নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেপ্লেক্স কাল থেকে খুলবে। অনেকেই সিনেমা দেখতে যাবেন এটা নিশ্চিত। সামাজিক দূরত্বের ব্যাপারটা ওরা ভাল মানবে তবুও নিজের প্রটেকশন নিজেই ভাল বুঝবেন।
পাঁচটি সিনেমা দেখা যাবে কাল থেকে। দুটি বাংলাদেশি ও তিনটি হলিউডের। বাংলাদেশের সিনেমাগুলোর ভেতর কাল মুক্তি পাচ্ছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’। আর ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘ন ডরাই’ ছবিটিও দেখা যাবে কাল থেকে। সদ্য মুক্তি পাওয়া হলিউডের আলোচিত দুই সিনেমা—ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ ও ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’ও বাংলাদেশে মুক্তি পাবে কাল। সেই সঙ্গে ভিন ডিজেল অভিনীত সুপারহিরো ছবি ‘ব্লাডশট’ও দেখা যাবে। করোনার কারণে যখন মার্চে সিনেপ্লেক্স বন্ধ হয়ে যাওয়ার সময় চলছিল সিনেমাটি।
সিনেপ্লেক্স অনলাইনে পেমেন্টের ভিত্তিতে ওয়ান টাইম ছবি চালাতে পারেন ,প্রচুর দর্শক পাওয়া যাবে । সিনেপ্লেক্সকে কেউ বললে হবে ।
২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: গতকাল ওরা নিউজ করেছে ।
২| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ২:০৩
ইফতি সৌরভ বলেছেন: ন ডরাই (uncut) আর ৪৯ বাতাস দুইটা দেখতে হবে। কোন লিংক পাচ্ছি না আর হল থেকে তো অনেকদূরে, কোন ভাবেই যেতে পারব না। কী করা যায়?
২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: ওরা অনলাইন দেখাতে পারে নেটফ্লিক্সের মত ।
৩| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৩:০১
রাজীব নুর বলেছেন: সিনেপ্লেক্সে সাধারনত প্রেমিক প্রেমিকারা সিনেমা দেখতে যায়। তারা লম্বা সময় একসাথে হাত ধরে বসে থাকতে পারে বলে। আজকাল নেটফ্লিক্সে ঘরে শুয়ে বসে আরাম করে সব রকম মুভি দেখা যায়।
২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৫০
শাহ আজিজ বলেছেন: আমার প্রিয় অনেক ছবিই নেটফ্লিক্সে নেই । মিউজিক শো দেখি ।
৪| ২৩ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেখানে কি মহানায়ক আলম হিরোর ছবি দেখা যাবে?
না গেলে আমি নাইক্যা।
২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৫১
শাহ আজিজ বলেছেন: ওরা হিরো আলমের নামই শুনে নাই -------------------------
৫| ২৩ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: সিনেপ্লেক্সে সাধারনত প্রেমিক প্রেমিকারা সিনেমা দেখতে যায়। তারা লম্বা সময় একসাথে হাত ধরে বসে থাকতে পারে বলে। আজকাল নেটফ্লিক্সে ঘরে শুয়ে বসে আরাম করে সব রকম মুভি দেখা যায়।
সঠিক।
২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: রাজীব মনে হয় সুরভির সাথে প্রেম করার সময় যাইতো , বিয়া করার পর প্রেম নাই তাই ঘরে শুইয়া দেখে
৬| ২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৩
জনৈক অপদার্থ বলেছেন: টেনেট নিয়ে আগ্রহী। ওয়াশিংটন আর প্যাটিনসনের অভিনয় খুব ভালো লাগে। মুলান না মেবি জমবে না। ভিন ডিজেলের এই ওভাররেটেড মুভি না দেখালেও পারত সিনেপ্লেক্স
২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২
শাহ আজিজ বলেছেন: আমার মনে হয়েছে দর্শক দরকার ওদের , সেন্সরও ছাড় দিয়েছে । দেখুক সবাই , দুনিয়া ঘুইরা ফিইরা ---------------
৭| ২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: গ্রামে গিয়েছিলাম। ওখানকার মানুষ করোনার কথা ভুলে গেছে। যাওয়ার পরই আমার স্ত্রী আমার মুখ থেকে মাস্কটা নিয়ে নিলো যেন গ্রামে এটা পরে আমি সং না সাজি। শীতকালটা যদি আমরা পার করতে পারি তাহলে আর চিন্তা নাই। বাকি আল্লাহ ভরসা। সব যখন খুলে গেলো সিনেপ্লেক্স কেন বন্ধ থাকবে।
২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৪
শাহ আজিজ বলেছেন: In Europe situation get worse. We are better in some way.
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫৫
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। ভাল কিছু তথ্য উপস্থানের জন্য।