|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আহমদ শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।আজ বিকেলে আল্লামা শাহ আহমদ শফীকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। এরপর তাঁকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন। আহমদ শফীর শিক্ষাজীবন শুরু হয় রাঙ্গুনিয়ার সরফভাটা মাদ্রাসায়। এরপর পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসায় (জিরি মাদ্রাসা) লেখাপড়া করেন। ১৯৪০ সালে তিনি হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন। ১৯৫০ সালে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যান, সেখানে চার বছর লেখাপড়া করেন।
১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফী। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে তিনি ওই পদে ছিলেন। ছাত্রদের বিক্ষোভের পর গত বৃহস্পতিবার রাতে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সভায় আহমদ শফী মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। তাঁর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষা পরিচালকের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। এর পরপরই মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সযোগে আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহমদ শফী কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান ছিলেন।
 ৪০ টি
    	৪০ টি    	 +১/-০
    	+১/-০  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২১
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২১
শাহ আজিজ বলেছেন: একটি শক থেকেই এই দুর্ঘটনা মনে হচ্ছে । 
 বিস্তারিত জানিনা তবে গোলমেলে অবস্থা থেকে তাকে সরিয়ে নেওয়ার দরকার ছিল ।
২|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:০২
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:০২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  
মহান   আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 
 আমিন।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২২
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২২
শাহ আজিজ বলেছেন: প্রার্থনা ।
৩|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:১০
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার পাশের লোকদের মানবিক হওয়া প্রয়োজন ছিল।১০৩ বছরের একজন লোকের সাথে কেমন ব্যবহার করতে হয় এটাই তারা জানে না।তারা অন্যদের কি শিখাবে।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২৩
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২৩
শাহ আজিজ বলেছেন: খুব বেশিই হয়ে গিয়েছিল মনে হচ্ছে ।
৪|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৩৩
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৩৩
সোনালী ঈগল২৭৪ বলেছেন: মনে হয় গত বৃহস্পতিবার রাতের ঘটনায় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যা তার মৃত্যুকে ত্বরান্বিত করে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৩৫
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: আমারও তাই মনে হয় । তার পূর্ণ বিশ্রামে বাসায় থাকার দরকার ছিল ।
৫|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৬
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:১১
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: আমিন
৬|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:১৮
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন: 
শেখ সাহেব মুক্তিযুদ্ধের এতিমদের জন্য কিছুই করেননি; মোল্লা শফি এদের সামান্য অংশকে অক্ষরজ্ঞান দিয়েছিলেন, সেটা ভালো দিক; তবে, তিনি জাতির ভালোমন্দ ও উনার শিক্ষার অসারতা ইত্যাদি বুঝতেন না।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩২
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩২
শাহ আজিজ বলেছেন: শিক্ষা ব্যাবস্থা নিয়ে সবসময় পশ্চাদপদ ব্যাবস্থা অবলম্বন করা হয়েছে যা রাষ্ট্রের জন্য শুভ হয়নি ।
৭|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:২৬
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনাকে অখ্যাত একটা হাসপাতালে কেন নেয়া হল বুঝলাম না। উনি আরও বহু আগেই পদত্যাগ করে সম্মানের সাথে ও বিতর্কের ঊর্ধ্বে থেকে বাকি সময় পার করতে পারতেন। সমাপ্তিটা সুখকর হোল না। এখন আবার নতুন সমস্যা না শুরু হয় নেতৃত্ব নিয়ে এটাই দেখার বিষয়। এই ব্যাপারে ছাত্র নেতা নুরু কি বলে শোনা দরকার।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৫
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৫
শাহ আজিজ বলেছেন: এই কেনর উত্তর কখনো পাওয়া যাবে না । 
নুরু এসবে জড়িত হয়ে প্রমান করল সে মোটেও প্রগতিশীল নয় । ভণ্ড ।
৮|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৪
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৪
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত নসীব করুণ। সকল সমালোচনার উদ্ধে উনি এখন।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৬
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৬
শাহ আজিজ বলেছেন: আমিন
৯|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০১
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন: 
উনি ব্লগিং না বুঝে, ব্লগিং'এর বড় ক্ষতি করেছেন; উনি, বেগম জিয়া ও মাহমুদুর রহমানের উস্কানী পেয়ে জংগীরা অনেক ব্লগারকে হত্যা করেছে।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০৬
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০৬
শাহ আজিজ বলেছেন: তাদের গ্রুপের বড় অবদান ব্লগার হত্যা অথচ সে তার ছাত্রদের হাতেই কার্যত খুন হল । এখানে কোন ব্লগার ছিল , আল্লাহর কি খেলা।
১০|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০৭
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু! লক্ষ আলেমের বাতিঘর'কে আল্লাহ সর্ব উৎকৃষ্টতর জান্নাতের মেহমান বানিয়ে দিয়েন।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:০৩
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:০৩
শাহ আজিজ বলেছেন: রক্তাক্ত হস্তধারী কোন সুস্থ ইলম ধারন করেনা ।
১১|  ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৫৫
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
নেককার বান্দার পরলোক গমন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ সুবহানাতায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউস 
নসীব নসীব করুন। আমিন
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:০৪
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:০৪
শাহ আজিজ বলেছেন: আমিন
১২|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ৮:২৭
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ৮:২৭
নূর আলম হিরণ বলেছেন: উনি আর বেগম জিয়া মিলে ব্লগারদের জন্য এই দেশে আতঙ্ক তৈরি করেছেন। উনি পদত্যাগ ও নিজের ছেলেকে বহিস্কার করার আগ পর্যন্ত উনাকে এম্বলেন্স এ উঠানো হয়নি। কার্যত উনাকে খুনই করা হয়েছে।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:০৭
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:০৭
শাহ আজিজ বলেছেন: লম্পট ক্ষমতাধারীরা সবাই ব্লগার দের বিরুদ্ধে । হুম তাকে তার সন্তানরা খুনই করেছে । তারা খুনের ইলম শিক্ষা পেয়েছে।
১৩|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১২:৪৫
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১২:৪৫
রাশিয়া বলেছেন: উনার একটা অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নাস্তিক ও মূত্রমনাদের ফালাফালি ব্লগে অত্যাধিক বেড়ে গিয়েছিল, আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে দিয়ে সেইসব ব্লগারদেরকে আতঙ্কে ফেলে দেন এবং তার সূত্র ধরে পরবর্তীতে আল্লামা শফীর নেতৃত্বে নাস্তিকদের বিরুদ্ধে যে আন্দোলন হয়, তাতে করে এদেশে ইসলাম বিদ্বেষের বলতে গেলে একরকম কবর রচিত হয়।
এর আগে স্বাধীন মত প্রকাশের অধিকারের উছিলায় সরকার নাস্তিক নামের তথাকথিত এইসব ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদেরকে হয় প্রশ্রয় অথবা পরোক্ষভাবে প্ররোচনা দিয়ে আসছিল। হেফাজতের আন্দোলনের ফলে সরকারের টনক নড়ে এবং বেশ শক্তভাবেই ব্লগ ও অনলাইন প্লাটফরমে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান নেয়। 
আল্লামা শফিকে শ্রদ্ধা জানাই। বাংলাদেশে ইসলাম বিদ্বেষী মনোভাবের কবর রচনার জন্য তিনি ও মাহমুদুর রহমান জাতির জন্য সর্বকাল শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১২:৫৬
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১২:৫৬
শাহ আজিজ বলেছেন: সাধারনত যা হয় তাই হবে শফিকে নিয়ে । মানুষ বেমালুম ভুলে যাবে তাকে । শাপলা চত্বরের সন্তানহারা মায়েদের অভিশাপ ।
১৪|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১২:৫০
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১২:৫০
জাহিদ  হাসান বলেছেন: তিনি উগ্রতা সৃষ্টি করেছিলেন, উগ্রতার শিকার হয়েই মৃত্যু বরণ করলেন।   
ঈসা আ: বলেছেন- যারা তলোয়ার চালায়, তলোয়ারের আঘাতেই তারা মরে। 
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৪০
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৪০
শাহ আজিজ বলেছেন: সত্য ।
১৫|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৩৫
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৩৫
নতুন বলেছেন: Its all good business. 
উনি পুরানো বিদ্যায় শিক্ষিত ছিলেন এবং বর্তমান বিশ্বের আধুনিকতায় এই ধরনের মানুষ কোন উপকার করেনা। 
উনি মাদ্রাসার ক্ষমতা ১০৩ বছর পর্যন্ত ধরে রেখেছিলেন কেন? 
এটা অবশ্যই ব্যবসা এবং ক্ষমতার লোভেই করেছিলেন। ১০৩ বছরে উনি অবশ্যই কাজের যোগ্য ছিলেন না। তার জ্ঞান কিন্তু ব্যবসার কাছে হেরে গিয়েছিলো।  
মানুষ ভুলে যাবে তাকে অল্পকিছু দিন পরেই।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৪০
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৪০
শাহ আজিজ বলেছেন: হ্যা এটাই সত্য । বালক হুজুরদের রাষ্ট্রের বিরুদ্ধে পর্যন্ত ক্ষেপিয়ে তুলেছিলেন ২০১৩ সালে । অনেকেই মারা গেছিল ।
১৬|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:১৫
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:১৫
জাহিদ  হাসান বলেছেন: একটা ছড়া শুনবেন? 
“ডোডো পাখি, ডোডো পাখি,
কোথা যাও লাফি লাফি, হাতে লাঠি, দা-কুড়াল নিয়ে ভাই?
যাই আমি শাপলার স্থানে, বিলুপ্তি হবার পানে, 
দাড়াবার সময় তো নাই !”
১৭|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৪৫
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৪৫
সপ্তম৮৪ বলেছেন: আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:১২
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:১২
শাহ আজিজ বলেছেন: যাওনের আগে ভেজাল পাকাইয়া গেল ।
১৮|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২৮
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২৮
অপু তানভীর বলেছেন: সে কর্মফোল ভোগ করেছে । মৃত্যুর আগে নিজের মানুষের কাছেই এমন ভাবে লাঞ্চিত হওয়ার চেয়ে অপমানের আর কিছু নেই। যখন নিজের মানুষ আপনার বিরুদ্ধে দাড়ায়, নিজের মানুষের দ্বারা লাঞ্চিত হয়, তখন তার থেকে অপমানের কিছু নেই। মৃত্যুর আগে সেই অপমান সে নিজ চোখে দেখে গেল । 
আরও কয় বছর আগেই যদি তিনি স্ব-ইচ্ছায় পদত্যাগ করতেন তাহলে হয়তো মৃত্যুর আগে এমনটা হত না । হয়তো আর কয় বছর বেঁচেও থাকতেন। 
উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন সে তার কর্মফল অনুযায়ী ফল পান ওপারেও, ঠিক যেমনটা এই পারে পেলেন।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৫৮
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৫৮
শাহ আজিজ বলেছেন: আমিন
১৯|  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৯
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৯
এভো বলেছেন: শফি পুত্র বহিষ্কার, তার পর শান্তিপূর্ণ সংঘর্ষ......
চট্রগ্রামের হাটহাজারি মাদ্রাসায় ধর্মীয় বই পুস্তক ও কাগজ ছিন্নভিন্ন হয়ে মেজেতে পড়ে আছে, হুজুররা সেগুলি পায়ে মাড়াচ্ছে ! আবার এরাই ধর্ম অবমাননার অজুহাতে অন্যের নামে ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে !
এদের নাম আবার ‘হেফাজতে ইসলাম  
শফি পুত্র বহিষ্কার, তার পর শান্তিপূর্ণ সংঘর্ষ......
চট্রগ্রামের হাটহাজারি মাদ্রাসায় ধর্মীয় বই পুস্তক ও কাগজ ছিন্নভিন্ন হয়ে মেজেতে পড়ে আছে, হুজুররা সেগুলি পায়ে মাড়াচ্ছে ! আবার এরাই ধর্ম অবমাননার অজুহাতে অন্যের নামে ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে !
এদের নাম আবার ‘হেফাজতে ইসলাম  
 
  ১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
শাহ আজিজ বলেছেন: ছবির জন্য ধন্যবাদ ।
২০|  ২০ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৩:৪২
২০ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৩:৪২
অনল চৌধুরী বলেছেন: সালিশ মানি কিন্ত তালগাছ সবসময় আমার !!!!
২১|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৫২
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৫২
ঘনশ্যাম বলেছেন: আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফিরে গেছেন, তার হিসাব তিনিই দেবেন। 
* ইনিই কি সেই বিখ্যাত তেঁতুল হুজুর?
  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:১৭
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:১৭
শাহ আজিজ বলেছেন: আজ্ঞে জী , ইনিই
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৫০
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
অনেক এতিম বাচ্চা, যাদের পাকিস্তান সরকার ও বাংলাদেশে সরকার অক্ষরজ্ঞান দেয়নি, তিনি তাদেরকে আরবী ও উর্দু ভাষায় পড়ায়েছেন; উনার ছাত্ররা কোনভাবে জীবিকা অর্জনের সুযোগ পেয়েছিলেন; কিন্তু এরা জাতির জন্য তেমন অবদান রাখার মতো জ্ঞান পাননি।
উনার ছাত্রদের অকারণ প্রতিবাদ উনাকে হাসপাতালে নিয়ে যায়; উনি ভুল বীজ বপন করে আসছিলেন সব সময়।
***হাটহাজারী মাদ্রাসাকে সরকারের অধীনে নিয়ে নেয়া দরকার।***