|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
  আজ দুপুরে  জাতীয় সংসদে দাড়িয়ে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জানালেন নারায়নগঞ্জে গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছিল । 
 এর আগে ক'দিন ধরেই আলাপ হচ্ছিল ওখানে গ্যাস লাইন এল কি করে ? আমি জিজ্ঞাসা করেছি আগে গ্যাস লাইন হয়েছে না মসজিদ হয়েছে । মসজিদ মুসলমানদের জন্য স্পর্শকাতর বিষয় । সেখানে ইবাদত হয় । ঐ জায়গাটির মালিকানা কার এখন জানা যায়নি । নারায়নগঞ্জে দালান নির্মাণে রাজউকের কোন অনুমতি দরকার হয়না , বানালেই হল , এটা শামিম ওসমান টক শো তে বলছিল । হাইকোর্ট তিতাসকে ক্ষতিপুরন দিতে আদেশ দিয়েছেন কিন্তু এখন মসজিদ কমিটিকে কে বলবে ২৯ টি লাশের ক্ষতিপুরন দাও। 
 আমি কিঞ্চিত সাহসী হয়েছি প্রধানমন্ত্রীর সাফ বক্তব্য শুনে । 
 পানি , গ্যাস, বিদ্যুৎ লাইনের ওপর / নিচ দিয়ে বানানো সকল স্থাপনা গুড়িয়ে দিন । জীবন বাচান , মানুষের ।
 ৩৮ টি
    	৩৮ টি    	 +৮/-০
    	+৮/-০  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৩৭
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৩৭
শাহ আজিজ বলেছেন: কিসের বাহ দিলেন ?
২|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২২
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন: 
মসজিদ আল্লার ঘর, আল্লাহ জানেন কোথায় সেটা বানাতে হবে।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪১
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪১
শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের ক্ষেত্রে কিছু বদ জানে কোথায় বানাতে হবে । সরকারি জমি, গোলমেলে জমি পেলেই হল , একটা কমিটি করে বানালেই হল । এরপর কেউ আর সাহস করেনা , মসজিদ বলে কথা । 
এখন ২৯টি লাশের দায় কে নেবে ?
৩|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২৮
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: অপরিকল্পিত কোন কিছু নিরাপদ হওয়ার কথা নয় । ঢাকা মহানগরী একটা অপরিকল্পিত মহানগরী। প্রশাসন কঠোর হওয়া দরকার। ভবিষ্যতে এমন দূর্ঘটনা যাতে না হয় ।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪৩
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪৩
শাহ আজিজ বলেছেন: একটা টাস্ক ফোরস হওয়া দরকার যে কোথায় কোথায় গ্যাস ,পানির লাইনের ওপর দিয়ে স্থাপনা করা হয়েছে ।
৪|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪৫
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪৫
জাহিদ  হাসান বলেছেন: সরকারি জায়গায় বিপদজনকভাবে বানানো মসজিদ সরাতে গেলে এক হাজার লাশ পড়বে, এই হচ্ছে আমাদের ধর্মান্ধ দেশের জনতা। এরচেয়ে ভাল যেমন আছে তেমন থাক।   এক হাজার মানুষ মরার চাইতে ৩০-৪০ জনের মৃত্যু মানা সহজ।
  এক হাজার মানুষ মরার চাইতে ৩০-৪০ জনের মৃত্যু মানা সহজ। 
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৫৩
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৫৩
শাহ আজিজ বলেছেন: আপাতত হিসাব তাই বলে তবে কমিটির কেউ নানগঞ্জে নাই , আমি শিউর ।
৫|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০২
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন আমীন।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০৯
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০৯
শাহ আজিজ বলেছেন: আমাদের সবাইকে ( কমিটি বাদে) হেফাজত করুন ।
৬|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০৫
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:১০
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:১০
শাহ আজিজ বলেছেন: আমাদের সবাইকে ( কমিটি বাদে) হেফাজত করুন
৭|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:১৯
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের এখানে ভেস্টেড প্রপার্টির উপর মাদ্রাসা ও মসজিদ বানিয়ে একদল হুজুর টাইপের লোক দাপটের সাথে চলাফেরা করে। আমি এই মসজিদে নামাজ পড়ি না এবং মসজিদ মাদ্রাসায় কোন দান খয়রাতও করি না।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫২
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫২
শাহ আজিজ বলেছেন: কুক্ষিগত সম্পদের উপর ইবাদত জায়েজ হবে না । আপনি ঠিক করেছেন ।
৮|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২৫
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: এই চাপান-উতোর উপমহাদেশের রাজনীতির একটা কমন রোগ।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৩
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৩
শাহ আজিজ বলেছেন: হুম
৯|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২৯
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২৯
রানার ব্লগ বলেছেন: এখন মসজিদ মাদ্রাসা বানানো এক ধরনের ব্যাবসা হয়ে গেছে। আগে এলাকার সবাই মিলে একটা মসজিদ বানাত নামাজ পরার জন্য এখন বানায় কিছু বেওারিশ কওমি মাদ্রাসার মুর্খ পাগল ছাগলের কর্ম সংস্থানের জন্য ও ধর্মের নামে ব্যাবসা করার জন্য। গরুর চামড়ার দাম নাই বলে এখন আর এদের চামড়া জনিত কোন হাদিস নাই, নতুবা প্রত্যেক কোরবানিতে এদের হাদিসের জালায় অস্থির থাকতে হতো। প্রতি শিতে এদের মাহফিল নামক ব্যাবসায়িক কর্মকান্ডে কান ঝালাপালা হয়ে যায়, এদের বলার কেউ নাই, এরা মাহাফিলের নামে দান বাক্স খুলে বসে থাকে। বাড়ি বাড়ি গিয়ে ধর্মের দোহাই দিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা চাদা এরা নেয়। এর পর ওই টাকা দিয়ে আপনার কানের কাছে লং হর্ন বসিয়ে নাকি গলায় হিদি গানের সুরে আজগুবি কিছু গান গায় যার কথা বোঝা দায়। মাহাফিলেও টাকা নেয়ার ব্যাবস্থা থাকে না দিতে চাইলে আপনাকে ততখনাত জাহান্নাম চালান করে দিবে। এই অবস্থায় আছি ভাই ।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৭
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৭
শাহ আজিজ বলেছেন: সউদি রাজারা বাংলাদেশে প্রচুর টাকা দিল মসজিদ বানানোর জন্য । জমির দলিল, দাখিলা , পরচা , দানপত্র চাই । যারা দেখাতে পেরেছিল তারা পেয়েছে কয়েক কোটি টাকা । যারা ভুয়া বানিয়ে দিয়েছিল তারা কালো তালিকা ভুক্ত হল । এই এরাই কিছুকাল বাদে ফিলিস্তিন ইসুতে সউদিদের ধুয়ে দিল ইহুদিদের দালাল নাছারা বলে । যারা কমিটিতে থাকে তারাও জেনেশুনে চুপচাপ থাকে । ধর্মীয় স্থান নিয়ে আর তামাশা নয় । এধরনের সব প্রতিষ্ঠানের বিদ্যুৎ গ্যাস লাইন কেটে দিতে হবে । সরকারি , দানকরা জায়গায় সুষ্ঠু ভাবে মসজিদ নির্মাণ করতে হবে ।
১০|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৪৫
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৪৫
পদ্মপুকুর বলেছেন: এদেশে জমি দখলের একটা বড় হাতিয়ার মসজিদ নির্মাণ। খুবই দৃষ্টিকটু নিঃসন্দেহে। কিন্তু এখন এই দুর্ঘটনার পর কেবল লাইনের উপরে মসজিদ বানানোটাকে দোষারোপ করে গ্যাসওয়ালাদের অবহেলা, দুর্নীতিকে জায়েজ করাটাও সরলীকরণ হয়ে যাবে বলেই আমি মনে করি।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৩৫
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৩৫
শাহ আজিজ বলেছেন: আমি অবাক হই মানুষের চেতনাবোধ দেখে । এই ২৯ লাশের দায় কে নেবে ?
১১|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:২৮
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:২৮
অনল চৌধুরী বলেছেন: দেশের সব সরকারী সংস্থা দুর্নীতির আখড়া।কর্মচারীরা টাকা ছাড়া আর কিছু চেনে না।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৪
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৪
শাহ আজিজ বলেছেন: এর মধ্যে তিতাস সর্বশ্রেষ্ঠ ।
১২|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৩৪
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোথাও একটু সরকারী খালি যায়গা পেলেই কিছু লোক সেখানে মসজিদ বানিয়ে আয়ের একটা পথ করে ফেলে।এটা বন্ধ হওয়া দরকার।সমাজের ভাল লোকদের এর প্রতিবাদ করা উচিত।লাশের ভয় দিখিয়ে দেশের বারোটা বাজিয়ে দিচ্ছেন ।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৭
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৭
শাহ আজিজ বলেছেন: সরকারি ছাড়াও গোলমেলে জমি , বা এক পক্ষ প্রতিশোধ নিতে মসজিদকে দান ইত্যাদির মাধ্যমে এই কুকাম জায়েজ করা হয়।
১৩|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৪
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গ্যাস লাইনের উপর মসজিদ বানানো হয়েছে - যারা এটা করেছেন, তারা হোমিসাইড (ক্রিমিনাল- মার্ডার) অফেন্স করেছেন। কিন্তু, এতগুলো মানুষ লাশ হওয়ার পর এই ঘোষণা যেমন এই ক্রিমিনালদেরকে আদালতে দাঁড় করাবে, তেমনি, মাত্র ৫০/২৫ হাজার টাকা ঘুষ না পাওয়ার জন্য (যদিও ঘুষও একটা অপরাধ) গ্যাসলাইন ঠিক করে না দিয়ে এই হত্যাকাণ্ড ঘটবার পরিস্থিতি সৃষ্টি করার জন্য দায়িত্বশীল সংশ্লিষ্টরাও সমান দোষে অপরাধী। ধরে নিলাম, ওখানে মসজিদ নাই। গ্যাসলাইনের লিকেজ ঠিক করার তো কারো না কারো একটা দায়িত্ব ছিল। ওটা তারা করলো না কেন? এই কসাইদেরকে আগে ধরতে হবে, তারপর ঐ বিচার করতে হবে- গ্যাস লাইনের উপর কে বা কার সুপারিশে/পরামর্শে ওখানে মসজিদ হল।
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫০
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫০
শাহ আজিজ বলেছেন: ইতিমধ্যে ধরেছে মানে ৮ জন বহিষ্কৃত । দেখা যাক বাকিদের কি হয় ।
১৪|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:০০
১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:০০
হাবিব ইমরান বলেছেন: 
মসজিদ করার জন্য হলেও পরিকল্পনা নীতিমালা প্রয়োজন। 
স্পর্শকাতর বলে ছেড়ে দেয়া যায় না। ধর্ম ব্যবসায়ীদের আচ্ছামত পিটুনি দিলে এসব ভন্ডামী শেষ হয়ে যাবে। মসজিদ বলে কী পরিকল্পনা ছাড়াই করে ফেলতে হবে? যারা গ্যাস লাইনের ওপর দিয়ে মসজিদের অনুমোদন দিয়েছে তাদের জন্য হত্যা মামলা দায়ের করা উচিৎ। মসজিদ নিয়েও ভন্ডামি। এখন তো গ্যাস লাইন সমস্যা কিন্তু মাঝেমধ্যে দেখি মসজিদ নিয়ে সড়ক বিভাগের সাথে ঝামেলা। রাস্তা করতে দেয় না মসজিদের জন্য। কিন্তু যারা এ মসজিদ বানিয়েছেন তাদের চিন্তা-পরিকল্পনা কোন স্তরের? তারা কি ভবিষ্যতের জন্য ভেবে মসজিদ করেছেন? একটা রাস্তা প্রতি বছরই চওড়া হয় এটা জানা কথা। কিন্তু তারপরেও রাস্তার পাশে কেন মসজিদ করতে হবে? 
তাই বলি কি, মসজিদের জন্য নীতিমালা প্রয়োজন। মন চাইলেই যেন যেখানে সেখানে মসজিদ না করতে পারে। আগে মানুষ, পরে ধর্ম। ধর্ম মানুষ খোঁজে। মানুষ ছাড়া ধর্ম অকেজে, নিষ্প্রাণ। তাই মানুষের মসজিদ হবে মানুষের জন্য যেখানে সুবিধা সেখানে। 
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৪০
১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৪০
শাহ আজিজ বলেছেন: ভাল লিখেছেন। সহমত ।
 সিটি বিউটিফিকেশন কাউন্সিল থাকা উচিত ।
১৫|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২০
১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২০
ডঃ এম এ আলী বলেছেন: 
বেশগুরুত্বপুর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন ।
মসজিদনির্মাণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত অনেক 
অনিয়মের কথামালা লেখায় ও মন্তব্যের ঘরে
উঠে এসেছে ।
দায়ী সকলকে জবাবদিহীতার আওতায় এনে
তাদের প্রত্যেকের প্রকৃত মুখোষ জন সমুখ্যে
তুলে ধরা প্রয়োজন । তাতে করে মসজিদ
নির্মাণ, ও ব্যবস্থাপনা সে সাথে  স্থাপনা ও 
যে কোন  ইউটিলিটি অবকাঠামো নির্মাণ ও
রক্ষনাবেক্ষনের সাথে জড়িতদেরও পরিচিতি
মানুষ জানতে পারবে ও সঠিক সচেতনতা
সৃষ্টি হবে ।মানুষ যতই সচেতন হবে ততই
দুর্ণীতির বিরোদ্ধে রুখে দাঁড়াতে পারবে । 
  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৮
১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: আমাদের এই ব্যাবস্থাপনা ধ্বংস করেছে ক্ষমতালোভি রাজনিতিকরা । ৭২ থেকে চেয়ার ঠিক রাখতে অক্লান্ত পরিশ্রম করেছে । জনকল্যান কিছুই হয়নি । পাবলিক ইউটিলিটির উপর দিয়ে দালান বানিয়েছে কেউ বলেনি কিছুই কারন ভোট খুব জরুরি । মাসল জরুরি , অর্থ জরুরি । দিয়ে দাও পারমিশন সবকিছুতে শুধু আমি টিকলেই হবে , এই কনসেপ্ট খেয়ে ফেলেছে রাষ্ট্রকে । দায়িত্ব বিকেন্দ্রিকরন যে কি জরুরি ছিল এরা বুঝেও বুঝেনি , আত্তহত্যাপ্রবন ।
১৬|  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৪৭
১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৪৭
নেওয়াজ আলি বলেছেন: মসজিদ মাদ্রসা বানাইলে মনে করে মানুষ জান্নাতে চলে যাবে। ২৯ জন মানুষের আপন হারালো
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ৯:১৮
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ৯:১৮
শাহ আজিজ বলেছেন: এই ভুল ধারনার পরিসমাপ্তি ঘটাতে হবে , আল্লাহ জ্ঞানী ও সরবক্ষমতাময়।
১৭|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৪০
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে মসজিদের অভাব নাই। মসজিদ বানাতে এত এত টাকা দেয় কারা? তাদের টাকার উৎস কি? হারামের টাকা দিয়ে মসজিদ বানানো কি ঠিক?
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ৯:১৯
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ৯:১৯
শাহ আজিজ বলেছেন: এটা আয়কর আর দুদকের কাজ ।
১৮|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:২৯
১১ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: উভয় পক্ষেরই দোষ আছে। বড় একটা দুর্ঘটনা ঘটার পর কিছু দিন হইচই হয় তারপর আবার ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৪০
১১ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৪০
শাহ আজিজ বলেছেন: এবার যেন তার ব্যাতিক্রম হয় । 
 আপনার স্ত্রী নিশ্চয়ই সুস্থ হয়ে গেছে । ভাল থাকুন সবাই ।
১৯|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৫৬
১১ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা আয়কর আর দুদকের কাজ । 
এরা কাজ করছে না। টাকা খেয়ে চুপ করে বসে থাকে।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২৬
১১ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২৬
শাহ আজিজ বলেছেন: গোটা দেশ এখন গ্যাসে ভর্তি । কখন বিস্ফোরণ হয় ------------------
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২১
১০ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ্