নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সেই প্রতারক শাহেদ গ্রেফতার

১৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪১







লাঠি পেটার লিঙ্ক https://www.somoynews.tv/pages/details/223969



করোনার ভুয়া সার্টিফিকেট বিক্রি , গাড়ি চাপা দিয়ে পথচারীদের রিজেনট হাসপাতালে নিয়ে লাখ টাকা আদায় ইত্যাদি বহুল প্রতারনার নায়ক শাহেদকে আজ ১৫ তারিখ ভোর ৫ টায় সাতক্ষীরার দেবহাটা থেকে র‍্যাবের এলিট গ্রুপ গ্রেফতার করেছে । দেবহাটা ভারত সীমান্ত সংলগ্ন । শাহেদের কাছে একটি লাইসেন্স বিহীন পিস্তল পাওয়া গেছে । এখন ঠিক সাড়ে নয়টায় তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকা আনা হয়েছে এবং র‍্যাবের অফিসে নেয়া হচ্ছে।

র‍্যাব যেমনটি বলছিল যে শাহেদ বোরখায় নিজেকে ঢেকে একটি মাছ ধরা নৌকার ছইয়ের নিচে লুকিয়ে ছিল । নৌকাটি সীমান্ত বরাবর যাচ্ছিল । হয়ত আর কিছুক্ষন হাতে পেলে সে সীমান্ত অতিক্রম করত ।

১২-৩৯মিঃ

র‍্যাব-এর কর্মকর্তা সাতক্ষীরায় সাংবাদিকদের বলেন, গ্রেফতার এড়াতে মো. সাহেদ ছদ্মবেশ ধারণ করে।

তিনি বলেন, "বোরকা পরে একটি নৌকায় উঠার চেষ্টা করছিলেন মো. সাহেদ। তখনই তাকে আটক করা হয়।"

র‍্যাব কর্মকর্তা জানান, "নৌকায় ওঠার আগেই আমরা ধরে ফেলেছি, মূলত পাড়ে। আমরা তাকে অনুসরণ করছি বিভিন্ন জায়গায়। সে ঘনঘন তার অবস্থান পরিবর্তন করছিল।"

"সে তার চুলের রং চেঞ্জ করেছে, গোঁফ কেটে ফেলেছে। তার চুল সাধারণত সাদা থাকে, সে কালো করে ফেলেছে। তার প্ল্যান ছিল মাথা ন্যাড়া করার। সে ইন্ডিয়াতে গেলে হয়তো করতো।"

র‍্যাব কর্মকর্তা জানান, নৌকার যে মাঝি মো. সাহেদকে নদী পার হতে সহযোগিতা করছিল, সে পালিয়ে গেছে।

"সে মাঝি আসলে খুব ভালো সাঁতার জানে। উপস্থিতি টের পেয়ে সে সাঁতরিয়ে চলে গেছে। সে (সাহেদ) মোটা মানুষ সেজন্য হয়তো সে পালাতে পারে নাই। সেজন্যই সে (সাহেদ) ধরা পড়েছে।

১২- ৩০ মিঃ উত্তরা অফিস থেকে বিপুল জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব । ওই অভিযানে শাহেদ সঙ্গে ছিল সেই বোরখা পরে ।

আপডেট দেব ।
সেই বিখ্যাত নৌকা দেবহাটা ব্রিজের নিচে ।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অন্যায় করে যদি কেউ পার না পায় এটা জাতির জন্য একটা সুখবর ।

১৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: ধরেছে তবে দেরি হয়েছে । আমাদের র‍্যাব চাইলেই অনেক কিছুই সম্ভব।

২| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৬

সাইন বোর্ড বলেছেন: তার গ্রেফতার ঠিক আছে, কোমরের পিস্তলটা মনে হচ্ছে নাটক । এইটা ওর আসল অপরাধকে দূর্বল করে দেবে ।

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৪

শাহ আজিজ বলেছেন: হইতেও পারে , চাল্লু মাল । সীমান্তে গোয়েন্দারা কড়া নজর যে রেখেছিল এটা তারই প্রমান । অস্ত্র ইস্যু তে জামিন হয়না মনে হয় ।

৩| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৫

জুন বলেছেন: সাহেদ রিজেন্ট এসব প্রসঙ্গ এখন পুরনো হয়ে গেছে। এটা নিয়ে আলাপ আর ভালো লাগছে না /:)
আমাদের এখন নতুন ইস্যু দরকার :||

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৭

শাহ আজিজ বলেছেন: সাবরিনা শুরু করেছিল , এখন তিনদিন অফ । যাক সে এখন বোরখা শাহেদ , এটাই নতুন কিছু হবে । আর একান্ত নতুন কেউ সাড়া জাগালে আমরা আবার গ্যালারিতে কোক চিপস নিয়ে বসব ।

৪| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৪

ঢাবিয়ান বলেছেন: দুধর্ষ অভিযানের নাটকটা ভাল করে সাজানো যায়নি। পিস্তল ( =p~ ) , কাদামাটি, গামছাসহ অপরাধীর পাশে পুলিশদের ক্লীন পোষাক বড্ড বেমানান ঠেকছে!

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩২

শাহ আজিজ বলেছেন: অ্যাকচুয়াল সিনারিও দেখাতে হবে তো । নৌকা থেকে টেনে নামালে একটু কাদামাটি তো লাগবেই ।

৫| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



র‌্যাবের মুখ মাস্ক নেই,শাহেদের যদি করোনা হয়ে যায়?

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩০

শাহ আজিজ বলেছেন: আরে তাইতো !! সাহেদ মাস্ক পরা থাকলে পাব্লিক বলতে পারে এইটা ভুয়া B-)

র‍্যাব মাস্ক পরেনি ক্যামেরা পোজ দেওয়ার জন্য ।

৬| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩০

জুন বলেছেন: পিস্তলটা দেখে মনে হচ্ছে কাঠের তৈরি খেলনা পিস্তল ;)

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: উহু , আসল তয় পুরানা । জামাতের কালেকশন

৭| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের গোয়েন্দাদের প্রশংসা না করে পারছি না। এরা কিভাবে এত বড় একটা দেশ থেকে একটা মানুষ কে ধরে এটা আমার কাছে একটা বিস্ময়।

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪০

শাহ আজিজ বলেছেন: শাহেদের সম্ভাব্য পালানোর এলাকা সাতক্ষীরা ছিল । কারন সাতক্ষীরা তার জন্মস্থান । গতকাল সকালে শুনছি তাকে কোথাও পাওয়া যাচ্ছেনা । আমার ধারনা জেগে উঠলো সে কি বর্ডার পার হয়ে পশ্চিমবঙ্গের শেষ সীমানায় কোথাও আশ্রয় নেয়নিত ? আজ সকালে জানলাম সে নৌকাতেই বর্ডারের দিকে যাচ্ছিল । ভোরবেলায় এই সময়ে উভয় দেশের গার্ড পরিবর্তন হয় । পুলিশ , গোয়েন্দা এইসব গুরুত্বপূর্ণ বিভাগকে আলাদা করার দাবী ও প্রতিশ্রুতি অনেক আগের । রাষ্ট্র ব্যাবস্থার উচু থেকে চাপ এলে তারা সক্রিয় হয়ে ওঠে । এই নির্ভরশীলতা বন্ধ করতে হবে । এদের রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রনমুক্ত একটি চৌকশ বাহিনি হিসাবে গড়ে ওঠার সুযোগ করে দিতে হবে ।

৮| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:২১

রাতুল_শাহ বলেছেন: একবার এক পুলিশের মুখে শুনেছিলাম, পুলিশ চাইলে সবই পারে, শুধু উপরের নির্দেশ লাগে।

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪২

শাহ আজিজ বলেছেন: এই উপরের নির্ভরশীলতা কমিয়ে এদের স্বাধীন বাহিনি গড়তে হবে।

৯| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৫

কাছের-মানুষ বলেছেন: দেখা যাক এবার তাঁর কি হয়! নতুন কোন ইস্যু সামনে আসলে এর থেকে জনগনের দৃষ্টি অন্য দিকে চলে যাবে, সেই সুযোগে দেখা যাবে বেরিয়ে পরেছে! এটাই হয়ে আসছে দেশে!

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩১

শাহ আজিজ বলেছেন: হ্যা , সেরকম আশঙ্কাই করছি ।

১০| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: অপরাধী প্রতারক ধরা পড়েছে, এটা সুখবর। এবারে তার মেন্টরদেরকে ধরা হলে বাকি সব অপরাধী এবং তাদের গডফাদাররা মেসেজ পেয়ে যাবে।
তার ভুয়া রিপোর্টের কারণে কতশত বাঙালির জীবনে আঁধার নেমে এসেছে, কেউ কোভিড পজিটিভ না হয়েও কোভিডের ঔষধ খেয়ে গেছেন, এবং কেউ পজিটিভ হয়েও নেগেটিভ রিপোর্টের কারণে সমাজে ঘুরে বেড়িয়েছেন, এমনকি বিদেশেও পাড়ি দিয়ে ধরা খেয়েছেন এবং আন্তর্জাতিক অঙ্গণে বাঙালি জাতির মানসম্মান কিভাবে ভূলুন্ঠিত হয়েছে, এ সবকিছু বিবেচনায় নিয়ে তার যোগ্য শাস্তি নিশ্চিত করা হলে তার অপরাধের শিকারগণ অনেকটা স্বস্তি পাবেন।

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৬

শাহ আজিজ বলেছেন: রাজনিতিকদের খপ্পর থেকে কোর্ট , পুলিশ ও অন্যান্য বাহিনিকে আলাদা করতে হবে তাহলেই আমুল পরিবর্তন আসবে । দায়বদ্ধতা ফিরে আসবে ।

১১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: রাজনিতিকদের খপ্পর থেকে কোর্ট , পুলিশ ও অন্যান্য বাহিনিকে আলাদা করতে হবে তাহলেই আমুল পরিবর্তন আসবে । দায়বদ্ধতা ফিরে আসবে - সবচেয়ে আগে প্রয়োজন নিরপেক্ষ, ন্যায়পরায়ন জুডিশিয়ারী, যেখানে সংক্ষুব্ধ নাগরিকগণ নির্ভয়ে, কম খরচে নালিশ জানাতে পারবেন এবং দ্রত বিচার লাভ করবেন।

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩২

শাহ আজিজ বলেছেন: সময় এখনো ফুরিয়ে যায়নি , তা সম্ভব ।

১২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: সাহেদ এর সাথে আরো যারা আছে তাদেরকে সামনে আনতে হবে।
শুধু সাহেদ একা তো না। আরো আছে। তাদেরও গ্রেফতার করতে হবে।

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৩

শাহ আজিজ বলেছেন: দুপুরে উত্তরার একটি বাড়িতে র‍্যাব শাহেদকে নিয়ে অভিযানে গেছে । দেখা যাক কেন শাবল নিয়ে এই অভিযান ।

১৩| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪২

নেওয়াজ আলি বলেছেন: তাকে যারা প্রতারণার রাজ্যের বাদশাহ বনতে সহযোগিতা করেছে তাদের আমরা চিনবো না

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৪

শাহ আজিজ বলেছেন: বেরিয়ে আসবে । অপেক্ষায় আমরা ।

১৪| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০১

রাতুল_শাহ বলেছেন: শুনলাম সে নাকি ৬ মাস বের হয়, সাংবাদিকদের দেখে নিবে! তার আত্নবিশ্বাস দেখে তো মাথা খারাপ।

হেলিকপ্টারে নিয়ে আসার ব্যাপারটাতে দেশের অনেক মানুষ বিরক্ত।

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০০

শাহ আজিজ বলেছেন: এসব লোক বিপদজনক । তাকে লাঠি পেটার ভিডিও দেখলাম ।

১৫| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: শাহেদের মতো লোক তো এদেশে অভাব নাই। একেবারে সন গুলোকে ধরতে পারলে দেশটার ভালো হতো।

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬

শাহ আজিজ বলেছেন: কোথাও যেন ফাক ফোকর থেকে যাচ্ছে বরাবর

১৬| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: অন্যায়কারির শাস্তি হওয়া উচিৎ।

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৭

শাহ আজিজ বলেছেন: নিয়মটা সুষ্ঠুভাবে চালুর হুংকার নেই কারো মুখে ।

১৭| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শাহেদের একটি উপযুক্ত বিচার আছে, তাঁকে করোনা রোগীর সেবায় নিয়োজিত করা হোক।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ৯:২৬

শাহ আজিজ বলেছেন: যেহেতু হাজার হাজার ভুয়া সার্টিফিকেট ইস্যু করেছে সেহেতু এটাই তার জন্য উপযুক্ত বিচার হবে , পি পি ই , মাস্ক ছাড়া ডিউটি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.