|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 
   
  
  
  
  
  
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
  
 
 জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্টেড ।। 
  কমলা হ্যারিস প্রথম কালো মহিলা ভাইস প্রেসিডেন্ট ।।
 ২৬ টি
    	২৬ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:২৩
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:২৩
শাহ আজিজ বলেছেন: অনেক পাগলামি করছে বেটা
২|  ০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:১৭
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন: 
মামলা মুমলার খবর নেই, মানুষই ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বের করে দেবে।
  ০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:২৪
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:২৪
শাহ আজিজ বলেছেন: এস এস এফ লাগবে না
৩|  ০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:৩০
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ট্রাম্প যে একটা স্টুপিড ইডিয়ট, হেরে যাওয়ার পর তার কথা ও আচরণে তা স্পষ্ট হয়ে উঠছে। এই গোঁয়ার গোবিন্দ আমেরিকানদের ধোলাই খায় কিনা বলা যায় না।
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৮
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৮
শাহ আজিজ বলেছেন: তার সমর্থকের সংখ্যা কম নয় কিন্তু
৪|  ০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:৪৩
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:৪৩
কলাবাগান১ বলেছেন: গোবর খাওয়ার উৎসব হবে???
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৯
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৩৯
শাহ আজিজ বলেছেন: কেন শ্যাম্পেন থাকতে গোবর কেন ?
৫|  ০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:৫৪
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনও হেরে জুতার মালা গলায় দিয়ে হো হাউজ থেকে বাহির করেনা কেন যে ।
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪১
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪১
শাহ আজিজ বলেছেন: প্রেসিডেন্ট সিকিউরিটি সার্ভিস কপটারে করে তার নতুন বাসভবনে পৌঁছে দিয়ে আসবে ।
৬|  ০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১২:০৪
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১২:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আগামী চার বছর পৃথীবি অন্য রকম শাসন দেখবে।তুরস্কের উপর নিষেধাজ্ঞা আসতে পারে,বাংলা দেশকে অনেক তেঁত বড়ি গিলতে হবে।
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪২
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪২
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি হয় ।
৭|  ০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১২:০৬
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: ট্রাম্পের কর্মকান্ড আমার পছন্দ না। কিন্তু কেন জানি মায়া লাগছে।
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪২
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪২
শাহ আজিজ বলেছেন: খাইছে ------------
৮|  ০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১:৫১
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১:৫১
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন জো বাইডেন।
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪৩
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪৩
শাহ আজিজ বলেছেন: পৌঁছে দিলাম
৯|  ০৮ ই নভেম্বর, ২০২০  ভোর ৫:১৩
০৮ ই নভেম্বর, ২০২০  ভোর ৫:১৩
জিকোব্লগ বলেছেন: 
একজন কড়া ভাবে কথা বলে, আরেকজন ভদ্রভাবে কথা বলে।
কিন্তু ইউএস কিলিং মিশনে দুইজনই ইয়েস বলবে। কাজেই
আনন্দে আহ্লাদিত হওয়ার কিছু নাই। ইসরায়েল ফিলিস্তিনিদের
মেরেই যাবে, সৌদি ও ইয়ামেনের শিশুদের মেরে যাবে। তারপরেও
ট্র্যাম্পু বাইডেন হ্যারিশ ইসরায়েল-সৌদির পাশেই থেকে যাবে।
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪৪
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪৪
শাহ আজিজ বলেছেন: আমেরিকান পলিসি চেঞ্জ হবে না ।
১০|  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:০৪
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবচেয়ে ভালো খবর শয়তান দূর হচ্ছে।
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪৫
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪৫
শাহ আজিজ বলেছেন: কি দাড়ায় দেখতে হবে
১১|  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪১
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আবেগাপ্লুত হয়ে গেলাম।
শুভেচ্ছা নিন।
  ০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪৬
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৪৬
শাহ আজিজ বলেছেন: আমি প্রথম কোন আমেরিকান ইলেকশন নিয়ে মাতামাতি করছি ।
১২|  ০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:০০
০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:০০
আমি সাজিদ বলেছেন: দেখা যাক বাইডেন এই দ্বিভাগ হওয়া আমেরিকাকে কিভাবে তুলে নিয়ে আসে। আসলে আমার যে বিষয়টা ভালো লাগছে, ওরা ইলেলশনকে একটা ফেস্টিভ্যাল মানে। বিবিসি সিএনএনে দেখলাম সবাই গাড়ি পার্ক করে উৎসব  করছে। কি রিপাবলিক  কি ডেমোক্রেট,  সবাই।
কেউ ওদের বলে নাই, ভোট হয়ে গেছে আগের রাতে। বাড়ি চলে যান। হাহাহাহ।
  ০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:১১
০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ১২:১১
শাহ আজিজ বলেছেন: একসময় আমাদের দেশেও ইলেকশন একটা উৎসব ছিল । নষ্ট হয়ে গেছে আগের রাতে ভোট হয়ে যাবার কারনে । আমিও কাল রাতে দেখলাম মানুষ উৎসব করছে ওয়াশিংটনে , নিউইয়র্কে । ভাল লাগলো ।
১৩|  ০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:০৬
০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: জীবনের আনন্দের দরকার আছে।
  ০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:৪১
০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:৪১
শাহ আজিজ বলেছেন: একটাই জীবন , আনন্দ চাই এই এক জীবনে ।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:১৫
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
মানুষ ট্রাম্পের উপর ভয়ানক বিরক্ত; হোয়াইট হাউসের সামনে অনেকেই সাইন দেখাচ্ছে, "এখনি হোয়াইট হাউস ছাড়ো"; এই ধরণের ঘটনা আগে ঘটেনি।