নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ পাপ্পি দে (৫০ প্লাস)

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪



প্রথম দিন ডেট সেরে বান্ধবীকে রাতের বেলা বাড়ি পৌঁছে দিতে এসেছে বাবু। দরজার পাশে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে বললো সে, ‘সোনা, একটা চুমো খেতে দাও আমাকে।’

না না না!’‘কী? তুমি পাগল হলে? এখানে দাঁড়িয়ে?

‘আরে কেউ দেখবে না। এসো, একটা চুমো।’

‘না না, খুব ঝামেলা হবে কেউ দেখে ফেললে।’

‘আরে জলদি করে খাবো, কে দেখবে?’

‘না না, কক্ষণো এভাবে আমি চুমো খেতে পারবো না।’

‘আরে এসো তো, আমি জানি তুমিও চাইছো — খামোকা এমন করে না লক্ষ্মী!’

এমন সময় দরজা খুলে গেলো, বান্ধবীর ছোট বোন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। চোখ ডলতে ডলতে সে বললো, ‘আপু, বাবা বলেছে, হয় তুমি চুমো খাও, নয়তো আমি চুমো খাই, নয়তো বাবা নিজেই নিচে নেমে এসে লোকটাকে চুমো খাবে — কিন্তু তোমার বন্ধু যাতে আল্লার ওয়াস্তে কলিংবেল থেকে হাতটা সরায়।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই আপনিওওওওওওওওওওওওওওওওওওওও

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

শাহ আজিজ বলেছেন: রঙ নাম্বার নুরু ভাই


আমি না

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

লরুজন বলেছেন: লুল
বাড়ির দারোয়ানে কই
দারোয়ানে চুমা দেনা কেরে

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: দারোয়ান তার রুমে ঐরকম ডিউটি করতাছে

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৫০ প্লাস মানে মনে হয় ৫০ প্লাস পাপ্পি দিতে হবে বুঝিয়েছেন। যদি ভুল না বুঝে থাকি। ভুল হলে মাফ চাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

শাহ আজিজ বলেছেন: দিয়া রাখলাম যাতে সবাই আগ্রহী হয় । করোনাকালে ঝিম মাইরা যাইতাছি ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু সাধু সাধু সাধু-------।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

শাহ আজিজ বলেছেন: ওম শান্তি

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: সাধু!সাধু!!
এত দিন ১৮+ জানতাম ।আজ ৫০+ ও জানলাম।
চুমা।চুমমাইত। তা যত খুশি ততই হোক/দিক।সংখ্যা দিয়ে তাকে বেধে ফেলা :-P উচিত নয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

শাহ আজিজ বলেছেন: সবাই লিমিট করে তাই আমিও করছি ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

মা.হাসান বলেছেন: সিনেমা শুরুর আগে এরকম অনেক ট্রেলার দেখা যায়। অবিবাহিত ভাইদের প্রতি অনুরোধ, ট্রেলার দেখে বিশ্বাস করবেন না। বিয়ের ফাঁদে পা দেবেন না। B-))

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

শাহ আজিজ বলেছেন: ;)

কুমন্ত্রনা প্রদান নিষিদ্ধ ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: জুম্মা চুম্মা দে দে
জুম্মা চুম্মা দে দে চুম্মা
জুম্মে কে দিন কিয়া জুম্মেকা ওয়াদা
জুম্মে কো তোর দিয়া জুম্মে কা ওয়াদা
লে আগায়ারে ফির জুম্মা
জুম্মা চুম্মা দে দে
জুম্মা চুম্মা দে দে চুম্মা

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

শাহ আজিজ বলেছেন: প্রিয় ছবি । ৭০ দশকের শেষে দেখেছি । আমারও খুব ইচ্ছা হত ওভাবে নায়িকার সাথে অভিনয় করি । পরে জেনেছি কাপুরদের বউ হয়ে সংসার করছে ।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: রঙ নাম্বার নুরু ভাই আমি না

তার মানে কি তবে আপনি ৫০ + এখনো হন নি !!!! =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২১

শাহ আজিজ বলেছেন: ৬৩

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেষের লাইনটার অপেক্ষায় ছিলাম।উপভোগ করার মতো রম্যই বটে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: লাইন তো ছোট বোন শেষ করে দিল হা হা হা

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: ৬৩

তাইলে আপনিও ওই দলে !!! :-P

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০১

শাহ আজিজ বলেছেন: হা হা হা

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না কেউ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: ডাক্তার না , কম্পাউনডার না , কবিরাজ পাঠামু তাইলে :``>> :``>> :``>>

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---
উফ আল্লাহ!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫

শাহ আজিজ বলেছেন: দেরিতে টের পাইছেন

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০০

নেওয়াজ আলি বলেছেন: লেখাট ভীষণ ভালো লেগেছে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৬

সাত ভাই চম্পা বলেছেন:
বুড়া হইলেও তাতে কি শখ আহ্লাদ তো যায় নাই,,,
গাজী সাব ভদ্রতাবোধ দেখাচ্ছেন উপরে উপরে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: আমরা পুরুষরা বিছানায় একইরকম অভিনয় করি সবসময় , গাজি সাহেবও ব্যাতিক্রম না ।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দেরিতে টের পাইছেন

আপনি বুঝলেন কি করে?!
আমি সব কিছুই দেরীতে বুঝি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: হা হা হা

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছেন, গোপনে একটু চুম্বন দাও।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

শাহ আজিজ বলেছেন: এক বিদেশিনী রবি ঠাকুরের দাড়ি গোঁফ সরাইয়া ঠোট খুজতে খুজতে হয়রান হয়ে গেসিল ।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

৫০+
ইরাম রেটিং চালু হইলে খ্রাপ হয়না ;)

রম্যে +++++

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: পোলাপাইন যদি কয় দাদু আমাদের ফুলের মত চরিত্রকে নষ্ট করার কু মতলবে আছেন নাকি ???


তাই রেটিং বেশিই দিলাম B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.