নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

গোসলে কেন এত ফ্রেশ লাগে ????

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭





গোসলে ফ্রেশ কেন লাগে আজতক জানিনা তবে এই শীতে আলসেমি করে গোসল করিনা । ১০/১২ মিনিটে গোসল শেষ রে কুড়ের বাদশা , দ্যাখ কি আরাম । পুকুরে গোসল একরকম , বাথরুমে একরকম মানে ঝর্নার নিচে , বালতি দিয়ে আরেক রকম আর বাথটাবে ভিন্ন রকম । কেন এমন হয় । কেন রোদ্দুরে দাড়িয়ে শরীর ভাপাইতে ভাল লাগে ? কেন চুল ঝাড়ি দিয়া শুকাইতে লাগে ভাল ? সব অ্যাবসট্র্যাক্ট । পাঠক এই পোষ্টটা কমেন্টে ভরে উঠুক আপনার অনুভুতি ।


সব ছবি গুগল মামা

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫১

ভুয়া মফিজ বলেছেন: ছবি তিনে থামছেন দেইখা ভালো লাগলো। নয়তো যেইভাবে আগাইতেছিলেন, চাইরে কই যাইতেন বলা মুশকিল!!! :P

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: চাইরে লুঙ্গি তুইলা আর কি ----------------------------------- :`>

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গোসল করলে সারা শরীর একসাথে পরিস্কার হয়ে যায় ,মনে হয় এই কারনে সতেজ লাগে।শরীর মন চনমনে হয়ে যায়।তবে শীতে পানা পুকুরে গোসল এক কষ্টের অভিজ্ঞতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: ক্যান পানা পুকুর এক বালতি গরম পানি দিয়া ভইরা লইবেন :(

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৪

এম ডি মুসা বলেছেন: আপনার পোস্ট , সামাজিক না, আপনার লেখা কে উন্নত করেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: ঢুকতে কইছে কে এখানে ????

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪২

মুজিব রহমান বলেছেন: রাত আটটার আগে/পরে বাসায় এসে নিত্যরাতে গোসল করতে করতে ক্লান্ত ও শীতার্ত হয়ে পড়েছি। গোছল করছি ও জামাকাপড় ধুচ্ছি ভাইরাসের ভয়ে। এই শীতের রাতগুলোতে গোসল না করলে অন্তত কাঁপতাম না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: হ্যা উচিত , পানি গরম করে নেওয়া যায়না ?

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৬

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আমি শীত থাকলেও যথেষ্ট গোসল করি এইবার মনে হয় দুই দিন করিনি মাত্র!

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি আলসে :((

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৩

শার্লক_ বলেছেন: যত ঠান্ডাই পড়ুক গোসল করতে হবেই, নইলে শীত বেশি লাগে। এমনও হইছে প্রচন্ড শীতে ভোর ৫ টায় বের হইছি গোসল করে আবার ফিরে গোসল।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫০

শাহ আজিজ বলেছেন: শীতের দেশে সন্ধ্যারাতে হট শাওয়ার । কি আরাম বাথ টাবে এক ঘণ্টা , হুইস্কি আর টাইমস হাতে । দেশেও গরম পানি করে করি ডাক্তারের নির্দেশে।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: সারাদিনের উত্তেজনায় যেসব নার্ভ টেন্সড আপ হয়, শীতল জলের পরশে সেসব কিছুটা রিল্যাক্সড হয়। সে জন্যেই নিজেকে গোসলের পর ফ্রেশ মনে হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫১

শাহ আজিজ বলেছেন: আসলে লোমকূপ পরিস্কার হলেই সব ফ্রেস ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রচন্ড শীতের মধ্যে প্রতিদিন গোলস করেই টের পেতাম শরীর চাঙ্গা হয়ে গেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫২

শাহ আজিজ বলেছেন: হু হু হু , আমার শুইনা শীত লাগতেছে ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: @মরুভূমির জলদস্যু,
২০১৯ এর মে মাসে কাশ্মীরের সিন্ধু নদীতে দেখেছিলাম পাহাড় থেকে আসা বরফ গলা জলপ্রবাহে কিছু মানুষ সকাল সকাল এসে কনকনে শীতের বাতাস উপেক্ষা করে গোসল করে "ফ্রেশ হয়ে" চলে যাচ্ছে। আর আমরা একটার উপর একটা গরম কাপড় পরেও শীতে কাঁপছিলাম আর শীত তাড়ানোর জন্য গরম কফি পান করছিলাম।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৪

নেওয়াজ আলি বলেছেন: মধ্যপাের লোক নাকি শীতের দিনে মাসে কিংবা পনর দিনে একবার গোসল করে তাই দামী সুগন্ধি ব্যবহার করে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: ব্রিটিশরা অনেকেই শীতের ৬ মাস গোসল করেনা । তারা প্রচুর পারফিউম ব্যাবহার করে।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬

কলাবাগান১ বলেছেন: প্রচুর বরফ পড়েছে.।তার মাঝেই দুমাইল হাটাহাটি করলাম..বাসায় ফিয়ে গরম পানিতে গোসল..শেষে গরম কফি নিয়ে জানালার পাশে ....

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: আহা ! কই যাই মামু ---------------------------

কফি নিষেধ হয়ে গেছে । :((

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গোসল করলে ফ্রেস লাগে সবসময়ই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭

শাহ আজিজ বলেছেন: খুব ছোট থাকতে জোর করে গোসল করানোটা মহা বিরক্তি ছিল কিন্তু পুকুরে ঝাপাতে আবার খুব মজার ছিল ।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১২

ফয়সাল রকি বলেছেন: কীয়েক্টা অবস্থা!

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮

শাহ আজিজ বলেছেন: অবস্থা জোসেফ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.