নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক বেদনাহত পথিক পৃথিবীর দেয়ালে স্প্রে দিয়ে লিখেছে কষ্টের ঠিকুজি । আসলেও ইংরেজি নতুন বছরে সদ্য প্রসবিত স্ত্রেইনের সাথে পথ চলতে হবে । ঈশ্বর তুমি বড্ড নিষ্ঠুর ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭
শাহ আজিজ বলেছেন: হ, হাজার বছর পরই হোক
২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯
নূর আলম হিরণ বলেছেন: আমরা আশাবাদী নতুন বছর ভালো কাটবে পৃথিবীবাসীর।
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮
শাহ আজিজ বলেছেন: তয় মাস্ক লাগাইয়া কিন্তু ---------------
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫
ভুয়া মফিজ বলেছেন: আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা!!
ইয়ে...........আপনে যেই রোহিঙ্গা সুনয়নার ফটো দিসিলেন, তারে দেখা হইলে জিগায়েন তো, সে ইংল্যান্ডে আইতে চায় কিনা.......!!!
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১
শাহ আজিজ বলেছেন: ভাসানচরের আবহাওয়া আর ইংল্যান্ড এক না ।
আমিই ভাসান চর যাইতাছি ----------------
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০২
ভুয়া মফিজ বলেছেন: আবহাওয়া দিয়া কাম কি.......আইবো কিনা হেইডা জিগাইলেই হইবো!!
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮
শাহ আজিজ বলেছেন: মুবাইল নাম্বার লইয়া লই ।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৭
মেহেদি_হাসান. বলেছেন: নতুন বছর সবার ভালো কাটুক, সবার জন্য শুভকামনা।
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯
শাহ আজিজ বলেছেন: হাত ধোয়া - মাস্ক সহ
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই নতুন বছরের শুভেচছা আর ভূয়া ভাইয়ের অনুরোধের ব্যাপার টা দেখেন। যদি পারেন উনাকে (রোহিংগা ললনা) আপনি চিনেন এবং যাইতে রাজি (রাজি হবে নিশ্চিত) হয় তাহলে একজন মানুষের জীবনের গতিপথ পালটে যাবে,মুক্তি পাবে দারিদ্র্যতার কষাগাত থেকে,তাই বা কম কিসে।
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬
শাহ আজিজ বলেছেন: আহারে ------------------------------------------------- চুক চুক চুক
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Happy New 2021!
Wishing everyone all the best!
৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
শাহ আজিজ বলেছেন: শুভ নতুন ইংরেজি বছর । সুস্থ থাকি , হাত ধুই আর মাস্ক লাগাই ।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আগামী একটি বছর সুখে দুঃখেই পার করতে হবে।ভাল থাকবেন এই কামনা।
৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩০
শাহ আজিজ বলেছেন: হুম , আপনার সোশাল সিকিউরিটি আছে আমাদের উল্টো সরকারকে জমা থেকে দিতে হয় । ব্যাঙ্ক স্টেটমেনট দেখাচ্ছে আরও আধা পারসেনট কেটে নিল লাভ থেকে ।
৯| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১২:৩২
আমি সাজিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৯
শাহ আজিজ বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঈশ্বর মহান, আমরাই তাঁকে দিন দিন নিষ্টুর করে তুলছি। আমি মনে করি করোনা কিছু না, যদি হাই স্কেলের একটি ভূমিকম্প হয় সমগ্র পৃথিবীজুড়ে তখন কেমন হবে? এই ভূমিকম্প একদিন না একদিন হবে। আজ নয়তো কাল নয়তো হাজার বছর পর।