নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রাশিয়াই প্রথম ভ্যাক্সিন দেবে বাংলাদেশকে ।।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:১১



বাঙালি ডাক্তার যারা রাশিয়ায় কাজ করছেন তারা জানিয়েছেন রাশিয়ার তৈরি করোনা প্রতিরোধ ভ্যাক্সিন ১০০ভাগ কার্যকর প্রমানিত হয়েছে । আগস্টের মাঝামাঝি সময় এই ভ্যাক্সিন প্রয়োগ শুরু হবে । ওই ডাক্তারের দল আশাবাদি বাংলাদেশ এই ভ্যাক্সিন পাবার লিস্টে এগিয়ে । বড় সুখবর দেশবাসির জন্য । চীন , সুইস , ইংল্যান্ড , আমেরিকার আগেই কি মস্কো একধাপ এগিয়ে থাকল ? সাম্প্রতিক টুইটার অ্যাকাউনট হ্যাকে মস্কোর নাম এগিয়ে । হ্যাকাররা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টদের টুইটার অ্যাকাউনট হ্যাক করে কোভিড বিষয়ে তথ্যের খোঁজ করেছে । দুটোর মধ্যে একটু মিল ঝুল খুজে পাচ্ছি । যাক বাবা আমাদের সবকিছু হ্যাক কর দাদা তবুও ভ্যাক্সিন দিতে ভুলো না । বিগ হাগ ফর পুতিন ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওস্তাদের মাইর শেষ রাইতে। তবে চীন, রাশিয়া, আমেরিকা যেই বানাক, আমাদের যেন না ভুলে যায়।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৩০

শাহ আজিজ বলেছেন: ভুলো না আমায়

২| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: এরকম আশার বানী বড় ভালো লাগে।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৩১

শাহ আজিজ বলেছেন: কাল রাতে বুকের ছাতি কয়েক ইঞ্চি বেড়ে গেল মনে হয় ।

৩| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সুসংবাদ। রাশিয়ার উপর আস্থা রাখা যায় । তারা জ্ঞানবিজ্ঞানে অনেক এগিয়ে ...

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: রাশিয়ার ল্যাব আবারো চঞ্চল হয়ে উঠেছে । এক সময় রাশিয়া আর আমেরিকা এই গবেষণা কাজে প্রতিদ্বন্দ্বী ছিল ।

৪| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: আশা করতে দোষ নাই

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: হ্যা তাই ---------------

৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:০৭

নেওয়াজ আলি বলেছেন: পেপারে পড়েছি । এক প্রভাবশালী দম্পতি শরীরে নিয়েছে এবং ভালো আছে।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: কাল রাতে পড়ে বুঝলাম অগ্রগন্য দেশগুলো এখন চরম প্রতিযোগিতায় লিপ্ত ভ্যাক্সিন নিয়ে ।

৬| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


ওদের মাথা আছে; তবে, উহা ওরা চুরি, ডাকাতিতে কাজে লাগাচ্ছে। টিকা বের করতে পারলে ভালো; বাংগালীদের প্রতি ওদের সমর্মিতা আছে।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: আশা করি রাশিয়া আগের সেই ফর্মে ফিরে আসবে ।

৭| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:২০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




আশার খবর কিন্তু আমজনতা সে ভ্যাকসিন কি পাবে, না ভিআইপিরা পাবে ?

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: এটা বাজারে না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না । ভি আই পিরা চার্টার প্লেনে মস্কো গিয়ে নিতে পারে ।ভ্যাক্সিন ট্যুরিজম বুম --------

৮| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬

রাতুল_শাহ বলেছেন: পেলেই ভালো।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: হুম তাই

৯| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: বড় সুখবর।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সেই সব অক্লান্ত বিজ্ঞানী যোদ্ধাদের যারা পর্দার আড়ালেই রয়ে যায় ।

১০| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৩:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: যারাই বানাক বাংলাদেশ কে যেনো তাড়াতাড়ি দেয় এটাই কামনা।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: তাই হোক ।

১১| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৫

রাকু হাসান বলেছেন:

রাশানদের বিশ্বাস কম হয় আমার । দেখার অপেক্ষায় কতটুকু সমীহ অর্জন করতে পারে । আর বাংলাদেশে ট্রায়াল দেওয়ার ব্যাপক সম্ভবনা ১০০ ভাগ কার্যকর তা বিশ্ব বিশ্বাস করাতে হবে।

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৪

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশে ট্রায়াল দিতে গেলে অনেক দেরি লাগবে । আমাদের অস্বাস্থ্য বিভাগ দারুন অকম্মার ধাড়ি । সেনাবাহিনিকে দায়িত্ব দিলে সবচে ভাল হবে । ওখানে সাহেদ নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.