওয়া হয়েছিল এই ২১ যুগলকে ।
এরপর প্রতি যুগলের যেকোনো একজনকে বেছে নিয়ে বিশেষ একধরণের ব্যাকটেরিয়া ভর্তি প্রোবায়োটিক পানীয় খেতে দেওয়া হয়েছিল।
এরপর তাদের সঙ্গি বা সঙ্গিনীকে ঘন চুমু খেতে বলা হয়। একবারের ঘন চুমুর পর দেখা গেছে যিনি ওই পানীয় খাননি তার মুখের লালার মধ্যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার (ক্ষতিকারক নয় এমন ব্যাকটেরিয়া)সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
হিসাব করে দেখা গেছে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে একজনের মুখ থেকে অন্যজনের মুখে কমবেশি আট কোটি ব্যাকটেরিয়া প্রবেশ করেছে।
কোর্ট জানিয়েছেন তাঁদের এই পরীক্ষা শেষে দেখা গেছে যে যুগল যত ঘন ঘন নিবিড় চুমু খান তাদের লালার মাইক্রোবায়োটা (ব্যাকটেরিয়া বসতি) একই রকম হয়। গড়ে দিনে অন্তত ৯ বার চুমু খেলে মুখের মাইক্রোবায়োটা একই রকম হয়ে যায়।
মানুষের শরীরে গড়ে ১০০ ট্রিলিয়ন উপকারী মাইক্রোঅরগানিসম থাকে। এই মাইক্রো-অরগানিজম খাবারের পাচন, পুষ্টি সংশ্লেষ ও রোগপ্রতিরোধে অপরিহার্য। মুখের মধ্যে কমবেশি ৭০০ ধরনের ব্যাকটেরিয়া থাকে।
১০০ ট্রিলিয়ন ?? মনে হয় পুরো শরীরটাই ব্যাকটেরিয়া দিয়ে গড়া ।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

এহসান সাবির বলেছেন: B-)) B-)) B-)) B-))

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০০

শাহ আজিজ বলেছেন: :!> :!>

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০২

শাহ আজিজ বলেছেন: :#> :#>

২| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরিষ্কার করে বলুন, চুমু খাওয়া ছেড়ে দিতে হবে, নাকি আরো বেশি করে খেলে অধিক উপকার পাওয়া যাবে।

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: মাউথওয়াশ দিয়ে পরিস্কার করে নিতে হবে । তাতে জীবাণু কম হবে , চুমু হবে দুর্গন্ধহীন , তাজা , নির্মল নিঃশ্বাস , আহা!!

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

ডি মুন বলেছেন: B:-) B:-) B:-)

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০১

শাহ আজিজ বলেছেন: !:#P

৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

ভিটামিন সি বলেছেন: নিয়মিত চুমু খান। চুমু খেয়ে ভালোবাসার বন্ধনকে আরো প্রগাঢ় করুন।

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১২

শাহ আজিজ বলেছেন: --- চুমু ছাড়া আমার চলেইনা----- :!> :!>

৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

মামুন রশিদ বলেছেন: হুদাই ভয় দেখায়েন না তো ভাই..

:#) B-))

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

শাহ আজিজ বলেছেন: ক্যান , চুম্মা রে এতো দোর ক্যান ?? =p~ =p~ =p~

৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

বাউন্টি হান্টার বলেছেন:
Bacteria kharap minis na

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

শাহ আজিজ বলেছেন: আয়ুর্বেদিক কিনা !! উপকার নানাবিধ ।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

পৌরাণিক এক মানুষ বলেছেন: চুমু খান, জীবন বাঁচান

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

শাহ আজিজ বলেছেন: চুমু খাওয়ার "অপরাধে" পুলিশ এক জোড়া কপোত কপোতীর কাছ থেকে ট্যাক্স আদায় করেছিলো।

অতএব " চুমু খান ট্যাক্স দিন"

চুমুর তাক্সের জন্য চিন (টিন) নাম্বার খোলা লাগব =p~

৮| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: এক চুমুতে আট কোটি ব্যাকটেরিয়া মুখের মধ্যে প্রবেশ করে - See more at: Click This Link

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: খুব উপকারি ব্যাকটেরিয়া =p~ =p~ কিন্তু বাঙ্গালী মেয়েরা এখনো ফরাসি স্টাইলের চুমু খেতে শেখেনি X(( X(( ব্যাকটেরিয়া আসবে কোথা হতে , বলে কি লিপসটিক নষ্ট হয়ে যাবে !!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.