নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সৌরভ গাঙ্গুলির হার্ট ব্লকেজ এবং -------------

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৭



গেলো তিনদিন ধরেই ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বুকে ব্যাথা , হাসপাতাল , স্টেনট , সার্জন দেবী শেঠী এসব নিয়েই মৃদু উত্তেজনা ছিল । আজ দেবী বেঙ্গালুরু থেকে নিজের জেটে কলকাতা এসে উডল্যান্ডে সৌরভকে দেখলেন , অন্য ডাক্তারদের সাথে আলাপ সালাপ করার পরে সৌরভকে ছুটি দিলেন । সৌরভের তিনটি ব্লকেজ আছে হার্টে । একটিতে তাৎক্ষনিক একটি স্টেনট বসিয়ে তারা অপেক্ষা করছিলেন দেবী শেঠী কি বাইপাসের উপদেশ দেবেন না অন্য কিছু করবেন । নাহ অন্য দুটিতেও স্টেনট বসবে তবে তা কিছুকাল পরে । সৌরভ হাল্কা ধরনের সব কিছুই করতে পারবেন ।

শনিবার সকালে নিজ বাড়িতে শরীরচর্চার সময় সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞানও হয়ে যান। এর পর তাকে নেয়া হয় কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে। সেখানে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তাকে পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। এর পরেই শনিবার একটিতে স্টেন্ট লাগানো হয়।

ভাল থেকো গাঙ্গুলি বাবু ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



এই ঘটনার পর, খেলোয়াড়দের হার্টে ব্লকেজ হয় কেন, কোন ব্যাখ্যা পাওয়া গেছে?

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: না , এমন কিছু পাওয়া যায়নি । এখন যারা পানীয় পান করেননা তাদেরও ক্রিটিক্যাল ব্লক পাওয়া যাচ্ছে । হাই ব্রিড খাবার এর কারন হতে পারে তাছাড়া মাখন, পনিরকেও বিশ্বাস নেই ।

২| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আমাকে দুধের বদলে পনির খেতে হচ্ছে, চিন্তার বিষয়!

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: কেন ল্যাকটোস সমস্যা ?

আমি স্বল্প ননিযুক্ত দুধ জ্বাল দিয়ে তারপর খাই ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



বয়সের সাথে হঠাৎ ভয়ংকর ল্যাকটোস সমস্যা, শরীরে ক্যালসিয়াম সমস্যা হওয়ার পথে।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: হুম আমি জায়গা মত হাত দিয়েছি । ডাক্তারকে বলুন বিষয়টি । আমাকে সরহীন দুধ খেতে বলেছে , এটা প্যানিক অ্যাটাকের পর ডাক্তার দিলেন , এখন ভাল আছি ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার বাইপাস সার্জারী উনিই করেন ২০০১। তখন হসপিটালটির যাত্রা শুরু।
গাঙ্গুলিতো মোটামুটি একটিভ ছিল,তার পরও রক্ষানাই।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: হুম , তাই ? এখন কেমন আছেন ?

৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: আজিজ ভাই, কিছু মনে না করলে বলি, সৌরভের সাথে আমাদের আত্মিক সম্পর্ক ক্রিকেটের কারনেই।। তার "রাজনীতি" নিয়ে নয়।কেমন আছেন।।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১১

শাহ আজিজ বলেছেন: আমারও তেমনি , আমি জানিইনা যে সে রাজনীতি করে !! উপমহাদেশীয় রাজনীতি এখন কোঠে পে বয়েঠ থে হ্যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.