নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাফিন শাহাদাত ফেসবুকে পোস্ট দিয়েছে "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকের শিশুদের মধ্য থেকে আগামীতে কেউ দেশের প্রধানমন্ত্রীও হবে। কথা ঠিক। কিন্তু একটা সংশোধনী আছে। প্রধানমন্ত্রী হবে তার পরিবার অথবা খালেদা জিয়ার পরিবারের কেউ। অন্যরা বড়জোর ওবায়দুল কাদের বা মির্জা ফখরুল হবে।"
আসিফ মাহমুদ কমেন্টে সবচে মজার জবাব দিয়ে লিখেছে "ওবাবা!! এটাতো আপনাদের বড়দের বেপার! আমরা তো সালামের মত ড্রাইভার হলেই খুশি।"
পাঠক আপনারা কি ভাবছেন এসব নিয়ে ।
আলোচনা উন্মুক্ত ।
০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । সৎ ভাবে অনেক টাকার মালিক হওয়া যায় জানেন তো ?
২| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২১
জুন বলেছেন: টাকা পয়সার দিক দিয়ে বিশ্বের তিন জন ড্রাইভার আছে প্রথম সারিতে ঃ-
১। নম্বর প্রাক্তন ফরমুলা ওয়ান মাইকেল শুমাখার ,
২। লুইস হ্যামিল্টন সেও ফরমুলা ওয়ান ড্রাইভার আর
৩। নম্বরেই আমাদের স্বাস্থ্যের মালেক ড্রাইভার
০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
শাহ আজিজ বলেছেন: আসলে কিন্যা দেশী পন্য হইয়া যাও ধন্য , এজন্যিই মালেকের নাম নিছি ।
আর দ্বিতীয় হইল আমি কখনই কাউয়া বা বেজি হইতে চাই না । এমনি এমনি ভাল আছি ।
৩| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি অনেক টাকাওয়ালা হতে চাই। এই রকম=
০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬
শাহ আজিজ বলেছেন:
আমিও চাই তয় টয়লেটের লাঠি ছাড়া , ব্লেন্ডারে জুস কইরা
৪| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা দুর্গার মতো শক্তিশালী, কাউয়ার মতো বুদ্ধিমতি
০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭
শাহ আজিজ বলেছেন: আমারে কিছু কইতে কইলেন ???
৫| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা আছে তো!! এই প্রসঙ্গেও একটা কৌতুক বলি আমার নিজের মত করে -
এক ঈশ্বরভক্ত ঈশ্বরের কাছে অনেক কাকুতি মিনতি করে প্রার্থনা করলো যে হে ঈশ্বর তুমি আমাকে লটারির ১০ কোটি টাকার পুরস্কার মিলাইয়া দাও। ঈশ্বর ঐ ভক্তকে বললেন যে তোমার প্রার্থনা ঈশ্বর কবুল করেছে।
ভক্ত অপেক্ষায় আছে কবে সে পুরস্কার পাবে। অনেক দিন পার হলে সে অধৈর্য হয়ে আবার ঈশ্বরকে স্মরণ করে বলল হে ঈশ্বর তুমি সর্ব শক্তিমান। তুমি আমাকে কথা দিয়েছিলে যে ১০ কোটি টাকার পুরস্কার মিলিয়ে দেবে। ঈশ্বর বলল অবশ্যই আমি ওয়াদা করেছি। কিন্তু হে নির্বোধ মনুষ্য শাবক লটারির একটা টিকেট তো অন্তত তোমাকে কিনতে হবে। নতুবা আমি তোমাকে কিভাবে লটারির পুরস্কার দেব।
তাই পরামর্শ দিচ্ছি যে আগে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে ঈশ্বরের কাছে চাইলে মনে হয় ভালো হতো।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৫
শাহ আজিজ বলেছেন: আরে তাইতো !!
দুই নম্বরি লাইসেন্সের জন্য বি আর টি এ তে লাইন দিতে হয় ------------
৬| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৭
নেওয়াজ আলি বলেছেন: Ameen ameen
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৭| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫২
শেরজা তপন বলেছেন: আপনি কি সালাম ড্রাইভার হইতে চান?
আমার নিশ্চিত ধারনা চান না! তবুও যদি হ্যা হয় তবে উন্মুক্ত আলোচনা হবে
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৭
শাহ আজিজ বলেছেন: কার্ড নিমু আর সালামের মত দেখতে লোকের কাছে বেইচা দিমু ।
মেশিন্ম্যান সাস্থের আরেক সালাম ধরা খাইছে । এ কোশ্চেন ফাস কইরা কোটি পতি । এইটা সহজ হইব - কোশ্চেন আউট । ব্যাপার হইল সাস্থ্যে কত পিস সালাম আছে ??
৮| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: শেখ হাসিনা দুর্গার মতো শক্তিশালী, কাউয়ার মতো বুদ্ধিমতি
এই জন্যই কি দেশের এই অবস্থা?
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২৯
শাহ আজিজ বলেছেন: নো কমেন্টস
৯| ০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ আপনার আশা পূর্ণ করুক।
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২৯
শাহ আজিজ বলেছেন: আমিন
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: আমি অসৎভাবে অনেক টাকার মালিক হতে চাই না।