নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

নির্মাণাধীন পদ্মা সেতুঃছবি ব্লগ

১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৩



পদ্মা সেতু প্রায় সম্পন্নের পথে । দুরুহ কাজগুলো শেষ এবার রেল পথ আর সড়ক নির্মাণ বাকি , ওটা হলেই আমরা সেতু দিয়ে দক্ষিনবঙ্গে যেতে পারব সহসাই । কাজে সংশ্লিষ্টতা না থাকলে বোঝা মুশকিল কেমন হয় এর গঠন প্রণালী । তো দেখে নিন ব্রিজ কাঠামোর সেই দুরুহ ব্যাপারগুলো যা সবার পক্ষে দেখা সম্ভব না ।
















মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১১

অপু তানভীর বলেছেন: অনুরোধ থাকবে লেখাটা একটু এডিট করে দেওয়ার জন্য । ছবি প্রথমে যুক্ত করার কারণে প্রথম পাতার বেশ কিছুটা এই ছবি দখল করে রেখেছে । পোস্টের শুরুতে কিছু লাইণ যুক্ত করে দিলে এই সমস্যাটা হয় না । শেষের কথা গুলোই প্রথমে যুক্ত করে দিন দয়া করে !

১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৯

শাহ আজিজ বলেছেন: ওকে , দিচ্ছি ।

২| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার জন্য সুবিধা হল।খুলনা যাবার রাস্তার দুরত্ব অনেক কমে গেল।অনেক কিছু জানা হল।

১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২০

শাহ আজিজ বলেছেন: খুলনা - বরিশাল - সাতক্ষীরা সবই নাগালের মধ্যে ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম দিকে একবার দেখে এসে ছিলাম।

১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: ব্রিজের এই কাজ দেখেছিলেন ?

৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



পদ্মায় সর্বমোট খরচ কত?

১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: জানিনা , শুনেছি কয়েকগুন বেড়েছে তাই হিসাব রাখিনা ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

বিজন রয় বলেছেন: বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার।

পোস্টে +++++!

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: হুম তাই , এজন্য পোস্ট দিলাম কারন অনেকের ধারনা নেই কি জটিল ব্যাপার স্যাপার ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




পদ্মা সেতু বাংলাদেশে খু্বই প্রয়োজন ছিলো। দক্ষিনের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে বলে শান্তনা পাচ্ছি।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৩

শাহ আজিজ বলেছেন: আরও ব্রিজ দরকার বরিশাল - ভোলা- উত্তর চিটাগং । এটার ব্যাপারে শুনছিলাম কদিন আগে । নেটওয়ার্ক চক্রাকারে হলে মানুষ ও পন্য পরিবহন ইজি হবে ।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২

কালো যাদুকর বলেছেন: এই ছবিগুলো দেয়ার জন্য অনেক ধন্যবাদ। জে আর সি স্যার ছিলেন এটার দ্বয়িত্বে। খরচ বেরে যাওয়া অস্বাভাবিক নয়।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪০

শাহ আজিজ বলেছেন: জামিলুর রেজা চৌধুরী , গুণী মানুষ ।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৭

নেওয়াজ আলি বলেছেন: পদ্মাসেতু বাংলাদেশের একটা গর্ব। অভিনন্দন বাংলাদেশ।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪০

শাহ আজিজ বলেছেন: অভিনন্দন

৯| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩২

কালো যাদুকর বলেছেন: http://www.padmabridge.gov.bd/general.php
খরচ দেখাচ্ছে $৩.৮৬৮ বিলিয়ন বর্তমানে।

https://en.wikipedia.org/wiki/Padma_Bridge
এখানে বলছে China Major Bridge Engineering Company Ltd, $১.১ বিলিয়ন দরে কাজটি পেয়েছিল।
এই সব কাজের একটা বড় সমস্যা হল মাটির প্রকৃতি বোঝা খুবই কঠিন। তাছাড়া নদী শাসনের খরচও প্রজেক্ট চলাকালিন সময়ে পরিবর্তন হয়।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪২

শাহ আজিজ বলেছেন: আমি দেখেছি যারা এসব সারভে করে তাদের যথেষ্ট জ্ঞান নেই বাংলাদেশের মাটি বিষয়ে । ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয় ।

১০| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১১| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

কালো যাদুকর বলেছেন: আসলে বলতে চেয়েছি ভাল সার্ভে দিয়েও মাটির প্রকৃতি বোঝা খুবই কঠিন। ডিজাইনিং ফার্ম খুবই ভাল (AECOM).

১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

শাহ আজিজ বলেছেন: আমি ঢাকা খুলনা মহা সড়কে চীনা দোভাষী ছিলাম । মোল্লাহাট সেকশনে চীনারা কয়েক বছর আগে যে সার্ভে করেছে তাতে অপরিপূর্ণতা ছিল বিধায় সড়ক নিরমানে ত্রুটি রয়ে গেল । ১২ বছর বাদে ওই রাস্তা দিয়ে যাবার সময়ে দেখলাম ঢেউ খেলে আছে । অথচ ওখানে যে ট্রিটমেন্ট দেওয়া দরকার ছিল চীনারা তা দেয়নি , দেশি কন্সালট্যাঁনট কিছু বলেনি বা ওকে করেছে , ভুগছে গাড়ি ঘোড়া । খরচ বেড়েছে দ্বিগুণ । মাটির বদলে বালি দিয়ে ভরাট করেছে রাস্তা । এই হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা ।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: চলেন একদিন সবাই মিলে গিয়ে পদ্মাসেতু দেখে আসি।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে সকল নির্মান কাজে দুর্নীতি হয়।
তবে দুর্নীতি দিন দিন কমে আসছে। আগে ১নং ছিল এখন ২১ বা ২৬তম।
দুর্নীতি সম্পুর্ণ নির্মুল হচ্ছে না বলে নির্মাণ তো বন্ধ করে বসে থাকা যায় না।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

শাহ আজিজ বলেছেন: স্বাস্থ্য বিভাগের দুর্নীতি প্রবাদ প্রতিম ।


ব্যাঙ্ক লুট আরেক উপাখ্যান ।



আরও অনেক কিছু ।


করোনাকালে গেল ৯ মাসের গল্প কিছুদিন বাদে আসছে , নির্মম গল্প ।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষ মেষ নিজেদের টাকায় বিশাল সেতু হলো, বিশ্ব এবার চেয়ে দেখ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

শাহ আজিজ বলেছেন: বিশ্বে ইতিমধ্যেই অনেক সেতু হয়ে গেছে । হংকং ম্যাকাও ৬১ কিলোমিটার ব্রিজ অন্যতম ।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত কঠিন কাজকেও মানুষ সহজ করে ফেলে । দারুণ লাগলো পোস্ট

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.