নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জী গেছে , তল্পি তল্পা গুটাইয়া বিবিরে বগলদাবা কইরা হেলিকপ্টারে উঠল । ভাবসাব সেই প্রেসিডেন্টের মতই আছে । অগো জাতিসত্তায় মাস্ক কি জিনিষ বুজে না । যারা অ্যান্ডরু বেইজে আসছিল একজনের মুখেও মাস্ক নাই , তারপর সবার গালে গাল ঠেকাইয়া উম্মা দিল । করোনা কিং একরাইতেই ভাল হইয়া হাসপাতাল ছাইড়া বাসায় । মন্দ লোকে কয় সে হেফাজতের পানি পড়া পকেটে রাখছিল । সেইটা খাইয়া ভাল হইছে। রুহানিরে থ্রেট দিছিল সুলাইমানির মত খাইয়া ফালামু । রুহানি কইল খাইলি না ক্যান ? নবাব কইল তুই টয়লেটে লুকাইলি ক্যান ।
যাক ফ্লোরিডা গেলে আর খটাশ কইরা সালিউট শেষ । এখন নিজের চা নিজেই খাইতে হইব বানাইয়া । কি দুঃখ রে বাবা । একটা সাইনবোর্ড লাগাইও বাড়ির সামনে “ ইলেকশনে ক্যাচাল করার জন্য ভাড়া খাটি “ ।
তরে কাচ্চা খাইয়া ফালাইতাম ------
যা-- নেক্সট বারে খাইছ --- এখুন গুসল কর গিদড় --
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১
শাহ আজিজ বলেছেন: প্লেনে ওঠার পর ও আর প্রেসিডেন্ট না ----তাই লিখলাম ।
২| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: পুরোটা সময় বেশ বিনোদন দিয়ে গেল। তাকে মনে পড়বে অনেক।তার অভাব অনুভব করবো।
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: দেখেন হলিউড ভাড়ায় নেয় কিনা । এতো মনোযোগ দিয়া দেখি নাই এইসব ব্যাপার আগে ------
৩| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১
আমি সাজিদ বলেছেন: হেহেহে। মজা পেলাম।
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: মজা দেওয়া নেওয়ার জন্য এই পোস্ট
৪| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪
আমি সাজিদ বলেছেন: আরেকটু হইলে বসায় দিসিল সব। এমনদিনে পোপের সাথে ট্রাম্পের আঙ্গুলের মশকারিটা মনে পড়ছে।
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: আমেরিকার সবচে কৌতুকময় প্রেসিডেন্ট
৫| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৩
জুন বলেছেন: এন্ড্রুজ বেজের ঘাটিতে রাজপুত্তুর তার বিদায়ী ভাষনে বলছে i will be back
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৯
শাহ আজিজ বলেছেন: শুনছি , পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় । এক হালার পুতেও মাস্ক পরে নাই
৬| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৬
শায়মা বলেছেন: জুন আপু বুড়া মানুষ কি রাজপুত্তর হয়?
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: আদরে আদরে হয় ------- রাজবুইড়া
৭| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
আমেরিকাকে ভয়ংকর অবস্হায় রেখে গেছে; বাইডেন ইহা ফিক্স করতে পারবে কিনা সন্দেহ আছে।
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: মনে হয় তেমন কিছু হবেনা , ঠাণ্ডা হইয়া যাইব ।
৮| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৩
জুন বলেছেন: @ শায়মা
ক্যান রানী এলিজাবেথ এর বড় ছেলে সিংহাসনের উত্তরাধিকারি প্রিন্স চার্লস ৭০ বচ্ছর বয়সে এখনো রাজপুত্তুর
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৬
শাহ আজিজ বলেছেন: আল্লা মনে নাই হেথের কতা
৯| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪২
জুন বলেছেন: এইমাত্র লেডি গাগা গান গাইলো কিন্ত তার মুখে মাস্ক ছিল না দেখলাম
২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৬
শাহ আজিজ বলেছেন: দেখলাম , গাইছে ভাল । বাইদেনের মুখে এখন মাস্ক নাই -------------------
১০| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০৫
শায়মা বলেছেন: হাহাহা রাজবুইড়াই ভালো খেতাব @ জুন আপু আর শাহ আজিজভাইয়া.......
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৬
শাহ আজিজ বলেছেন: ঘুমাইয়া উঠলাম । ধন্যবাদ ।
১১| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবাই যখন কালো মাস্ক পড়েছিল আইএস এর মতো লাগছিল।মহিলারা কালো গাউন পরলে ষোল কলা পুর্ন হতো।
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৭
শাহ আজিজ বলেছেন: মাস্কের বিচিত্র পসরা
১২| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৯
এম. হাবীব বলেছেন: নবাবদাদা ব্যাপক বিনোদন; পিছিয়েছে আমেরিকাও দাদার মতন...
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৭
শাহ আজিজ বলেছেন: হা হা হা
১৩| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪৮
নেওয়াজ আলি বলেছেন: সে নতুন রাজনৈতিক দল গঠন করবে অতএব দেখা যাক।
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: হাঙ্গামা পার্টি গঠন করব ।
১৪| ২১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৪৭
সোহানী বলেছেন: বিদেয় হইছে এইটাই আসল কথা। এরপর যেন তারে দৈাড়ের উপর রাথে বিভিন্ন কেইসে ফেইসে সেই আশায় বইসা আছি!!!
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: আমেরিকায় এক্স প্রেসিডেন্টদের বিরুদ্ধে মামলা করা যায় ?
১৫| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭
কামরুননাহার কলি বলেছেন: নবাব জাদারে হেলিকাপ্টার না হাটাইয়া পাঠানো উচিত ছিলো।
২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩
শাহ আজিজ বলেছেন: হুম , তাই সঠিক ছিল ।
১৬| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬
সামিয়া বলেছেন: হাহাহাহাহাহা মজার ছিল
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০০
শাহ আজিজ বলেছেন:
১৭| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পুরো পৃথিবীটাকে অস্থির করে রেখেছিল।
২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন: ইতর একটা
১৮| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: পোষ্টের চেযে মন্তব্য পড়ে বেশী হাসলাম
২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬
শাহ আজিজ বলেছেন: সবাই যে খুব বিরক্ত ছিল তা মন্তব্য দেখে বোঝা যায় ।
১৯| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হেহেহে, মনে হচ্ছে আরও এপিসোড আছে।
হালায় বজ্জাত হলেও একই প্রজাতির বাকিগুলার জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে!
২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
শাহ আজিজ বলেছেন: হ্যা , ও রুপকথার গল্প হয়ে থাকবে ।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া এই শিরোনাম যদি নবাবজাদা দেখে তো খবর আছে....... হাহাহাহাহাহাহা