|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 একজন মডেল নায়লা নাইম সাড়ে তিনশ’ বিড়াল পালেন একটি স্বতন্ত্র ফ্লাটে ঢাকার আফতাবনগরে । পাশেই তার আবাসিক ফ্লাট । গেল চার বছরে অসংখ্য বার দর কষাকষি করেও নায়লা নাইমের ইচ্ছাকে নত করা যায়নি । ফ্লাটের বাসিন্দারা অসহায় , কেউ কেউ বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করেছে । সাড়ে তিনশ বেড়ালের পায়খানা , প্রস্রাব , মুরগির ও মাছের পচা অংশের দুঃসহ উৎকট গন্ধে ফ্লাটের অন্যান্য বাসিন্দারা নিরুপায় । ব্যাপারটি ফ্লাট মালিক সমিতি , কাউন্সেলর, থানা , মন্ত্রনালয় , আই জি ,  মেয়র ঘুরেও নায়লা নাইমকে দমানো যায়নি । গতকাল সর্বশেষ সময় নায়লা নিজেই বেধে দিয়েও উল্টো নালিশ প্রাণী বিভাগের কাছে  এবং সাংবাদিক সন্মেলন হয়রানির । বাসিন্দারা বলছে নায়লা বেড়ালের ব্যাবসা করে । নায়লা বলছে অসহায় রোগাক্রান্ত বেড়ালদের সে আশ্রয় দিয়েছে । বন্য প্রাণী বিভাগ বলছে এত বিড়াল পোষার অনুমতি নেই যদি তা হয় শহরে । কেয়ারটেকার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে চাকুরী ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে । যারা ছাদে যায় তারা ভীষণ বিক্ষুব্দ কারন লিফটে করেই বেড়ালের পায়খানা নামানো হয় , ছাদে বেড়ালের পরিচর্যার  জন্য যে কাপড় ব্যাবহার হয় তা শুকাতে দেয়া হয় । আগে একিভাবে মালিবাগের একটি ভাড়া বাড়ি থেকে নায়লা উচ্ছেদ হয় বেড়ালের কারনে । নায়লার বডি গার্ডের হাতে মারধরের শিকার প্রতিবাদী একজন ।  
 
আমরা অপেক্ষায় এক ভিন্ন পরিস্থিতির সমাধান নিয়ে ।  
 একজন এ এস পিকে নির্দেশ দিয়েছে আই জি বেড়াল সরানোর আয়োজনে । 
 দৃশ্যত অসম্ভব জেদি নায়লা জিতবে না তার প্রতিপক্ষ ফ্লাট মালিকরা । 
 ৩৪ টি
    	৩৪ টি    	 +০/-০
    	+০/-০  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:২২
২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:২২
শাহ আজিজ বলেছেন: আমি ক্রস চেক করেছি । একটা পুরো ফ্লাট বিড়ালের জন্য । আসল খবর কেউই জানেনা ।
২|  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৩৬
২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এটা কি বাংলাদেশের ঢাকা শহরের ঘটনা?  
 নাকি অন্য কোন শহরের??
  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৪৬
২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: মালিবাগ লেখা আছেতো ।
৩|  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৪০
২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৪০
কলাবাগান১ বলেছেন: উনার ছবিটাই কি খুবই দরকার ছিল এই পোস্টের বিষয় বস্তুুর সাথে????????
  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৪৫
২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: হ্যা , নাহলে লোকে চিনবে কিভাবে ??
৪|  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:১৬
২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের নিম্নরুচিবোধসম্পন্ন একদঙ্গল ফেইসবুকারের বদৌলতে নায়লা নাইমের উত্থান। আপত্তিকর পোশাকে বা খুব বেশি খোলামেলা পোশাকের ছবি শেয়ারের মাধ্যমে ফেইসবুকে ধীরে ধীরে তার উত্থান হতে থাকে। এসব ছবি, তার স্টেটাস ঝাঁকে ঝাঁকে লাইক, কমেন্ট, শেয়ার পায়। তার এই প্রচারকে পুঁজি করে একদল নির্মাতা তাকে বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসাবে সুযোগ সৃষ্টি করে দেয়। কোনো ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন কিনা জানি না। এখন তিনি সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিড়াল ইস্যুতে নিজের দাবি বজায় রাখতে সচেষ্ট হয়ে থাকবেন। রুগ্ন বিড়ালকে সেবা করছেন, এটা তার ভাওতাবাজি ছাড়া কিছু না। কিন্তু, এতগুলো বিড়াল একত্র করে তিনি এমন নুইস্যান্স সৃষ্টি করেছেন যে, এ বিড়ালগুলো ডিসপোজ অফ করাই এখন বিড়াল ঝামেলার ব্যাপার। এগুলো কুকুর নিধনের মতো নিধন করা হবে অনেক অমানবিক। সারা শহরে ছড়িয়ে দেয়া একটা অপশন হতে পারে, কিন্তু এটাও ভালো সমাধান না। পার্শ্ববর্তী বিভিন্ন থানায়/গ্রামে এগুলো ছাড়া যেতে পারে। এবং বাসিন্দাদের এই বিপত্তি থেকে অতি শীঘ্র রেহাই দেয়া হলো এখন প্রধান কাজ।
এদের কাজ কারবার দেখলে আসলে মেজাজ ঠিক রাখা কষ্টকর। তার এই অপকর্মের সমাধানের জন্য মন্ত্রণালয় পর্যন্ত পারছে না, সেটা আবার খুব বেশি হয়ে যাচ্ছে। একজন ওসিই এটার জন্য যথেষ্ট হওয়া উচিত। নায়লা নাইম বেআইনি কাজ করছেন।
  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৩৬
২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৩৬
শাহ আজিজ বলেছেন: আমি নামও শুনিনি । তার বিজ্ঞাপন দেখেছি কিন্তু কে জানতাম না । বেড়াল  ইস্যু চেনালো যে একজন মডেল কিভাবে নুইসেন্স সৃষ্টি করতে পারে এবং টিকে থেকে । জনপ্রিয়তার চেয়ে ঘৃণা কুড়াল বেশি । এমন একটা বিষয় এমন একজনের জিদ , ভাবলাম পোস্ট করি বাকিদের সাবধান করার জন্য ।
 আমার বাড়িওয়ালার ভাইয়ের বিড়ালগুলো সরিয়ে জয়পুরহাটে পাঠিয়েছে আমাদের অসুবিধার জন্য । দুটো এখনো আছে , আটকে রাখে । এরা দরজার সামনে হাগে , পেসাব করে যা খুবই বিব্রতকর । তার আত্মীয় স্বজন পছন্দ করে না এসব । একটা বিড়াল ঠিক আছে , ওরকম আমার আত্মীয় স্বজনদের বাসায় আছে এই ঢাকাতে । কিন্তু ৩০০ বেড়াল !! অসুস্থ এই বালিকা , ওর মানসিক চিকিৎসা দরকার ।
৫|  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:২৭
২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: একটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনা! কিছু কিছু বিড়ালপ্রেমীর আসক্তির কথা এর আগেও শুনেছি, কিছু কিছু নিজ চোখে দেখেছিও, কিন্তু সেসবের তুলনায় এই ঘটানাটা অত্যধিক মাত্রায় অস্বাভাবিক।
  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৩৮
২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৩৮
শাহ আজিজ বলেছেন: অস্বাভাবিক এবং নিন্মস্তরের বালিকা নায়লা ।
৬|  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৩৯
২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: বড় লোকের বিরাট কারবার। ধনী লোকেরা বিলাসিতা করতে পছন্দ করেন।
  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৪২
২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৪২
শাহ আজিজ বলেছেন: এ যদি বিশাল ইন্ডাস্ট্রির মালিক হত তাহলে নিজের বাড়িতে পালত । এত ফ্লাট বাড়ি , সে মডেল , শরিরের বাক ফুরলে সব শেষ ।
৭|  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৪৯
২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এত্তো বিড়াল!!
  ২২ শে অক্টোবর, ২০২০  সকাল ৯:৪১
২২ শে অক্টোবর, ২০২০  সকাল ৯:৪১
শাহ আজিজ বলেছেন: হুম , ৩০০ বিড়ালের বিপরীতে ৩ লাখ ফেসবুক লাভারস লাইনে ।
৮|  ২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৫৩
২১ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কয়টা বিড়াল পালতে পারবে এমন কোন আইন বাংলাদেশে নাই।তবে অন্যের সমস্যা হয় এমন কোন কাজ করাও তার অধিকারের বাইরে।আধুনিক কিছু ব্যবস্থা তাকে নিতে হতে যাতে অন্যের সমস্যা না হয়। ঘর তার, সেখানে মানুষ থাকবে না বিড়াল থাকবে সেই স্বাধীনতা তার আছে।
  ২২ শে অক্টোবর, ২০২০  সকাল ৯:৩৬
২২ শে অক্টোবর, ২০২০  সকাল ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: মানুষের বসবাসের জন্য তৈরি ফ্লাটে একটি বা দুটি বিড়াল স্বাভাবিক । কিন্তু পুরো ফ্লাট ভর্তি ২ ,৩ শ বিড়াল অস্বাভাবিক এবং আইন বহির্ভূত । গতকাল বন বিভাগের প্রধান এব্যাপারে রুলিং দিচ্ছিলেন । ফ্লাটে বেড়ালের খামার !! কি আশ্চর্য অসভ্যতা , ও নিজে পাশের ফ্লাটে থাকে কি করে ? গিদড় । ওর তো আরবানাইট রাইট অ্যান্ড সেন্স নেই , ওকে নগর থেকে বহিস্কার করা উচিত ।
৯|  ২২ শে অক্টোবর, ২০২০  রাত ১:৫৪
২২ শে অক্টোবর, ২০২০  রাত ১:৫৪
সোহানী বলেছেন: ৬০০ বিড়াল??????????????? কেমনে কি???????? এর মাথা ঠিক আছেতো!!!!!!!!!
  ২২ শে অক্টোবর, ২০২০  সকাল ৯:৪৩
২২ শে অক্টোবর, ২০২০  সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: হটাত খ্যাতিতে হাগল অই গেসে 
 ওর কমন সেন্স না শহর না গ্রাম কোথাও ম্যাচ করবে না ।
১০|  ২২ শে অক্টোবর, ২০২০  সকাল ৯:৫৫
২২ শে অক্টোবর, ২০২০  সকাল ৯:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বেআদব মহিলা।
  ২২ শে অক্টোবর, ২০২০  সকাল ১০:৫৬
২২ শে অক্টোবর, ২০২০  সকাল ১০:৫৬
শাহ আজিজ বলেছেন: একে শাস্তি দেওয়া উচিত না হলে আরও খ্যাতিমানরা হাতি পোষা শুরু করবে ফ্লাটে ।
১১|  ২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১২:১৩
২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১২:১৩
পদ্মপুকুর বলেছেন: একটা নিউজে দেখলাম তিনি বলছেন- ১৫/১৬টি বেড়াল.....
  ২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১২:৩৭
২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১২:৩৭
শাহ আজিজ বলেছেন: আমি পেলাম ৩০০ , ২০০-২৫০ , ৪০০ , তারপর ভাল একটি পত্রিকায় আস্থা নিয়ে লিখলাম । আমি এও জানি বিড়ালের সংখ্যা নিয়ে বিভ্রাট আছে । তবে নায়লা চরম মিথ্যাবাদি তা প্রমানিত। ওকে হটানোর বুদ্ধি হচ্ছে উপরের ফ্লাটে ৫০ পাইথন পালা । ওতেই বাসা ছেড়ে পালাবে বিড়াল সহ।
১২|  ২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১২:৪১
২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১২:৪১
পদ্মপুকুর বলেছেন: উপরের ফ্লাটে ৫০ পাইথন পালা   
   
   
  
  ২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১:৩২
২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১:৩২
শাহ আজিজ বলেছেন: হ , সাপে বিড়াল খাইব গপ গপ কইরা ।
১৩|  ২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১:০৭
২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আইনগত কোন ব্যবস্থা কি নেয়া হয়েছে?
  ২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১:৩১
২২ শে অক্টোবর, ২০২০  দুপুর ১:৩১
শাহ আজিজ বলেছেন: না । বাকি ফ্লাট মালিকরা আই জির সহায়তা পাচ্ছে । তারা কোর্টে যাননি ।
১৪|  ২২ শে অক্টোবর, ২০২০  বিকাল ৪:২১
২২ শে অক্টোবর, ২০২০  বিকাল ৪:২১
একাল-সেকাল বলেছেন: 
বিড়াল পোষা যাবেনা ফ্লাটে এমন নিয়ম না থাকলে ইহা একটা অর্থহীন আলোচনা।
  ২২ শে অক্টোবর, ২০২০  বিকাল ৫:১৭
২২ শে অক্টোবর, ২০২০  বিকাল ৫:১৭
শাহ আজিজ বলেছেন: ফ্লাটের মালিকদের আলাপ শুনলাম তাতে তাদের উপদ্রব জাতীয় কিছু নিয়ম কানুন আছে , বেড়াল পোষা নিষিদ্ধ নয় তবে তা উপদ্রবের পর্যায় ছাড়িয়ে গেছে বলেই এত হৈ চৈ । বিড়ালের খামার এক বিষয় আর এক দুটি বিড়াল আরেক বিষয় । আশা করি বোঝা গেছে বিষয়টা ।
১৫|  ২২ শে অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:৩৮
২২ শে অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: বিকারগ্রস্থ! সাধুবেশী বন্য মানুষ যে মানুষ নয় জন্তুর সঙ্গে থাকতে পছন্দ করে। জনস্বার্থে ওনার চিকিৎসার দরকার।
  ২২ শে অক্টোবর, ২০২০  রাত ৯:০৫
২২ শে অক্টোবর, ২০২০  রাত ৯:০৫
শাহ আজিজ বলেছেন: এইসময়ে বালক বালিকা নাম করে ফেললে কিছু একটা করতে চায় যাতে সে আরও লাইম লাইটে আসতে পারে । বিড়াল কুকুর পালছে অনেকেই কিন্তু খামার বানিয়ে নয় । খামার বানালে গ্রামে গেলে ভাল হয় ।
১৬|  ২২ শে অক্টোবর, ২০২০  রাত ৯:০৪
২২ শে অক্টোবর, ২০২০  রাত ৯:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিড়ালআলিকে বনে পাঠানো দরকার
তার বিড়ালসহ।
  ২২ শে অক্টোবর, ২০২০  রাত ৯:০৮
২২ শে অক্টোবর, ২০২০  রাত ৯:০৮
শাহ আজিজ বলেছেন: আপনি কি আরও কিছু জানেন এ সম্পর্কে ? আমরা নিউজের উপর নির্ভরশীল ।
১৭|  ২৪ শে অক্টোবর, ২০২০  বিকাল ৪:০৫
২৪ শে অক্টোবর, ২০২০  বিকাল ৪:০৫
একাল-সেকাল বলেছেন: 
বিড়াল দুধ ও শুঁটকী পছন্দ করে, এগুলো জোগান দেয়া নায়লার পক্ষে সম্ভব। ফ্লাটে না করে খামারবাড়িতে করলে উভয়েই সুখি হবে ।
  ২৪ শে অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৩
২৪ শে অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৩
শাহ আজিজ বলেছেন: ওর মানসিক সমস্যা আছে । একটা বাড়ি কিনে সেখানে করলেও মনে হয় যুতসই হত । ফ্লাটে স্বাভাবিকভাবেই দুর্গন্ধ ছড়িয়ে অপরের সমস্যা করে । নগরে বাস করা সহজ কিন্তু নাগরিক হওয়া সহজ নয় ।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:১৬
২১ শে অক্টোবর, ২০২০  রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
বিড়ালের সংখ্যা বলছে, ইহা একটু অস্বাভাবিক ব্যাপার।