নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ক্যাপিটল হিল - ছবি ব্লগ

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০




ছবি ন্যান্সি কানিংহ্যামের সৌজন্যে ।
ক্যাপিটল হিলের ভেতরে ও বাইরে গতকালের ওয়াক ইন এর সময় ।

























































মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



মেয়েটাকে কোন ইডিয়ট পুলিশ গুলি করলো, কেন করলো, এটা পরিস্কার নয়; মেয়েটা অন্যদের সাথে ভবনে প্রবেশ করেছিলো মাত্র।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: কে দেবে সাক্ষী ? এয়ারফোরস ভেটেরান বলা হচ্ছে । নাম ধাম দিয়েছে । ক্যালিফ থেকে এসেছিল ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



মেয়েটা বেকুবী করেছে, এই সময় ভবনে প্রবেশ করা খুবই রিস্কি ছিলো, আমি পুরোটা রিয়েল-টাইমে দেখছি।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: হুম, বড় ভুল ছিল । বাকি তিনজনের বিস্তারিত পাইনি ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ফাঁসির মঞ্চ কি গনতন্ত্রের জন্য?

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪০

শাহ আজিজ বলেছেন: মনে হয় কাউরে টার্গেট করছিল ধইরা ফাসি দিব ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: এসব ন্যাক্কারজনক ঘটনা দীর্ঘদিন ধরে আমেরিকানদের লজ্জা দেবে। এমন অসভ্য গোঁয়ার্তুমি প্রবল প্রতাপশালী একটা দেশের ভাবমূর্তি তৃ্তীয় বিশ্বের দেশগুলোর সমপর্যায়ে নামিয়ে এনেছে।
সুখের কথা, গোঁয়ার হিরো ইতোমধ্যে যিরো তে পর্যবসিত হয়েছে।
নিহত মহিলার পরিবারের জন্য সমবেদনা। তিনি নিশ্চয়ই নিরস্ত্র ছিলেন। তাকে হত্যা করা উচিত হয়নি।
পুটিন এবং শি জিনপিং এর নীরবতা লক্ষ্যনীয়।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২

শাহ আজিজ বলেছেন: সবাই নিরস্ত্র ছিল । পুলিশ ছিল মাত্র কজন । চার ঘণ্টায় মুক্ত হিল । মোট চারজন মারা গেছে ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



পার্লামেন্ট দখল করাটা সঠিক ছিলো; সমস্যা হলো , তারা ভুল নেতার পেছনে ছিলো; তারা সহজেই প্রবেশ করতে পেরেছে, অকারণে কিছু মানুষ পুলিশকে ধাওয়া করে, নিজেরা আহত হয়ে, পড়ে গিয়ে প্রাণ হারায়েছে।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৬

শাহ আজিজ বলেছেন: অ্যাডভেঞ্চারের মুল্য দিতে হল জীবন দিয়ে । ভবিষ্যৎ নেতারা সতর্ক থাকবেন সামনের ফাসির মঞ্চ দেখে । আমরা অগো তারকাটা বেড়ার উপদেষ্টা হইতে পারি ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৩

মেহেদি_হাসান. বলেছেন: এরা নাকি সভ্য!
তবে মেয়েটার জন্য খারাপ লাগছে

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: হুম এবার ক্লিয়ার হইল মাদারিপুর - শরিয়তপুর আমেরিকায়ও আছে - মেজাজ গরম পাবলিক ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


@মেহেদি_হাসান.,
আপনি বলেছেন, " এরা নাকি সভ্য! "

-এরা যদি সভ্য না হতো, এই ঘটনা বাংলাদেশ, রাশিয়া, চীন বা ইরানে ঘটলে, রং-গংগা বয়ে যেতো; আপনারা মুখস্হ বাক্য লেখেন!

৮| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৭

রুদ্র নাহিদ বলেছেন: পলিটিক্সের থেকে মন উঠে গেছে অনেক আগে। তাই জানতে চাইছে এমন আক্রমণের উদ্দেশ্য টা কি ছিলো?

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫১

শাহ আজিজ বলেছেন: দেখুন ট্র্যাম্প নন পলিটিক্যাল ম্যান । বিলিওনিয়ার , ভেবেছে তৃতীয় বিশ্বের মত টেকা খরচ করে টিকে যাব গায়ের জোরে । যা কিছু ঘটেছে ট্র্যাম্পের জন্য , তার স্পষ্ট উস্কানিতে । ২০ তারিখের পর আরও কাহিনী বের হবে ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

আমি সাজিদ বলেছেন: আমেরিকার গনতান্ত্রিক ব্যবস্থার দিকে নজর থাকবে আরও কয়েক মাস। দেখি ওরা কিভাবে সমাধান বের করে নিয়ে আসে। আমার মনে হয় ওরা পারবে কারন আজকে মাইক পেন্সও বলেছে, যারা হামলা করেছে তারা জেতেনি। ভাইস প্রেসিডেন্টের এমন কথা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আমেরিকার এই ঘটনা নিয়ে আমাদের উল্লাসের কিছু নেই। ওরা সমাধান করবে। আমরা সমস্যাই ধরতে পারি না।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১২

শাহ আজিজ বলেছেন: আমেরিকার গনতান্ত্রিক ব্যবস্থার দিকে নজর থাকবে আরও কয়েক মাস

সহমত

১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪৩

কবিতা ক্থ্য বলেছেন: ট্রাম্প মোদির কাছে শিখেছে- রাজনীতিতে পলিটিক্স খেলা।
খেলা হবে- খেলা।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৬

শাহ আজিজ বলেছেন: ভালই শিখিয়েছে , কতৃত্ববাদী শাসন । গত দুদশকে অনেকেই ঝরে পড়েছে এই ত্রাসপূর্ণ শাসন কায়েম করতে গিয়ে ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪

জাহিদ হাসান বলেছেন:





০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.