|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
[link|https://youtu.be/yerTqDYmIFE|বাসেবাসে আগুন 
  
  
  ঢাকাতে আবারো বাসে আগুন দেয়া শুরু হয়েছে । এ পর্যন্ত ৭ টি বাসে আগুন দেয়া হয়েছে । আগুনে কোন যাত্রী আহত হয়নি । ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে আজ দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে রাজধানীর ছয়টি স্থানে একটি করে মোট ছয়টি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে প্রথম ঘটনা ঘটে শাহজাহানপুরে। এরপর কাঁটাবন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের কাছে, গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকা, বংশালের নয়াবাজার ও প্রেসক্লাবের কাছে বাসে আগুন দেওয়া হয়। প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করেছে। এর মধ্যে কাঁটাবনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
দুপুরের ঘটনাগুলোতেও পুলিশ ধারণা করছে, যাত্রীবেশে কেউ বাসগুলোতে আগুন লাগিয়ে নেমে গেছে। তবে কে বা কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে, তার কারণ জানা যায়নি
 প্রাথমিকভাবে মনে হচ্ছে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ঢাকা-১৮ আসনে চলমান উপনির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘণ্টাখানেক আগে ভাটারায় একটি বাসে আগুন দেয়া হয়েছে । 
 কি হচ্ছে এসব এই মহামারীর মধ্যে !!!    
 
  
 ২৮ টি
    	২৮ টি    	 +১/-০
    	+১/-০  ১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:০২
১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:০২
শাহ আজিজ বলেছেন: বাসের আগুনে আবার গরম হয়ে গেছে ।
২|  ১২ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫২
১২ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫২
চাঁদগাজী বলেছেন: 
ঢাকা-৮ এর এমপি'র কী হলো?
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৬
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৬
শাহ আজিজ বলেছেন: এখনো জানিনা ।
৩|  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০০
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা পলিটিক্যাল মোটিভে হয়েছে বলে মনে হয় এবং আজকের ইলেকশনই এর কারণ বলে মনে হচ্ছে। তবে, যারাই করুক, জ্বালাও পোড়াও একটা খারাপ কাজ হচ্ছে। এতে কোনো গেইন হবে না।
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৪
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৪
শাহ আজিজ বলেছেন: দেশের পরিস্থিতি উত্তপ্ত করে তোলার চেষ্টা , কিন্তু কেন ? বাসযাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে ।
৪|  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৭
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৭
আমি সাজিদ বলেছেন: বিএনপির মেরুদণ্ড নেই আগুন দেওয়ার৷ বাকিটা হিসেব সহজ।
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৯
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০৯
শাহ আজিজ বলেছেন: মানুষের জীবন নিরাপদ হউক ।
৫|  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৫
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৫
ঢাবিয়ান বলেছেন: যারাই এই কাজ করেছে, কঠিন শাস্তি কাম্য
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৬
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৬
শাহ আজিজ বলেছেন: লিঙ্কে দুজনকে পাওয়া গেছে যে তারা জানালা দিয়ে বাসের পিছনে আগুন দিয়ে দৌড় দিচ্ছে ।
৬|  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৮
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৮
মুজিব রহমান বলেছেন: প্রতিবাদের ভাষা কি আন্ডারগ্রাউন্ডে চলে গেল?
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৯
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: কি যে হচ্ছে বোঝাই মুশকিল ।
৭|  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৮
১২ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৮
নেওয়াজ আলি বলেছেন: নাশকতাকারীদের কাজই হলো ধ্বংস ,নাশ করা। আর সরকার তথা আওয়ামীলীগের কাজ হলো তা রক্ষা করা। দীর্ঘদিন ধরে সুবিধা ভোগে নিমজ্জিত আওয়ামীলীগ তা করতে যে সম্পূর্ণ ব্যর্থ এটা তারই নজির।
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:০১
১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:০১
শাহ আজিজ বলেছেন: করোনাকালে একের পর এক নতুন ঘটনা ঘটছে , এটা তারই অংশ কিনা ।
৮|  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:০০
১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: 
এই দেশে সড়ক অবরোধ, বাসে গাড়িতে ট্রেনে আগুন দিয়ে দেশের মানুষ স্বাধীনতার স্বাদ অনুভব করেন।
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:০৫
১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: যাক জানের ক্ষতি হয়নি । দেখা দরকার কারা কাদের স্বার্থে এসব করছে । একজন বলল আজ নাকি উপ নির্বাচন ছিল । ওদিকে বি এন পি অফিস থেকে কেউ বেরুলেই পুলিশ গ্রেফতার করছে ।
৯|  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:১৬
১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: কোনো ইসু ছাড়াই!!!!
  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৩১
১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৩১
শাহ আজিজ বলেছেন: আলাপ সালাপে ইলেকশন উইঠা আস্তেছে । কাল পুরা পিকচার পাওয়া যাবে ।
১০|  ১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৫২
১২ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৫২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নেওয়াজ আলি সাহেব তো বলেই দিয়েছেন,সরকার যে ব্যর্থ এটা তার প্রমান।অতয়েব সরকারকে যারা ব্যর্থ প্রমান করতে চান এটা তাদের কাজ।
  ১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৭
১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৭
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কাকে কাকে মুরগি বানানো যায়
১১|  ১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:৪৯
১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
যারা আগুণ দিয়েছে তারা আর যাই হোক বিবেক বান কোন মানুষ নন। 
১৯৯৬/৯৭ সালের এক বিকেলে আমি নবাবপুর রোড ধরে গুলিস্তানের  দিকে আসছিলাম। হঠাৎ সামনে তাকিয়ে দেখি অনেক দূরে দাউ দাউ আগুণের লেলিহান শিখা। মনে হলো এটা ঢাকা স্টেডিয়াম কিংবা বায়তুল মোকাররমের সামনে। 
যাই হোক আমি হেটে হেটে ঘটনাস্থলে পৌছে গেলাম। বায়তুল মোকাররকম আর স্টেডিয়ামের মাঝখানে বঙ্গবন্ধু এভিনিউতে  একটি বিআরটিসি বাস চলছে । লেলিহান শিখা। অল্প কিছু লোক জন দাড়িয়ে দাড়িয়ে দেখছে। 
আমি চিৎকার করে বলে উঠলাম- বাসটাতে কে আগুণ দিয়েছে? আপনারা দাড়িয়ে আছেন কেন? আা্সুন না আগুন নেভানোর চেষ্টা করি। কেউ একজন ফায়ার সার্ভিসে ফোন দেন প্লিজ। 
এক জন লোক এসে আমাকে বললো, আপনি কি ভোদাই নাকি? 
আমি বললাম- কেন? ভাই? 
তিনি বললেন- ভোদাই না হলে আপনি এই কথা বলতেন না। বিপদে পড়বেন। তাড়াতাড়ি ভাগেন। 
আমি একটু চমকে উঠলাম। দ্রুত সেই এলাকা ত্যাগ করলাম।্
  ১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৯
১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: দুঃখের হাসি হাসি
১২|  ১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:৫১
১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:৫১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
যারা ভালো মানুষ, যাদের ন্যুনতম দেশপ্রেম আছে তারা এই জাতীয় অপকর্ম করবে না।
  ১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:০১
১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:০১
শাহ আজিজ বলেছেন: আমাদের প্রেম ভাণ্ডার শেষ
১৩|  ১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ৯:৩৮
১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ৯:৩৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: যারা এই সব অপকর্ম করে এই হায়েনারাই পরে নেতা হয়ে যায়, দেশপ্রেমিক সাজে; বাহ কি তামাশা!
  ১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:০৭
১৩ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:০৭
শাহ আজিজ বলেছেন: হতাশা ঘিরে ধরে এসব দেখে । 
 একবারে নিস্পত্তি হতে পারে না এসবের ?
১৪|  ১৪ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:০৯
১৪ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: আমার মনে হচ্ছে বাসে আগুন দেওয়াটা পরিকল্পিত।
  ১৪ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:২৮
১৪ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:২৮
শাহ আজিজ বলেছেন: সব কিছুই হটাত করে হয় না । ওইদিন উপনির্বাচন ছিল আর তাই কিছু একটা করতে তো হবেই , লাগাও আগুন ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫১
১২ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
দেশে শীত এসেছ, ঠান্ডা লাগছে মনে হয়?