|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
 এক ভদ্র লোক থানায়  ও সির রুমে বসে তার ওপর তার স্ত্রীর নির্যাতনের বর্ণনা দিচ্ছিল ।
ও সি সাহেব সে আমাকে ১ ঘণ্টা বাথরুমে আটকে রেখেছে । আপনি মামলা নিন । 
ও সি ভাবলেশহীন বললেন আজ সকালে আমার ওয়াইফ আমার পিস্তল নিয়া কয় শুট কইরা দিমু মানিব্যাগ কই । উরুতে মানিব্যাগ আছিল , টেপ খুইলা দিয়া দিলাম । আপনিই বলেন আমি মামলা দিমু কোন খানে ? 
ভদ্রলোক অসহায় হয়ে এবার পুরুষ নির্যাতন বিরোধী অফিসে গেল । পেপার পড়ছিলেন সভাপতি , চোখ না উঠিয়েই বললেন 'বলেন , বর্ণনা দেন , এরকম কেইস দুই চারটা আসতেছেই ডেইলি ' ।
 ভদ্রলোক অবাক হয়ে বললেন আমায় নাম ধাম না জিজ্ঞাসা করেই হিস্ট্রি জানতে চাইছেন ?
 সভাপতি বললেন ' সকালে বিড়ি খাইতে ছাদে উঠছিলাম । আমার ওয়াইফ দরজা দিয়া ছাদেই আটকাইয়া রাখছে দুই ঘণ্টা , তার ওপর নাস্তা দেয় নাই --------- মোড়ের দোকান থেকে নাস্তা খেয়ে এই আসতেছি ------ একটা আইয়ামে জাহেলিয়াতের যুগে বসবাস করি আমরা । চলেন সংবাদ সন্মেলন করি । ভদ্রলোক বললেন তাইলে ও সি সাহেবরে সাথে নেই ।  
  সভাপতি বললেন তা আপনার কি হইছিল ?
  
ভদ্রলোক এদিক ওদিক তাকিয়ে সুর নিচু করে বললেন সকালে মর্নিং টি দেয় আমার স্ত্রী , তারে আদর সোহাগে একটা চুমা দেই , আইজ ভুল কইরা ইয়াং বুয়াটারে দিয়া ফালাইছি -------- এই হইল কেস । এইজন্য বাথরুমে এক ঘণ্টা আটক , কি দুর্গন্ধ বাবারে ------- ।
 ২৮ টি
    	২৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:১৭
০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:১৭
শাহ আজিজ বলেছেন: আগেও আছিল । শুধু উপচাইয়া পড়ে নাই ।
২|  ০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:২৯
০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সকাল বেলা অনেক হাসলাম।
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০২
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০২
শাহ আজিজ বলেছেন: হাসেন , ভাল কইরা হাসেন
৩|  ০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৩৬
০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৩৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: "বউয়ের কাছে সবাই   বাচচা" - এ ভালবাসার পার্শ্ব প্রতিক্রিয়া।মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ।
 বাচচা" - এ ভালবাসার পার্শ্ব প্রতিক্রিয়া।মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ।
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৩
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৩
শাহ আজিজ বলেছেন: হুম , তাই
৪|  ০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৯
০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: নারীরা পুরুষ নির্যাতন স্বীকার করে বলে মনে হয় না।
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০০
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০০
শাহ আজিজ বলেছেন: হুম , আসলেই তাই
৫|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:১২
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:১৬
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:১৬
শাহ আজিজ বলেছেন:  
      
      
       
     
৬|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:২৪
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:২৪
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
রম্য হলেও নির্যাতনের ব্যাপারটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই বাস্তব। নারী বলে তারা প্রচার পায় বেশী, এই যা! 
পত্রিকায় এই তো অতি সম্প্রতি পুরুষ নির্যাতনের হার নিয়ে খবর দেখলুম।
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:২৫
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৮:২৫
শাহ আজিজ বলেছেন: সে জন্যই দিলাম বানিয়ে একটা
৭|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৫
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: মজাক হইছে
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৫
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: থানক্স
৮|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৩৩
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Great!
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৬
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: থ্যানক্স
৯|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১০:২৫
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১০:২৫
ইফতেখার ভূইয়া বলেছেন: লিখা ভালো লেগেছে, তবে পুরুষ নির্যাতনের বিষয়গুলো নিয়ে সমাজে খোলাখুলি কথা বলার সময় এসে গেছে। ব্যাপারটা মোটেও এমন নয় যে, শুধু লাগাতার নারী নির্যাতন-ই হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত কতশতভাবে যে পুরুষ নির্যাতন হচ্ছে সেটার খবর কেউ রাখে না, কিন্তু বিষয়গুলো আমলে নেয়া উচিত। একটি সুস্থ সমাজব্যবস্থার জন্য নারী-পুরুষের সম অধিকার নিশ্চিত করা জরুরী। ধন্যবাদ।
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৫৪
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৫৪
শাহ আজিজ বলেছেন: পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে নির্যাতন ঘটবেই । আমরা বাঙালি ঘরানায় উভ নির্যাতন তেমন জটিল ছিল না কিন্তু এখন তা ভয়াবহ রুপ নিয়েছে । কমিয়ে আনা দরকার এসব । সম অধিকার শব্দে আমার আপত্তি কারন পুরুষ ও নারী কেউই পরস্পরের কাজগুলো সম্পন্ন করতে পারেনা । প্রত্যেকেই দেদিপ্যমান নিজ কর্মে ।
১০|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১০:২৯
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১০:২৯
ইসিয়াক বলেছেন: ভালোই তো 
  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০০
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০০
শাহ আজিজ বলেছেন: থ্যানক্স
১১|  ০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:২৬
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:২৬
সোহানী বলেছেন: আমরা নারীরা কিন্তু কখনই বলিনি যে পুরুষরা নির্যাতিত হয় না। তাহলে পাপিয়ার মতো নারীরা আসে কোথা থেকে। 
কথা হলো নারী পুরুষ না, দূর্বল যে তার উপর চলে অত্যাচার। ক্ষমতা পেলে একটা নারীও হয়ে উঠতে পারে নৃশংস। কিন্তু যেহেতু নারী দূর্বল তাই তাদের উপর অত্যাচারের মাত্রাটা বরাবরেই বেশী। তাই সবাইকে সোচ্চার করা হয়। তবে অবশ্যই পুরুষ নির্যাতিত হলে তা প্রকাশ করা উচিত। সবার নির্যাতনের কথাই সামনে আনা উচিত এবং তা বন্ধ করা উচিত।
তবে একখান কথা, যে জোকস্ খান কইলেন এমন ভুল হইলে ঘরের বাথরুমে না পাবলিক বাথরুমে আটকানো উচিত বলেই মনে করি   
    
    
   
  ১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৮:৫৩
১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৮:৫৩
শাহ আজিজ বলেছেন: দুইদিন ধইরা পত্রিকায় খুব নির্যাতনের খবর ছাপাইতেছিল তা পি সি তে বইসা জোকস লেইখা ফালাইলাম । 
পাব্লিক বাথরুমে আবার দরজা থাকে না  হে হে হে  
১২|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ১২:১৭
১০ ই নভেম্বর, ২০২০  রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: হাঁয় আল্লাহ!!!!
  ১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৮:৫৫
১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: কি হইল ?
১৩|  ১০ ই নভেম্বর, ২০২০  রাত ১:৪২
১০ ই নভেম্বর, ২০২০  রাত ১:৪২
নেওয়াজ  আলি বলেছেন: বিচার চাই 
  ১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৮:৫৬
১০ ই নভেম্বর, ২০২০  সকাল ৮:৫৬
শাহ আজিজ বলেছেন: হ
১৪|  ১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১:৪৫
১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি হইল ? 
দরিদ্র দেশে জন নেওয়াটাই সবচেয়ে বড় নির্যাতন।
  ১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১:৪৯
১০ ই নভেম্বর, ২০২০  দুপুর ১:৪৯
শাহ আজিজ বলেছেন: পাল্টা আঘাত করতে হবে । রাতে না খাইয়া ঘুমাইতে হবে । আদর দিতে গেলে প্রত্যাখ্যান করতে হবে । ভাইগা বন্ধুদের বাসায় যেতে হবে । এতে কিছুটা উপকার হবে ।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৮
০৯ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালী পুরুষদের ভালোবাসার পরিমাণ অনেক বেড়ে গেছে, আশপাশে উপছে পড়ছে