নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহন ছবি ব্লগ

২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৭





ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ৪৬ তম
প্রেসিডেন্ট হিসাবে জোসেফ রবিনেট "জো" বাইডেন
শপথ নিলেন ঢাকা সময় কাল রাতে । খুব উৎকণ্ঠা আর উদ্বেগের
মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে বাইডেন - কমলা শপথ গ্রহন অনুষ্ঠান শেষ হল ।
এবারি প্রথম কোন প্রেসিডেন্ট নির্বাচন ও চেয়ারে আসীন হওয়া পর্যন্ত আমি একনাগাড়ে
সময় দিয়েছি । শুভ হোক বাইডেন ও মারকিনিদের পথচলা ।



















মার্কিন























ছবি - নিউ ইয়র্ক টাইমস

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

আমি সাজিদ বলেছেন: অনেক কষ্টে সন্তান লাভের পর পিতা-মাতা বলে না যে, অনেক কষ্টে পাওয়া আদরের সন্তান? বাইডেন তেমন অনেক কষ্টে পাওয়া ভিনদেশী প্রেসিডেন্ট। চাঁদগাজী সাহেব রীতিমত ট্রাম্পের সাথে যুদ্ধ করেছেন৷ আপনি নিয়মিত পোস্ট দিয়েছেন সাথে অন্য সহব্লগাররাও।

আমাদের বাইডেন যেন থাকে দুধে ভাতে।

২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১

শাহ আজিজ বলেছেন: আমরা দুর্বলের পক্ষে থাকি ।

২| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: নানা ঘটনা - দূর্ঘটনার জন্ম দিয়ে অবশেষে বিদায় নিলেন ট্রাম্প। তার জন্য বিদায়ী শুভেচছা এবং স্বাগতম বাইডেন।

২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ট্রাম্প সাহেবের একটা ছবি এখানে দেয়া যেতে পারতো।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭

শাহ আজিজ বলেছেন: ছিঃ , ভণ্ডুল হয়ে যেত

৪| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

ঢাবিয়ান বলেছেন: এইসব দেখলে দীর্ঘশ্বাশ বেরিয়ে আসে নিজের হতভাগ্য দেশটার কথা মনে হয়ে।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২

শাহ আজিজ বলেছেন: হুম , আমাগো কপালে ভুয়া সেরিমনি ছাড়া আর কিছুই নাই , গাগার পাশে মমতাজ B-)) :P

৫| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



বাইডেন গতকাল বেশী বেশী এক্সেকিউটিভ অর্ডার সাইন করে ফেলেছেন, বেশী ইমোশানেল কাজ হয়ে গেছে।

২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

শাহ আজিজ বলেছেন: মাঝ রাইতে কি যেন দেখাইতেছিল , হোম ওয়ার্ক মনে হয় । পি সি বন্ধ কইরা ভাঙ্গা ঘুম জোড়া লাগাইছি হে হে হে :-P

৬| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

Congratulations Mr President!

২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০

শাহ আজিজ বলেছেন: ওর টুইট আছে

৭| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: কালো মেয়ের কাব্যটি ভাল লেগেছে। শুভ চিন্তার সোনালী ফসল!

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: আমি শুনিনি , আমি দেখছিলাম কিছু ঘটে যায় কিনা । টেনশন ---------

৮| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৫

কলাবাগান১ বলেছেন: "কালো মেয়ে" !!!!!!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: কালা রে ধলা কইব নাকি ????????

৯| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৯

নেওয়াজ আলি বলেছেন: ২২বছর বয়সী কৃষ্ণাঙ্গ কবি আম্যান্ড সবচেয়ে বেশী আলোচিত হয়েছে কবিতা পাঠ করে।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: হ্যা দেখি ওর অনুবাদ বেরুল কিনা ।

১০| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৪

কলাবাগান১ বলেছেন: কোন ধলা মেয়ে এই কবিতা পড়লে, তখন কি বলতেন যে ধলা মেয়ের কবিতা টা ভাল লেগেছে?

এই "কালো মেয়ে" নিজের যোগ্যতায় হার্ভাড বিশ্ববিদ্যালয়তে পড়ালেখা করছে

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: আমি কিন্তু কিছুই কই নাই , খায়রুল আহসান কইছে , সে বর্ণবাদীর চরিত্র ধারন করছে ।

১১| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবিতে সকল ঘটনাই ধরে রেখেছেন।এটা একটা প্রসংশনিয় কাজ হয়েছে।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

শাহ আজিজ বলেছেন: পাইলাম তাই শেয়ার করলাম ।

১২| ২২ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫১

কলাবাগান১ বলেছেন: অনুস্ঠানের চেয়ে অনুস্ঠানের tidbits গুলি মনোযোগ আকর্ষন করেছে বেশী...কেন আমন্ত্রিত অনেক মহিলা ইনক্লুডিং কমলা হ্যারিস পার্পল রংয়ের পোশাক পরিধান করেছিলেন, যে বাইবেল ছুয়ে শপথ, তার ইতিহাস, বার্নি সেন্ডার্স এর হাতমোজার 'কাহিনী', সেকেন্ড জ্যান্টেলম্যান এর মেয়ের ডিজাইন করা পোশাক..ইত্যাদি

২২ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: হুম , এসব ইতিহাস জানার বিষয় , লেখেন সময় করে।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০

জুন বলেছেন: আমি বিল ক্লিনটন আর ওবামার শপথ গ্রহন দেখেছিলাম দিন রাত জেগে। ভাবলাম এই করোনা কালে তারা আর কিইবা করবে ! কিন্ত লিভিং রুম এর দিকে যেতেই দেখি লেডি গাগা গান গাইছে মুখে মাস্ক নেই, ভেরি ইন্টারেষ্টিং :``>>

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

শাহ আজিজ বলেছেন: লিপসটীক নষ্ট হবে বলে মাস্ক পরেনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.