নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ সুবহাআনাতায়ালা দুনিয়ায় মানে আমাদের দেশে দোষ চাপানোর জন্য চমৎকার দুটি পন্থা দিয়েছেন -
ছেলেরা তার স্ত্রীর ওপর দোষ চাপাবে আর লীগ চাপাবে বি এন পি - জামাতের উপর ।
বিষয় কি তা আসল ব্যাপার নয় চাপ দেবার জন্য দুইটা বাটন পয়দা করেছেন , আমিন না বলে যাবেন না ।
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৮
শাহ আজিজ বলেছেন: হুম , ধন্যবাদ ।
২| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
পোষ্টটা পোষ্টের মতো হয়নি।
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯
শাহ আজিজ বলেছেন: মনে হল একটা পোস্ট দিই , শরীর ভাল না নিউরো সমস্যা চলছে । আল কায়দা তৈরি করছি ।
৩| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: তাছাড়া আমাদের ৩ নাম্বার হাত আছে -
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২০
শাহ আজিজ বলেছেন: কি সেই তিন নম্বর ?
৪| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৮
সোহানী বলেছেন: হাহাহা....... নিজের ব্যার্থতা ঢাকার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়।
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২০
শাহ আজিজ বলেছেন: বরাবর দেখে আসছি
৫| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: বাঙ্গালীর ৩ নাম্বার হাত অজুহাত
১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৮
শাহ আজিজ বলেছেন: হুম তাতো আছেই
৬| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমিন বাটন খুঁজে পাচ্ছি না।
১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৭
শাহ আজিজ বলেছেন: ওই বাটন নিজের জিহবায়
৭| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: ব্যাপক মজার। আসলেই ঠিক। আওয়ামী লীগের কাছে দোষ (চাপানোর) বাটন দুইটা ( এক- বিএনপি+ দুই - জামাত)। আবার ছেলেরা (বিবাহিত) ও বাটন পেয়েছে দুইটা দোষ ( চাপানোর) জন্যে। কি ব্যাপোক মিল।দুই জায়গায় ই বিরোধী পক্ষ দূব'ল।নিজেদের ক্ষমতা দেকানোর জন্য উভয়ের জন্য একদম সঠিক পছন্দ।
১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৯
শাহ আজিজ বলেছেন: বিরোধী দলবিহীন লীগ মহা বেকায়দায় । নিজেরা নিজেরা লাইগা যাইতাছে ।
৮| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১১
নেওয়াজ আলি বলেছেন: আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের উপর দোষ ছাপায়। নোয়াখালি বসুরহাটে আবদুল কাদের আর ঢাকায় সাইদ খোকন। হালুয়া খেতে না পারলেই ঘেউ ঘেউ
১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২০
শাহ আজিজ বলেছেন: দেখতেছি মজা , তাপস - খোকন তো তুঙ্গে
৯| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১৪
রামিসা রোজা বলেছেন:
ঠিক ঠিক এটাই যেনো নিয়ম ।
১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২১
শাহ আজিজ বলেছেন: এইটাই এখন কার নিয়ম
১০| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১৮
কবিতা ক্থ্য বলেছেন: ভাই আপনার ইমেইল আইডি কি?
১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৭
শাহ আজিজ বলেছেন: [email protected]
১১| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এইডা বাঙালিগো পলিটিক্সের ভেতর হান্দাই থাকা আরেকটা পলিটিক্স!
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৮
শাহ আজিজ বলেছেন: রাজনীতির মধ্যে পলিটিক্স
১২| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্তরের অন্তঃস্থল, বহিঃস্থল, সর্বস্থল থেকে হগলের জন্যই শুভেচ্ছা রহিল। সুখে থাকুন।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৬
শাহ আজিজ বলেছেন:
১৩| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৭
কালো যাদুকর বলেছেন: একমত ।
শুধু তাই না, ধরেন একটা আড্ডা হচ্ছে, আপনি কোন একটা কথা বললেন যেটা দেশের উন্ণয়ন বিষয়ক। কিন্তু সাথে সাথে সবাই আপনার পিঠে একটা বড় লীগের সীল লাগিয়ে দেবে। ধরেন, আপনি হয়ত, একটা ধর্মের পক্ষে কোন সঠিক কথা বললেন, সাথে সাথে আপনার মোল্লা উপাধি জুটবে। আই কেন গো অন এন্ড অন। এরকম তালিকা অনেক বড়।
জাতী হিসেবে আমরা পরের দোষ খুজে পেতে খুব পটু, তবে নিজের দোষ আমরা কখোনোই খুজে পাইনা।
ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩০
শাহ আজিজ বলেছেন: তাত্ত্বিক হওয়ার থেকে আর্থিক দিকে মনযোগী হতে হবে । তাতে কৌশল আসবে টাকাও আসবে এবং নিজের কর্ম কৌশল বাড়িয়ে নিতে একটা ইচ্ছা জাগবে ।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
আসলে, বিএনপি-জামাত ও আওয়ামী লীগের লোকেরা এত বেশী ক্রিমিন্যাল যে, ওরা জানে, ওরা যেই দোষ চাপাক না কেন, উহাতে ভুল থাকার সম্ভাবনা নেই