নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

স্কুলগুলোর কিংবদন্তি নাম

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৫




এই যে নামের বাহার কেউ এগিয়ে আসেনা একটু সংশোধনী করে সুন্দর নাম দিয়ে সভ্য হওয়ার । এলাকার মানুষ কেমন তাই জানতে আগ্রহী ।







মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৪

নেওয়াজ আলি বলেছেন: আপনাকে ধন্যবাদ । অজানা এইসব নাম জানাতে

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: আরও আছে , জোগাড় করে ছেপে দেব।

২| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এপিক কালেকশন :)

বাংলাদেশের ৫টা জেলার নাম পরিবর্তন করার সময় এরকম আজগুবি, শুনতে আরো অশ্লীল ও বীভৎস নামগুলো ছড়িয়ে পড়েছিল ফেইসবুকে।

তবে, নাম পরিবর্তন অনেক ঝামেলার বিষয়। আমার এলাকার প্রাইমারি স্কুলের নাম একটু বিদ্‌ঘুটে ওটা চেঞ্জ করার জন্য আমি নিজেই উদ্যোগ নিয়েছিলাম। জটিলতা আছে পদে পদে। মৌজার নামের সাথে স্কুলগুলোর নাম সম্পর্কিত। নানা কারণে এলাকার লোকজনের মধ্যেও এ নিয়ে ঐকমত্যের পরিবর্তে বিরোধ গড়ে ওঠে। ধাপে ধাপে বিভিন্ন অফিসেও সমস্যা আছে।

এসব নাম পরিবর্তনের জন্য সরকার থেকে কেন্দ্রীয় আদেশ ও উদ্যোগ না হলে এগুলো ঠিক করা সম্ভব না। আমাদের রাজবাড়ির দিকে যে একটা এলাকা আছে, অন্তত ওটার নাম চেঞ্জ করা উচিত সবার আগে, তারপর কতকিছু দাঁড়ানো ধরনের নামও আছে, সেগুলোও চেঞ্জ করা দরকার।।

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫১

শাহ আজিজ বলেছেন: সরকারি এক কলমের খোঁচায় হয়ে যাবে তবে কোন ব্যাক্তির নামে নয় । ফুল বৃক্ষ ফল এর নাম যোগ হতে পারে ।

৩| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৩

ইসিয়াক বলেছেন: কি অদ্ভুদ নামগুলো!

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৩

শাহ আজিজ বলেছেন: সারা বাংলাদেশেই একই অবস্থা ।

৪| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই কিছু কিছু অদ্ভূত যায়গার নাম আছে।

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৩

শাহ আজিজ বলেছেন: সারা বাংলাদেশেই একই অবস্থা ।

৫| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাই আপনার বাসা কোন এলাকায়।ফকিরাপুল
আপনার,হাতির পুল।আরো অনেক আছে।

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৪

শাহ আজিজ বলেছেন: হাতির পুল চলে কিন্তু ফকিরাপুল চলে না । আমি মিরপুর ।

৬| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অন্যরকম সংগ্রহ। তবে মজার ব্যাপার হলো এসব নাম কেউ পরিবরর্তন করতে চায় না,তা যতোই অশ্লীল হোক। কিন্তু অশ্লীলতার অভিযোগে ভালো নামগুলো পরিবর্তন করে ফেলে। অশ্লীলতার অভিযোগে আমাদের এখানকার প্রেমরোড নামের একটা রাস্তার নাম পরিবর্তন করে মদিনারোড রাখা হয়েছে।কিন্তু "কুত্তাপিডান চরের" নাম পরিবরর্তন করে নি।

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১১

শাহ আজিজ বলেছেন: এইটা ভাষাগত সংঘাত যেমন প্রেম চমৎকার শব্দ , মদিনা পবিত্র স্থান তাই কেউ বলবে না বাংলায় অনেক সুন্দর নাম আছে , আরবি কেন ? ওয়াজের সময় কয় রাসুলের প্রেমে হাবুডুবু খায় বান্দা ---- তখন অশ্লিল না । বাংলা ভাষাটাকেই অশ্লীল মনে করে ওরা ।

৭| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৫

মন্জুরুল আলম বলেছেন: সুন্দর কালেকশান! এই রকম নাম যে আছে বিশ্বাস হয়না প্রথমে ভাবলাম ফটোএডিটেড।

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০৪

শাহ আজিজ বলেছেন: এডিট নয় সত্যি ।

৮| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই মজা পাইলাম তাই বিনিময়ে
আপনাকেও একটু মজা দিতাম চাই।

আর একটা হয়ে যাক কি বলেন?

প্রাথমিক ছেড়ে একটু বড় হলে কলেজে গেলে কেমন হয়!

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০৭

শাহ আজিজ বলেছেন: চুমাচুমি আগেই দেখছি । দেশে আরও আছে শুধু আমরা জানিনা ।

৯| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বাংলা ভাষাটাকেই অশ্লীল মনে করে ওরা ।
এটা আসলেই সত্য। নাম পরিবর্তন করে রাস্তা উদ্বোধনের সময় চেয়ারম্যান বলে বসলেন প্রেম নামটা তার কাছে নোংরা এবং গালি মনে হয়।

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: পাকিস্তান হওয়ার পর আগে বাংলা ভাষা নাশ প্রকল্প । বাংলা ভাষার মত আর কোন ভাষায় এত গান , কবিতা , ছড়া আর কোন ভাষাতে নেই । যাহোক বাংলা এখন প্রতিষ্ঠিত ভাষা । ওই চেয়ারম্যানের শিক্ষা দীক্ষার অভাব আছে বলেই প্রেম তার কাছে নোংরা মনে হয় ।

১০| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: আসলে এক দেশের গালি, আরেক দেশের বুলি এই হলো অবস্থা।

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: হল না । এখানে বুলির কোন ব্যাপার নেই ।

১১| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



"বিদ্যাহীন পাড়া সরকারী প্রাইমারী বিদ্যালয় "

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: হ , এরকমই

১২| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উদ্ভুত টাইপের আরো কিছু যুক্ত করেন।

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৭

শাহ আজিজ বলেছেন: এগুলো হটাত পেয়ে গেলাম । আরও পাবার অনুরোধ করেছি ।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: পরিবর্তনের কাজটা একটু জটিল হলেও তা করা প্রয়োজন। এ জাতীয় নামের কারনে কথ্য ভাষায় বেশ সমস্যা হয়। আপনার এই লেখাটি কোন খবরের কাগজে ছাপা হলে ভাল হতো। পাশাপাশি সামুতে স্টিকি করার অনুরোধ করছি।

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৭

শাহ আজিজ বলেছেন: সিনিয়র সিটিজেন দের একটা পেজ আছে , ওখানে কেউ দিয়েছিল ।

১৪| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: সেইরকম অবস্থা দেখছি।! =p~

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২০

শাহ আজিজ বলেছেন: হ্যা , আসলেই তাই ।

১৫| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই নামগুলো কি আসলেই আছে? সংস্লিষ্ট মন্ত্রনালয়ের কাজ কি?

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

শাহ আজিজ বলেছেন: বিশ্বাস হচ্ছে না ?


সবাই সরকারি চাকরি করে , মাসের বেতন নেয় , অবসরে আল্লার কাছে মাফি মাঙ্গে । কেউ কেউ সৎ হওয়ার ১০১ তরিকা নিয়ে ফেরি করে।

১৬| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: আপনার এই পোস্ট বিনোদন মূলক। যা আমাকে আনন্দ দিয়েছে। তবে কিঞ্চিৎ রাগও লেগেছে।

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৫

শাহ আজিজ বলেছেন: রাগের কোন কারন দেখিনা ।

১৭| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নীলফামারীর সদর উপজেলার মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছে সরকার।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

শাহ আজিজ বলেছেন: জানিনা তবে এছবি হয়ত তার আগের ।

১৮| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন:

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

শাহ আজিজ বলেছেন: কাল দেখলাম একজন লিখেছে পরিবর্তন নিয়ে । ধন্যবাদ ।

১৯| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বাকী সব নামগুলোও সরকার পরিবর্তন করা উচিত।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: একবারেই স্থানীয় সং সদ আর চের ম্যান মিলে মন্ত্রনালয়ে বসে আদেশ লিখে দিতে পারেন । ঝুলিয়ে রাখার প্রকল্প আর কতকাল থাকবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.