নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দেশের ইতিহাসে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। রুনুর পর আরও চার সরকারি কর্মকর্তাকে উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা হলেন— কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল জোনের ট্রাফিক পুলিশ মো. দিদারুল আলম ও বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
টিকা নিয়ে সারা দেশে একটা টানটান উত্তেজনা ছিল , আজ তার অবসান হল । অনলাইন নিবন্ধন
২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৯
শাহ আজিজ বলেছেন: সময়সীমার ব্যাপারে কোন কথা হচ্ছেনা । পুরো ২০২১ লাগবে ।
২| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৭
আখেনাটেন বলেছেন: রিজভি সাহেবরা যেভাবে মুরগীর টিকা, ছাগলের টিকা নিয়ে যেভাবে টিকড়ামী শুরু করেছেন, মানুষ তো বিভ্রান্ত হয়ে গেছে....। যাহোক এখন ভালোই ভালোই টিকা দিতে পারলেই হয়।
কিন্তু সমস্যা অন্যখানে গতকালের সিএনবিসি নিউজে দেখলাম....৬৫ বছরের উপরের লোকজনের জন্য এই টিকা নাকি মাত্র ৮ শতাংশ কার্যকর।
২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
শাহ আজিজ বলেছেন: রিজভিদের কোয়ালিটি অনুযায়ী অই পদে বসানো হইছে , যারা বসায়া রাখছে তারাও ভেড়া ।
ডাক্তারদের নতুন একটা মহাকাশ ড্রেস আসছে , আমি অই একটা কিনুম কারন আমিও নো লেভেলে ।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭
আমি সাজিদ বলেছেন: নেপালও আজ শুরু করলো। আমার এক নেপালিজ কলিগ শেয়ার করলো।
২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
শাহ আজিজ বলেছেন: শুভারম্ভ
৪| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৯
আমি সাজিদ বলেছেন: কেন আমাদের বিরোধীদল আজীবন তৃতীয় সারির দল থাকবে তার প্রমান তারা দিল। মানুষকে ভ্যাক্সিন নিয়ে আশ্বস্ত না করে ওরা উস্কে দিচ্ছে। অন্তত এই মুহুর্তে ওদের মুখ বন্ধ রাখা উচিত। যাই হোক, এসেছে তো। সরকারকে ধন্যবাদ। এত ভেতরে গেলাম না।
২৭ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
শাহ আজিজ বলেছেন: ছাগল , মুরগি , কাউয়া হচ্ছে গৃহ পালিত জানোয়ার ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একটা সুখবর দিলেন,আগে তো শুরু হোক শেষ হবার চিন্তা পরে।এমনো হতে পারে ফ্লুর টিকার মতো প্রতি বছর দিতে হবে।
আপনার পালা কবে।কোথায় নিবেন ঠিক করেছেন,হাতে নাকি অন্য কোথাও
২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: হাত ছাড়া অন্য কোথাও দিবনা
রেজিঃ করলাম কিন্তু ডাউনলোড হচ্ছে না । যাক নাম্বার পাওয়া গেছে , ডেট পরে জানাইব ।
এটা চলতেই থাকবে গ্যাসের ট্যাবলেটের মত ।
৬| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্ত্রী এমপিরাযে কেনো আগে টিকা নিলেন না সেই বুঝতে পারলাম না।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২০
শাহ আজিজ বলেছেন: হেথেরা ডরাইছে
৭| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
মুড়ির মত পেইন কিলার গেলা আর প্রেসকিপশান বিহীন এন্টিবায়োটিক দেদারসে সেবন করা জাতি আজ ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বড়ই চিন্তিত!
২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫১
শাহ আজিজ বলেছেন: ভাক্সিন মুড়ির মত গেলা যাবে না । তেমন ব্যাপক পার্শ্বপ্রতিক্রিয়া নেই এক দুটি ছাড়া । কেন মানুষগুলো মারা গেল তার বিশদ জানিনা ।
৮| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ২:২৬
নেওয়াজ আলি বলেছেন: সফলতা কামনা করি। সুস্থতা কামনা করি সবার
২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: ইনশাহআল্লাহ
৯| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৮
এমেরিকা বলেছেন: যাদের আগে থেকেই অন্য সমস্যা আছে, তাদের জন্য সামান্য পার্শ্ব প্রতিক্রিয়াই প্রবল হয়ে দেখা দেবে।
২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১২
শাহ আজিজ বলেছেন: হুম
১০| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
সোহানী বলেছেন: যাক্, শুরু হয়েছে। দেখা যাক কি হয়।
২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
শাহ আজিজ বলেছেন: কিছুই হবে না চলতে থাকবে এবং বছরওয়ারি টিকা চালু থাকবে । এবছরের শেষ নাগাদ এতো টিকা বাজারে আসবে যে একটা নিলে আরেকটা ফ্রি অ্যাড চালু হবে ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে কোন টিকার টেষ্ট হয়নি, কিন্তু অনেক অনেক দেশের আগেই টিকা দেয়া শুরু হলো, ভালো।
দেশে মোট কত টিকা লাগবে, সবাইকে দিতে মোট কত সময় লাগতে পারে?