নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ট্র্যাম্প এবং মেলানিয়া করোনায় আক্রান্ত

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩১





ট্র্যাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার করোনা টেস্ট পজিটিভ । তারা দুজনই রেস্টে যাচ্ছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন । ট্র্যাম্প শুরু থেকেই মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন । অবশ্য কদিন আগে থেকে তাকে মাস্ক ব্যাবহার করতে দেখা গেছে । ট্র্যাম্প শারীরিক দূরত্ব বজিয়ে রেখে তার স্বাভাবিক কাজ চালিয়ে যাবেন ।

আপডেট চলবে।

১। আগে তাদের নিকটতম সহযোগী হোপ হিক্স করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন। এরপরই ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে চলে যান এবং টেস্ট করান। পরে তাদেরও শনাক্ত হয় করোনা ভাইরাস সংক্রমণ।

মূলত হোপ হিক্সের সংস্পর্শে আসা থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ট্রাম্প, এমন ধারণা থাকতেই পারে। কারণ এই সপ্তাহের শুরুতেও ওহিওতে একটি টিভি বিতর্কের জন্য এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছিলেন হিক্স। শুধু তা-ই নয়, ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্লেন থেকে নামার সময়ও হিক্সকে মাস্ক পরা নেই দেখা যায় ছবিতে।

এছাড়া বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের আরও সংস্পর্শে যেতে হয়েছিল হোপ হিক্সকে। সেদিন মিনেসোতাতে সমাবেশ করতে যাওয়ার সময় মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে ছিলেন তিনি।

হোপ হিক্স ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। ট্রাম্পের সঙ্গে তার সরাসরি কাজের সংস্পর্শ। অর্থাৎ ট্রাম্পের নিকটতম সহায়ক। এছাড়া হোপ হিক্স এখনও করোনা ভাইরাস পজিটিভ বলেও জানিয়েছেন ট্রাম্প।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৩

জাহিদ হাসান বলেছেন: ভালো হইছে। বদমাশটা মরুক।

মরলে জানাইয়েন আপনাদের পুরান ঢাকার কাচ্চি খাওয়ামু B-)

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৫

শাহ আজিজ বলেছেন: নাহ , কারো মৃত্যুতে উল্লাস করা ঠিক না । তারা পৃথিবী খ্যাত চিকিৎসা পাবেন ।

২| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


সে আমেরিকানদের ও পুরো বিশ্বকে করোনা নিয়ে ভুল তথ্য দিয়ে আসছিলো, এটার খুব দরকার ছিলো, ওর বেকুব অনুসারীরা চিন্তা করার সুযোগ পাবে।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

শাহ আজিজ বলেছেন: নাহ , বদ দোয়া কইরেন না ।

৩| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইতিহাসের সেরা বেকুব প্রেসিডেন্ট।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: সে তো আগেই হাইড্রোক্লোকুইন খাইছে কয়'মাস । এখন ইলেকশন ক্যাম্পেইন বড্ড বিপদজনক ।

চীনারা আইজ মিলাদ দিব ।

৪| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

জাহিদ হাসান বলেছেন: এমন খারাপ মানুষদের মৃত্যু হলে পৃথিবীর মানুষ স্বস্তি পায়।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

শাহ আজিজ বলেছেন: ছিঃ এসব বলতে হয়না ।

৫| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৭

আল ইফরান বলেছেন: ন্যাচারাল জাস্টিস বলতে পারেন। ২ লক্ষ আমেরিকানকে কবরে শোয়ায়ে দিছে। আমার গ্র‍্যাজুয়েট বড় ভাই বেকার, অর্থনৈতিকভাবেও বেকায়দায় পুরো দেশ। আমি খুশী হই নাই তার অসুস্থতার খবরে, কিন্তু মনে হইছে এইটা দরকার ছিলো।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

শাহ আজিজ বলেছেন: হ্যা , এ টেস্ট অফ করোনা বাইট । ট্র্যাম্প তো ইনাগুরাল কইরা দিল , বাকিরা এখন কি করব ? আগে থেকেই ট্রিটমেনট শুরু কইরা দিব ?

৬| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:১৫

মা.হাসান বলেছেন: ট্রাম্পের এতদিন করোনা না হওয়াটাই অস্বাভাবিক ছিল । ৩০ তারিখের ডিবেটের দিনেও এর সমর্থকরা , ছেলেরা মাস্ক না পরে পাশে ছিল। তবে মেলানিয়ার আক্রান্ত হওয়ার খবরে আমি হতাশ। ওনাকে আমার বুদ্ধিমতী মহিলা মনে হতো । উনি কি ট্রাম্পের সাথে সোশ্যাল ডিসটেন্স রক্ষা করেন নাই?
প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি এখন মাস্ক ব্যবহার করা শুরু করবে? শুরু করলে কিন্তু উনার ভক্তকুল আবার ওনার পবিত্র মুখ দর্শন থেকে বঞ্চিত হবেন।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৯

শাহ আজিজ বলেছেন: ডিসট্যাঁন্স দিনে করছে , রাইতে করে নাই ।

ক'দিন আগেইত মাস্ক শুরু করছে ।

৭| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ট্রাম্প বেঁচে যাবেন। উনি পৃথিবীর সেরা চিকিৎসা পাবেন।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪০

শাহ আজিজ বলেছেন: তার চিকিৎসা শুরু হয়ে গেছে ।

৮| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৩

জুন বলেছেন: পেপারে এই নিউজ পড়ার পর থেকেই মনে খুব কষ্ট পাইতেছি শাহ আজিজ। এমন ক্ষমতাধর দেশে মাঝে মাঝে এমন একটা পাগলা প্রেসিডেন্ট থাকা দরকার, যাতে আমেরিকা ফাস্ট কথাটা প্রবাদে পরিনত না হয় B-)
স্বস্ত্রীক তার আশু আরোগ্য কামনা করি।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬

শাহ আজিজ বলেছেন: আমেরিকা ফার্স্ট !!!!!!!!!!!!!!! কয় কি আলায় ???


আমার শুধু মনে পড়ে আমেরিকান পুলিশকে কিভাবে জনতাকে মারতে হবে তার নির্দেশ দেওয়ার দৃশ্য । তবুও এটাই ট্রাম্পের শিক্ষা । অরে টুপি তসবি পাঠাইলে হয় ।

৯| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আরও আগেই পুতিনের সাথে যোগাযোগ করে টিকা নেয়া উচিত ছিল। বিশ্বের শেয়ার বাজারগুলিতে বিরূপ প্রভাব পড়তে পারে এই সংবাদে।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:০০

শাহ আজিজ বলেছেন: বেচারা করোনার দিকে নজরই দেয়নি ।

পুতিন ওর থেকে স্মার্ট ।

মনে হচ্ছে সব রাষ্ট্র প্রধানদের মধ্যে আগাম টিকা নেওয়ার হিড়িক পড়ে যাবে ।

১০| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২

নেওয়াজ আলি বলেছেন: সারা বিশ্বে জন্য গরম খবর । নিজেই টুইট করে জানালো

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৩

শাহ আজিজ বলেছেন: হ্যা তাই , প্রেসিডেন্টের নির্ধারিত ডাক্তাররা এখন মহা ব্যাস্ত তাকে সারিয়ে তোলার জন্য । শুরুতেই ধরা পড়েছে চিকিৎসা পাবে সঠিক ভাবে ।

১১| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সে যেভাবে খোলামেলা ঘোরাঘুরি করছিল এটা তারই ফল।ইলেকশনের কি হবে।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: শুধু খোলামেলা চলাফেরা নয় বরং আমেরিকা রাষ্ট্রীয়ভাবে করোনা প্রতিরোধ করতে ব্যার্থ যেখানে চীন বেশ সফলতা দেখিয়েছে ।

১২| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৫৯

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকার সব সন্ত্রাসী মরলে পৃথিবী সন্ত্রাসমুক্ত হবে।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: আমেরিকাতে সবাই সন্ত্রাসী নয় বলেই জানি ।

১৩| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাথা মোটাটা ভাবছিলো সবার মতো করোনাও তারে
ডরাইবো। বলদটার ঘাড় তেড়ামির জন্য তার আজ এই
অবস্থা। উদ্ভট কথাবার্তা আর লম্ফঝম্পের ফল এসব।
তবে তিনিসহ পৃতিবীর সব মানুষ করোনার থাকা থেকে
মুক্তি লাভ করুক এই দোয়া সবার জন্য।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: ভাল হয়ে উঠুক তাই কাম্য ।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:০৮

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: আমেরিকাতে সবাই সন্ত্রাসী নয় বলেই জানি - তাহলে কতো% এ্যামেরিকান পৃথিবীর দেশে দেশে হামলা, গণহত্যা লুটপাট সমর্থন করে আর কতোজন বিরোধিতা করে, তার একটা তালিকা দেন।
৯০% এ্যামেরিকান এসব অপকর্মের সমর্থক, যাদের মদদ উৎসাহিত হয়ে সেদেশের সব সরকার দেশে দেশে এসব করে।

০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: সাধারন আমেরিকানদের মধ্যে এসব নিয়ে মাথাব্যাথা নেই বলেই জানি । তাদের রুটি আর বিয়ার পেলেই খুশি । অল্প কিছু আমেরিকান ধনী আর প্রাক্তন আমেরিকান যুদ্ধবাজ বা গৃহ যুদ্ধের নায়করা যাদের পরবর্তী প্রজন্ম এসবে মনপ্রান ঢেলে দেয় । ইউনাইটেড স্টেটস এর বিভাজিত লুটেরারা এখনো রাষ্ট্র সমাজ নিয়ন্ত্রন করে।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:১২

অনল চৌধুরী বলেছেন: 90% of Americans approve of the way Bush is handling his job

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.