নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনজেকশন যে দিচ্ছ ডাক্তার
সুইটা বড্ড মোটা
ভাইরাসগুলো পালিয়ে গেল
ফেলে জিনের ডাটা
এসো এবার পাতো পাছা
দেই ঢুকিয়ে সুই
দরবেশ ব্যাটা মেরে কাছা
গম্ভীর গলায় বলল “কই” ?
গোমূত্র আর গঙ্গা জলের
গুজবটা ছড়িয়েছে অই শালা কই ?
ডাক্তার তুমি কি জনতাকে
ঠিক ঠিক বুঝিয়েছিল ?
এসো ডাক্তার পালিয়েছে সব
এবার তোমার ট্রায়াল হোক
ডাক্তার তার মাস্ক দিয়ে ঢেকে ফেলল পাছা
কাচুমাচু বলল হুজুর
আপনি মুরুব্বী নেবেন্না বেয়াদবি
আপ্নারে থুয়ে কি করে এই মোটা সুই !
আসুন আপনাকে পুশ করি ।।
© শাহ আজিজ ০৭/০১/২০২১
২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১১
শাহ আজিজ বলেছেন: জানুয়ারির ৭ তারিখে যখন ভ্যাক্সিন নিয়ে তুমুল হইচই তখন ঝেড়ে দিলাম । আমি সব সময় লিখি , প্রকাশ নেই ।
২| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯
আমি সাজিদ বলেছেন: ডাক্তারকে আরও গালি দেন৷ ওর পাসায় মোটা সুই দেওয়া উচিত।
২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: গালি দিয়ে লাভ নেই সবার পাছায় ঢুকবে যে --------
৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব জায়গায় দেখলাম হাতে সুই দেয়।এটা আবার কোন দেশের টিকা।
২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১২
শাহ আজিজ বলেছেন: টিকার নাম মোদিজি , পাছাতেই লাগাতে হয়
৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৬
আমি তুমি আমরা বলেছেন: ছবিটা সরিয়ে দিন। লেখা পড়তে এসে কারও পশ্চাতদেশের ছবি দেখাটা খুবই অস্বস্তিকর।
২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৭
শাহ আজিজ বলেছেন: দুঃখিত , পারলাম না
৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৮
এম ডি মুসা বলেছেন: আমি ৪ নং মন্তব্যের সহমত ভাইজান, শ্লীল রক্ষার উৎকৃষ্ট জনার ধর্ম
২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: আহা আমার শ্লীল ।
৬| ২৭ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩২
কবিতা ক্থ্য বলেছেন: ১ম টিকা গ্রহনকারী ব্লগার হিসাবে আপনাকে অভিনন্দন।
(আপনি টিকা নেওয়াার সময় ছবিটা কে তুললো- তাই ভাবছি )
২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৯
শাহ আজিজ বলেছেন: ডি কস্তা নামে একজন নার্স আজ বিকালে প্রথম টিকা নেবেন । আপনার এন্টেনা ঠিক করেন ।
৭| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬
কবিতা ক্থ্য বলেছেন: ক্ষমা চাই ভুলের জন্য। আমি অধম- বুঝটে ভুল করছি।
আর এমন হবেনা আজিজ ভাই।
২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩
শাহ আজিজ বলেছেন:
৮| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৬
নেওয়াজ আলি বলেছেন: টিকা দেওয়া শুরু হয়েছে সফল হোক তা
২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: সফল হোক ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
রেগে টেগে গেলেন নাকি পদ্য বের হচ্ছে কেন?