নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দুপুরের আগ থেকেই নজর রাখছিলাম ভারতে টিকা প্রদান লাইভে । বেশ কটি টি ভি চ্যানেল চলছে । বকবক চলছে কিন্তু টিকার নাম নেই । দুপুর বেলায় পরিস্কার হল ব্যাপারটা । ড্রাই রান শব্দটির সাথে আমি পরিচিত নই । তো কলকাতার বাঙ্গালীরাও বলছে ড্রাই রান । একটা পত্রিকা দয়া করে লিখেছে এটা মহড়া । লে বাবা ---------- । টিকা না দিয়ে চেয়ারে বসিয়ে যা করছিল তা মুম্বাই সিনেমার শুটিং থেকেও কিছু কম নয় । ১১৬ টি কেন্দ্রে একযোগে হাজার হাজার স্বাস্থ্যকর্মীর উপর মহড়া চলছে । ক্ষান্ত দিলাম । একমাত্র আনন্দবাজার লিখেছে ‘মহড়া’ ।
টি ভি লাইভে কেউ দেখাচ্ছে ফ্রি টিকা , আবার বলছে ৩ ডলার লাগবে । এই সন্ধ্যায় যা আবিস্কার করলাম তা এখানে -প্রথম পর্বে দেশ জুড়েই বিনামূল্যে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং করোনা যোদ্ধাদের। এঁদের মধ্যে রয়েছেন ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি করোনাযোদ্ধা। এর পর জুলাইয়ের মধ্যে কী ভাবে ২৭ কোটিকে টিকাকরণের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরমধ্যেই টাকা দিয়ে টিকা কেনা যাবে কিন্তু তা কিভাবে তা আর জানতে পারলাম না । ওদের স্বাস্থ্য মন্ত্রী গুজব না ছড়াতে আদেশ দিয়েছেন কিন্তু সুই না ঢুকিয়ে টিকার গুজব ইতিমধ্যেই ছড়িয়ে গেছে । আমার মনে হয়েছে গোটা বিষয়টাতে সমন্বয়ের বড্ড অভাব ছিল ।
লন্ডন – আমেরিকা এসব নাটক ফাটক না করেই ডাইরেক্ট সুই ঢুকিয়েছে । আমার কেন জানি মনে হচ্ছে টিকার সাপ্লাই আসেনি তাই এসব ভড়ং ।
যাইহোক জোরে বলুন জয় মা টিকা !!
০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯
শাহ আজিজ বলেছেন: আগামিকালের দরকার নেই গতকাল থেকেই দেখতে শুরু করেছে ।
২| ০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
মোদী ভারতকে পেছনে নিয়ে গেছে।
০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০
শাহ আজিজ বলেছেন: আমি দেখছি এই লোকটি ঠিক কি করতে চায় ?
৩| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
ভারতের এই পশ্চাদমুখী যাত্রা কিন্তু বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও ভুটানের জন্য খারাপ সংবাদ।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৩
শাহ আজিজ বলেছেন: হুম , একদিক দিয়ে আপনি রাইট , আবার আমরা যদি ঘুরে দাড়াই তাহলে ৫থেকে ১০ বছরে আমরা উন্নতি করতে পারব । আগে তারকাটার বেড়া মজবুত করে দিতে হবে ।
৪| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: আমি দেখছি এই লোকটি ঠিক কি করতে চায় ?
চা দোকানদারের কিন্তু বিরাট ইকোনমিক প্ল্যান ছিলো; সেটা থেকে সে বিচ্যুত হয়ে, ধর্মীয় ক্রেজে চলে গেছে; মাথায় আবার চা-দোকান ঢুকে গেছে।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০
শাহ আজিজ বলেছেন:
আসলে সে হিন্দুত্তবাদি রাষ্ট্র গঠনে মগ্ন । পাকিস্তান গঠন করে ফেলেছে । বাংলাদেশ ট্রাই করছে কিন্তু এই ব্লগ তা আগেই অর্জন করে ফেলেছে ।
৫| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০
নেওয়াজ আলি বলেছেন: চিৎকার দিয়ে বললাম জয় করোনা টিকা। আমাদের কি হবে
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:০৪
শাহ আজিজ বলেছেন: হবে না , গ্রামার আছে তো ?
৬| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৯
সোহানী বলেছেন: হাহাহা..... ভারত বলে কথা। কত রঙ্গ দেখবো মোদীর দুনিয়ায়...
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৪
শাহ আজিজ বলেছেন: খুব মুশকিল হবে ৭০+ পারসেনট সাকসেস নিয়ে । একজন ভারতীয় উচুপদের কেউ বলছিল এটা কদ্দিন নিরাপত্তা দেবে তা কিন্তু কেউ বলছে না , কাজেই নিশ্চিত নই আমরা কিছুতেই ।
৭| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৭
আকন বিডি বলেছেন: view this link
শুধু ভারতেরই দোষ তাই না্?
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:১০
শাহ আজিজ বলেছেন: দোষ তো দেইনি , যা জানছি তাই লিখলাম । আমাদেরও ওই টিকা নিতে হবে ।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:১১
শাহ আজিজ বলেছেন: রাশিয়ানরা এই নিউজ করেছে । ওদের টিকাও বাজার পেতে হবে ।
৮| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:১৪
আকন বিডি বলেছেন: স্যার একটু রসিকতা করলাম।আর আপনিও সিরিয়াস।
যাই হোক। টিকা না নেওয়াই মনে হয় ভালো। যে অবস্থা ব্যবসার জন্য টিকা তৈরি করতে কত কিছু হাইড করে না জানি আনা হয়েছে। এদিকে অফিস থেকে লিস্ট চাইছে টিকা নেওয়ার জন্য।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০
শাহ আজিজ বলেছেন: ফাইজার , মডার্না এরা বিশ্বস্ত । এদের টিকা নেওয়া যায় । বাকিদের নৈতিক মান উন্নত নয় ।
৯| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মোদী ভোটের রাজনিতি করে।তার মাথায় একটাই চিন্তা কিসে দুট ভোট বেশি পাওয়া যাবে।এই জন্য যা যা প্রয়োজন সবকিছুই সে করতে রাজি।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫১
শাহ আজিজ বলেছেন: তাইই মনে হচ্ছে ।
১০| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১:০৭
রানার ব্লগ বলেছেন: আমরা উপমহাদেশীয়রা নাটক না করে কোন কাজই করতে পারি না।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: হিন্দি মুভি দেখে দেখে এই অবস্থা ।
১১| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৫০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এরা সবকিছুতেই নাটকীয়তা করতে করতে গোটা সিস্টেমের বারোটা বাজিয়ে ছেড়েছে। আর বেকুব মোদিসমর্থকরা এই এই ফালতু নাটকীয়তায় চরম আত্মতৃপ্তির ঢেকুর তুলে। এদের মুভিতে হিরোরা নাটকীয়ভাবে শত্রুদের মেরে খান খান করে ফেলে, আর বাস্তবে চীনের মতো একলা চলো এক দেশের সাথেও টক্কর দেয়ার সামর্থ এই অপদার্থ মোদির নেই। শুত্রু দেশ থেকে বাঁচার জন্য ট্রাম্প বাবাজির শরণাপন্ন হয়ে অমুক প্রতিরক্ষা চুক্তি তমুক প্রতিরক্ষা চুক্তি করে এই অপদার্থ ।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬
শাহ আজিজ বলেছেন: কৃষকরা এখন দিল্লি শহরের কেন্দ্রের দিকে এগুবে বলে ঘোষণা দিয়েছে ।
আমরা দেখব ইংল্যান্ডে কারা ৭০% আস্ত্রাজেনেকা টিকা নেয় ।
১২| ০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০
জুন বলেছেন: শেষ পর্যন্ত এই ভারতীয় টিকাই আমাদের কপালে
০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
শাহ আজিজ বলেছেন: তাই মনে হচ্ছে , তয় ল্যাংড়া মাইয়ার নাম থুইছে কোভিশিলড ।
এই টিকা নিয়ে খোদ ভারতেই কেওয়াজ হবে ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭
উলডুমা কেরামত বলেছেন: What India tells today, the rest of the world will see it tomorrow.