নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের পরিবেশবান্ধব কাপড়ের মাস্ক বিতরণ করলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কক্সবাজার জেলা শাখার জলবায়ুকর্মীরা। গত রোববার (৬ ডিসেম্বর) বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জাবেদ নূর শান্ত, জিমরান মোহাম্মদ সায়েক, মিনহাজ আরফান মিশুক, ইসরাত ফারিহা, তাসকিয়া শাম্মী, হিশামুল হক ও সিদ আজাদ।
বিজয়ের মাসে বাঙ্গালীর জয় হোক । ফ্রি মাস্ক নিয়ে বলছি বেশ আগে থেকেই । সরকার নিজ জনগণকে শাস্তি দেওয়ার প্রবল ইচ্ছে নিয়ে নগদ জরিমানা এবং জেল দিয়ে মানুষকে ফেরাতে পারেনি । অন্যদিকে কক্সবাজারে তরুণরা ফ্রি মাস্ক বিতরন করল সমুদ্র সৈকতে । চমৎকার বাঙালি চমৎকার । যাদের ২০০ টাকায় পুরো পরিবারের খাদ্য খরচ তাদের মাস্ক কেনার ক্ষমতা এবং ইচ্ছে কোনটাই নেই । অতএব ফ্রি মাস্ক পরিয়ে দিন । মনে রাখবেন এদেশের মানুষ এরকম অভিজ্ঞতা কখনই অর্জন করেনি । করোনা হলে মরে যায় এটুকুই তাদের জানা আছে । তাদের অভ্যস্ত করে তুলতে হবে । এবং সে দায়িত্ব সরকারের ।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কক্সবাজার জেলার সব সদস্যকে ধন্যবাদ ।
সারাদেশে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক ।
০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২
শাহ আজিজ বলেছেন: আমরা পিছিয়ে সকল সময় । তারপরও আশা এই এরাই পথ দেখাবে আগামির পৃথিবীর ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
নেওয়াজ আলি বলেছেন: ভালো কাজ । ভালোবাসা ও মানবতার জয় হোক
০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫
শাহ আজিজ বলেছেন: জয় হোক
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো কাজ। অনেক ধন্যবাদ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৬
চাঁদগাজী বলেছেন:
সরকার যদি ১০০০ বড় কর্পোরেশনকে কাপড়ের মাস্ক দিতে অনুরোধ করতো, ৫ দিনের মাঝে প্রতিটি বাংগালী ১ জোড়া করে কাপড়ের মাস্ক পেয়ে যেতো।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আগে ১০০ পিসের এক প্যাকেট সার্জিক্যাল মাস্ক কেনা যেতো সম্ববতো ৭০ টাকায়।
করোনা আসার পরে তা ৭০০ টাকা হয়ে যায়।
করোনায় মানুষ অভ্যস্ত হয়ে গেলে এর দাম কমে আবার ৮০ থেকে ১০০ টাকায় নেমে যায়।
গত মাস থেকে করোনার প্রভাব বারার পরে এর দাম আবার ২০০ হয়ে গিয়েছিলো।
এখন কতো তা জানি না।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪২
কবিতা ক্থ্য বলেছেন: আমার মনে হয়- আমাদের মাঝে কম মানুষই গুরুত্ব শব্দের অর্থ বুঝিনা।
না হলে এই টা বুঝিনা- কোনটা গুরুত্বপূর্ণ- জীবন নাকি বিনোদোন।
১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: খুব হাল্কা ভাবে সবকিছুকে নেওয়া খারাপ অভ্যাস ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভালো উদ্যোগ সমসময় মানুষের মনে জায়গা করে নেয়।