নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মেলানিয়া !! হাত সরিয়ো না !!

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২০




শুধু হাতই ধরতে চেয়েছিল ট্র্যাম্প । কিন্তু কি আশ্চর্য তুমি ঝাড়ি দিয়া হাত সরিয়ে নিলে ক্যানো ?? সামনে মিডিয়া , ভূস্বর্গের সবাই দেখছে তোমার এই ঝাড়ি । কি লজ্জার বলতো , সিঁড়ি থেকে পা পিছলে যদি পড়তে , তাই ট্র্যাম্প তোমার অতি আদুরে সোয়ামি , তার বুকে আঘাত করলে এইভাবে । আগেও একবার করেছিলে এবার আবারো , এরপর তোমার হাতই ধরব না । আচ্ছা সামনের নির্বাচনে যদি তোমার ফার্স্ট লেডী হওয়ার সুযোগ আর না আসে তখন ? জ্বলবে , পুড়বে কারন ট্রাম্পের তো সুযোগ আছে নতুন কাউকে চুজ করার । অবশ্য ঝাড়ি পোপের হাতে একবার খেয়েছিল । পাশাপাশি দাড়িয়ে জাতীয় সঙ্গীত শুনছে , কি জানি ট্রাম্পের মনে কি তামাশা এলো , সে অনেকটা সমকামী ধরনের ইয়ে সাইন বোঝাতে চাইল পোপকে । পোপ বুঝল না ঝাড়ি দিল । সিক্রেট সার্ভিস বোঝাল মিঃ প্রেসিডেন্ট আর এমনটি করবেন না , মানুষ রঙ ইনফরমেশন পাচ্ছে । ট্র্যাম্প ইতিমধ্যে দুইদফা ধাওয়া খেয়ে একবার আন্ডারগ্রাউনডে আর একবার আপার ওভাল অফিসে আশ্রয় নিছিল । একবার মানুষের ঘাড়ে হাঁটু দিয়া নল্লি চাইপা মানুষ মারার রাগে বিক্ষুব্দ মানুষ হোয়াইট হাউসের পেছন দিকে হাউকাউ শুরু করছিল । তোমরা ধাওয়া খেয়ে মাটির গভীরে ------------- , কিয়েকটাবস্থা । ট্রুডো সবচে সুখী মানুষ যে তোমার উম্মা পেয়েছে অকৃপণ । এমন আদর কি ট্র্যাম্প পেয়েছে বা দিয়েছ কখনো ??
আই অ্যাম শিউর দাওনি ।।


মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প এই স্ত্রীকে জনসন্মুখে সঠিক সন্মান দেখাচ্ছে, সে ১ম ও ২য় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতো মানুষের সামনেই।

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫১

শাহ আজিজ বলেছেন: ট্র্যাম্পকে আমার কাছে পুতিগন্ধময় কিছু মনে হয় ।

২| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টেম্পু মিয়া হিংসে হয় !!
ট্রুডোর মতো হতে চাও
লুচ্চামি ছেড়ে দাও!!

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

শাহ আজিজ বলেছেন: নাহ , সেই সুযোগ ট্রাম্পের আর আসবে না ।

৩| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা হা

বুড়ো বয়সে কম বয়সে সুন্দরী স্ত্রী বলে কথা

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

শাহ আজিজ বলেছেন: তাও তিন নাম্বার । ইউগোস্লাভিয়ার ইমিগ্রান্ত ২০০০ সালে এসেই বিলিনেয়ারে কোপ বসিয়েছে । ট্র্যাম্প তার সমবয়েসি কাউকে বেছে নিলে এই সমস্যা হত না মনে হয় ।

৪| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ স্মার্ট।

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৫

শাহ আজিজ বলেছেন: কে ? ট্র্যাম্প না মেলানিয়া ?

৫| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


হিলারীর মিথ্যা আমেরিকানদের রাগান্বিত করেছিলো, হিলারীকে শাস্তি দিতে গিয়ে ওরা ভালোই ভুল করে বসেছে।

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২১

শাহ আজিজ বলেছেন: আপনি হিলারি নিয়ে যা বলছেন সম্ভবত আমি জানি না , খোলাসা করুন একটু ।

৬| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


হিলারীর ইমেইল সমস্যা জানতেন? ক্লিনটনদের এনজিও আছে হেইতীতে; সেটার জন্য ওরা অনুদান নিতো বিদেশীদের থেক; এই কাজে হিলারী নিজের পদবীকে( ফরেন সেক্রেটারী) ব্যবহার করেছিলেন, এবং বিদেশী সরকারী লোকদের সাথে নিজের প্রাইভেট ইমেইল থেকে যোগাযোগ করেছিলেন; উনার প্রাইভেট ইমেইলে অনেক বিদেশী ফরেন মন্ত্রীদের ইমেইল জমা হয়; ইহা বের হলে, হিলারী বিরুদ্ধে অভিযোগ আসে; হিলারী বলে যে, তার প্রাইভেট ইমেইলেবিদেশী সরকারী লোকদের ইমেইল নেই; কিন্তু এফবিআই সেগুলো বের করে; তখন সে বলে যে, সে জানতো না। এই মিথ্যা, ও কসোভো নিয়ে আরেকটা মিথ্যা তার জন্য পরাজয়ের কারণ হয়।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: ই মেইল সঙ্ক্রান্ত খবর পড়েছি তবে গুরুত্ব দেইনি , এবার ক্লিয়ার হলাম ।

৭| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


লিবিয়ার ত্রিপোলিতে আমেরিকান রাষ্ট্রদুত নিহত হয় জংগীদের হাতে; রাত ৩ টায় হিলারীকে ফোন করা হয় নৌবাহিনীর কমান্ডো পাঠাতে, উনি আধাঘন্টা দেরী করে ফেলেন; ইহাও হিলারীর বিপক্ষে চলে যায়।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০১

শাহ আজিজ বলেছেন: হ্যা এটা গভীরভাবে অনুসরণ করছিলাম । আমেরিকা নিজেই রাষ্ট্রদুতকে হত্যা করেছে ।

৮| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:১১

মুজিব রহমান বলেছেন: ট্রাম্পের পতন দেখার তর সইছে না।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০১

শাহ আজিজ বলেছেন: ইতনা জলদি মে কিউ ?

৯| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ট্রাম্প আবার নির্বাচিত হবে না তো?

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: মনে হচ্ছেনা । একজন ব্যার্থ রাষ্ট্র নায়ক ।

১০| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

ঘরহীন বলেছেন: মজাদার এক পোস্ট, এই হাত ঝাড়ি দেয়ার ভিডিওটা দেখার মতন জিনিস ছিল। =p~

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: সি এন এন এ পাওয়া যাবে বা গুগল

১১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি ঘাটা ঘাঁটি না করাই ভাল।ব্যক্তি জীবনে উনে আমাদের এরশাদ সাহেবের প্রতিচ্ছবি।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: তাই কি ? কার কার বউ ভাগাইছে ?

১২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৪

নেওয়াজ আলি বলেছেন: এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এইসব ইস্যু নরমাল

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫

শাহ আজিজ বলেছেন: হ্যা তাই বটে

১৩| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫

ঘরহীন বলেছেন: অবশ্যই, ইউটিউবেই আছে।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৩

শাহ আজিজ বলেছেন: হুম ইউটিউব এখন ব্যাপক মার্কেটিং করছে ।

১৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩০

রাজীব নুর বলেছেন: ট্রাম্প লোকটা বোকা।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৫

শাহ আজিজ বলেছেন: হুম , সে অভ্যস্ত না এই সভ্য জীবনে ।

১৫| ১৯ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সম্ভবত ট্রাম্প আবারো নির্বাচিত হবে - বাইডেন প্রতিপক্ষ হিসাবে অনেক দুর্বল বলেই মনে হচ্ছে।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০১

শাহ আজিজ বলেছেন: চলমান প্যানডেমিক চিত্র ভিন্ন মেসেজ দিচ্ছে । এবার চূড়ান্ত ক্ষন পর্যন্ত অপেক্ষা করতে হবে ।

১৬| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর কত হাসবো?

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

শাহ আজিজ বলেছেন: হাসতেই আছি

হাসতেই আছি

হাসতেই আছি

হাসতেই আছি

১৭| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সভ্য আমেরিকার অসভ্য প্রেসিডেন্ট।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: খুবই বাজে একটি লোক ।

১৮| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

আমি সাজিদ বলেছেন: অনেক আমেরিকান দেখলাম ট্রাম্পকে পছন্দ করে

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:০০

শাহ আজিজ বলেছেন:
হেথেরা ভাল না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.