নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক সকাল সাড়ে নয়টায় আমার পালা । সবাই সিনিয়র সিটিজেন । চোখে উদ্বেগ , উৎকণ্ঠা । আমার শেষ হল কিন্তু রেস্ট করার জায়গা নেই । দর্শনার্থীদের চেয়ারে বসে আধা ঘণ্টা । সঙ্গী বয়স্ক জনেরা বার বার জিজ্ঞেস করছে কেমন লাগছে , ব্যাথা পাইছিলেন , মাথা ঘুরায় । চুলায় চা , চা খাব ।
টেনশন ? সে একটু থাকবে ।
আপনারা টিকা নিন এবং সুস্থ থাকুন ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজিজ দা
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৮
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: দারুণ কাজ করেছেন। শুভকামনা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০
শাহ আজিজ বলেছেন: আল্লাহ সহায়
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৯
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আপনার সুস্বাস্থ্য কামনা করছি...
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খুব ভালো করেছেন।আপাতত কোবির থেকে নিরাপদ।পরের ডোজ কি একমাস পরে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১
শাহ আজিজ বলেছেন: এক মাস পর । মাস্ক চলতে থাকবে ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
নিয়ে নিবো ইনশাআল্লাহ
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২
শাহ আজিজ বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীর বহু দেশ এখনো টিকা পায় নি
আমাদের পার্শবর্তি থাইল্যান্ড মালয়েশীয়া সহ পৃথিবীর ১৫০টি দেশ এখনো টিকা পায় নি,
আগামী ৬মাস এক বছর লেগে যেতে পারে পেতে।
আপনি সৌভাগ্যবান।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৩
শাহ আজিজ বলেছেন: হ্যা , আল্লাহ আমায় নিরাশ করেননি কখনো ।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১০
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাগ্যবান মানুষ আপনি ভাই।
এখন আপনি আমাদের সাথে শেয়ার করবেন,আপনার টিকা পরবর্তী সুবিধ-অসুবিধা তথা ফলাফল ।আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪
শাহ আজিজ বলেছেন: কোন অসুবিধাই হয়নি । নেওয়ার আগে একটু টেনশন থাকে । একদম ঝাক্কাস ।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
হাসান কালবৈশাখী বলেছেন: আপনি সৌভাগ্যবান। - সহমত পোষন করছি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬
শাহ আজিজ বলেছেন:
ঠেং কু
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬
কবিতা ক্থ্য বলেছেন: টিকা নেওয়ার পর কেমন লাগছে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭
শাহ আজিজ বলেছেন: কিছুই হয়নি যদিও টেনশন ছিল । ভাল আছি ।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬
কবীর হুমায়ূন বলেছেন: আমিও রেজিস্ট্রেশন করেছিলাম। আজ আট ফেব্রুয়ারী তারিখ দিয়েছে। বিকেল তিনটার দিকে যাবো। এক সময় ইনজেকশন নিতে খুবই ভয় করতো। এখন আর করে না। সুস্থ ও সুন্দর থাকুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯
শাহ আজিজ বলেছেন: এইতো একটু পরেই আপনার পালা । নো টেনশন । টিকার পরে আরাম করে বসবেন চেয়ারে ।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩
ফয়সাল রকি বলেছেন: বাহ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৭
ঢাবিয়ান বলেছেন: ভাল করেছেন ভ্যকসিন নিয়ে।
@ হাসান কালবৈশাখি , ভুল ও মিথ্যা তথ্য সরবরাহে আপনার জুড়ি মেলা ভার। মালয়েশিয়ায় অক্সফোর্ড এবং ফাইজার উভয়ের টিকাই আমদানী করছে এবং ভ্যাকসিন কার্যক্রম শুরুও করে দিয়েছে।থাইল্যান্ডো তাই। এশিয়ায় ইন্ডিয়া ছাড়াও সাউথ কোড়িয়াও অক্সফোর্ডের টিকা প্রস্তুত করে বিভিন্ন দেশে রপ্তানি শুরু করছে। স্বাভাবিকভাবেই সাইথ কোড়িয়ারটারই চাহিদা বেশি।আবার চায়নার সিনোভ্যাকও ব্যপকহারে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। তবে অধিকাংশ দেশেই নাগরিকেরা টিকা নিতে কিছুটা অনাগ্রাহী সাইড এফেক্ট এবং টিকার স্বল্প মেয়াদী প্রতিরক্ষার কারনে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান । টিকা এই মুহূর্তে কোথা থেকে কোথায় যাচ্ছে এর ট্রাক করাও মুশকিল ।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ঢাবিয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপ্রুভাল ছাড়া চাইনিজ ফাইনিজ টিকা কোন টিকাই না।
পাবলিক্কে সান্তনা দেয়া মাত্র।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭
শাহ আজিজ বলেছেন: টিকা যাচ্ছে কিন্তু , কিভাবে তা বলতে পারব না ।
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩২
ঢাবিয়ান বলেছেন: টিকার অনুমোদন বিশ্ব সাস্থ্য সংস্থার অনুমোদনের ওপড় নির্ভরশীল নয়। ভ্যকসিন এখন একটি ব্যবসা। যেসব ঔষধ কোম্পানিগুলো ট্রায়াল শেষ করেছে তারা সবাই এখন অনুমোদনের জন্য বিভিন্ন দেশের দারে দারে ঘুরছে। চায়নার সিনোভ্যাক চায়না, ইন্দোনেশিয়া, তুরস্কে ইত্যাদি দেশে অনুমোদন পেয়েছে। কার্যকারীতা অক্সফোর্ডের মতই। এখন পর্যন্ত সবচেয়ে কার্যকরী প্রমানিত হয়েছে ফাইজার এবং মোডের্না। তবে এগুলো সংরক্ষন সব দেশে সম্ভব নয় বলে অন্যান্য ভ্যকসিনগুলোর চাহিদা বেশি।
সিঙ্গাপুরের সরকার দেশের জনগনের জন্য ফ্রি ফাইজারের টিকা দেবার ব্যবস্থা করা সত্ত্বেও বহু চাইনিজ ফাইজারের বদলে সিনোভ্যাকের ব্যপারে আগ্রহী। সিঙ্গাপুরের চাইনিজ জনগোষ্ঠির আবার চায়নাপ্রীতি একটু বেশি। যে কারনে সিঙ্গাপুর স্বাস্থ সংস্থা সিনোভ্যাক অনুমোদনের জন্য চিন্তাভাবনা করছে। খুব শীঘ্রই অনুমোদনের দেয়ার কথা ঘোষনা করেছে।
১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৬
আমি সাজিদ বলেছেন: ২৪ ঘন্টা আর ৪৮ ঘন্টা পর আপডেট দিবেন। কোন সাইড ইফেক্ট আছে কিনা। সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে কেমন সাইড ইফেক্ট দেয় এই টিকা, সেটা জানার একটা ছোট উপলক্ষ হলো আপনাকে কেন্দ্র করে। ভালো থাকুন সুস্থ থাকুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । এখন বিকালে ভাল লাগছে , ঘুমিয়েছি একটু । কোন প্রতিক্রিয়া নেই শরীর নেই । আমার তো মাল্টিপল ডিসিজ যার কারনে ঝুকি ছিল বেশি ।
১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৬
আমি সাজিদ বলেছেন: @হাসান ভাই, চোখের পলকে পলকে মিথ্যে তথ্য দেন কেন ভাই?
১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২
রানার ব্লগ বলেছেন: বেশ কিছুদিন আগের একটা পোস্টে আমি মন্তব্য করেছিলাম করনার আপডেট জানাবেন, টিকা দিলে কন লাগে জানাবেন। আপনি মাইন্ড করেছিলেন, যাইহোক আমি খোলাসা করি নাই। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া জানানর জন্য।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৯
শাহ আজিজ বলেছেন:
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৯
অন্তরন্তর বলেছেন: গুড জব শাহ আজিজ ভাই। আমিও নিলাম শনিবার ইউকে তে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০
শাহ আজিজ বলেছেন: ওয়েল ডান
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪
এমেরিকা বলেছেন: এবার বলুন তো দেখি, লিঙ্গ পরিবর্তনের কোন লক্ষণ কি প্রকাশ পেতে শুরু করেছে? যেমন দাঁড়ি পড়ে যাওয়া, গলার স্বর পালটে যাওয়া, দেহে কমনীয় ভাব চলে আসা ইত্যাদি
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪১
শাহ আজিজ বলেছেন: আরে পড়ব কি বরং গজাইতেছে , বড় হইতাছে
২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২
জুন বলেছেন: ভালো সংবাদ । আমার এক বড় ভাই আর ভাবী নিলেন আজ । তাদের এখন পর্যন্ত কোন সমস্যা দেখা দেয় নি ।
আপনি একটু আপডেট জানাইয়েন ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২
শাহ আজিজ বলেছেন: সন্ধ্যায় একটু জ্বর ভাব , বেশি নয় , লাগছে । অন্য অসুবিধা নেই । ভাল আছি ।
২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
ভালো খবর।
আপনার কি প্রেসার ও সুগার সমস্যা আছে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৪
শাহ আজিজ বলেছেন: আছে । প্রেশার ওষুধ খাচ্ছি , চারবেলা ইন্সুলিন নেই । চারবেলা করার কারন সেফ কিডনি ।
২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৪
কলাবাগান১ বলেছেন: ভ্যাকসিনের আশায় চাতক পাখীর মত বসে আছি আমেরিকায়...প্রায়োরিটি গ্রুপে থাকার পরও আগামী তিন মাসের আগে ভ্যাকসিন পাওয়ার কোন সম্ভাবনা দেখছি না। লাকী ইয়ু...
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: হায় হায় সেকি !!!!!!!!
২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৫
কলাবাগান১ বলেছেন: এলাকা ভিত্তিক টিকা দিচ্ছে, এই এলাকায় প্রায়োরিটি গ্রুপে (1C) আছে ১৭০,০০০ জন কিন্তু সাপ্লাই হচ্ছে সপ্তাহে ১২,০০০। 1C group শেষ না হওয়া পর্যন্ত্য শিক্ষক রা টিকা পাবে না....
বাংলাদেশে টিকা পেয়েও যত অভিযোগ দেখছি, তা দেখে মনে মনে হাসছি...প্রথম আলোর বিরাট মেইন হেডিং টিকা নিতে তিনতালা পর্যন্ত্য হেটে উঠতে হচ্ছে একটা হাসপাতালে....কয়েক হাজার যায়গায় টিকা ডিছ্ছে, একটা হাসপাটালে লিফট নস্ট, তাতেই সাথে সাথে লাল কালিতে বিরাট হেডিং অনলাইনে
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: বেশ দেরি হবে মনে হচ্ছে । আমাকে স্যানিটাইজ ছাড়াই টিকা দিয়েছে , শেষের তুলো দিয়ে মুছে দেয়নি । সরকারি হাসপাতালের নার্সিং চরিত্র কাল দেখলাম ।
২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৩
নতুন বলেছেন: আমি সিনোফ্রেমের ভ্যাকসিন নিয়েছিলাম ১৮ জানুয়ারীতে
টিকার স্হানে সাধারন একটু ব্যাথা ছাড়া কিছুই হয় নাই।
আজ ৮ ফ্রেবুয়ারী ২য় ডোজ নিলাম। এখনো কিছুই সমস্যা অনুভব করছিনা।
সবাইকে বলবো সুযোগ থাকলে ভ্যাকসিন নিন । মনবল বেড়ে যাবে অনেক। মাথা থেকে আক্রান্ত হবার ঝুকির যে একটা চিন্তা সেটা চলে যাবে।
আমি আমার স্ত্রী এবং বন্ধু এবং পরিচিত অনেকেই নিয়েছে এবং কোন সমস্যা হয়নাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: আমার গলা খুশ খুশ , হাল্কা জ্বর , সুইয়ের জায়গায় ব্যাথা , ঘুমহীন রাত - এছাড়া কোন গুরুতর সমস্যা নেই ।
সবার টিকা নেওয়া উচিত ।
২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একটা ইনসুলিন আছে যেটা দেহে ৩২ ঘন্টা কাজ করে।আমার সুগার সমস্যা ২৫ বছরের ইনসুলিন নেই তা প্রায়১৫ বছর।আমারও ৩/৪ বার নিতে হতো।এখন ২৪ ঘন্টা পর একবার।দাম একটু বেশি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: এখানেও আছে , ওই খরচ বেশি---------
২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন ও শুভকামনা। কোন প্রতিক্রিয়া হলে পোষ্ট দিয়ে জানাবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: নাহ তেমন গুরুতর প্রতিক্রিয়া নেই ।
২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩০
রুদ্র আতিক বলেছেন: আমরা যারা সিনিয়র সিটিজেন নই, নই কোন স্বাস্থ্য কর্মী, অথবা কোন সরকারি চাকুরে । তারা মানে আম পাবলিকেরা কি এই টিকা নিতে পারব ?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: খুব শিঘ্রিই ডাক পড়বে । নো টেনশন।
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫১
কালো যাদুকর বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি। ভাল থাকুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫০
কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনাকে। আপনি বুদ্ধিমানের মত কাজ করেছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দিল্লিকা লাড্ডু খাইলেও পস্তাইতে হয় আবার না খাইলেও।
আপনি খাইয়াই পস্তানোর পথ অবলম্বন করিলেন। সুতরাং অভিনন্দন !
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭
শাহ আজিজ বলেছেন:
৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০২
মা.হাসান বলেছেন: অভিনন্দন।
আশা করি নার্সেরা সুন্দরী ছিলো।
আমার কপালে কি আছে কে জানে
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১
শাহ আজিজ বলেছেন: নার্সরা বাটুল ছিল , মাস্ক ঢাকা মুখে কিছুই বোঝা যায়না রে বা জী
৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
মালয়েশিয়া ফাইজার টিকা আমদানীর ব্যাবস্থা করছে সত্য। তবে সীমিত। allowing for its immediate emergency use
তাই ভ্যাকসিন দেয়া শুরুও হয়নি। শুধু সীমিত রেজিষ্ট্রেশন (conditional registration) শুরু হয়েছে।
ফেব্রুয়ারির শেষে আসবে বলা হলেও ৩ মাসেও আসার সম্ভাবনা নেই।
UPDATED) COVID-19 Vaccines in Malaysia
Malaysia has granted conditional registration to Pfizer-BioNTech's COVID-19 vaccine, allowing for its immediate emergency use. According to Malaysian authorities, the first doses of the Pfizer vaccine will be rolled out in late February.
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: ভ্যাক্সিন প্রস্তুতকারিদের ওপর স্বাস্থ্য সংস্থা , দাতা দেশ / প্রতিষ্ঠানের চাপ আছে সমভাবে বণ্টনের । পুরো পৃথিবীকে চালু রাখতে এর বিকল্প নেই । যারা নিয়মিত ব্যাবসায়িক ভ্রমন করেন , ক্রু , ইমিগ্রেশন , কারখানা কর্মী , সেবাদান কর্মী , বিক্রেতা ইত্যাদি এসেনশিয়াল জবে সবখানে ভ্যাক্সিন দিতে হবে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একদিক অচল রেখে আরেকদিক বাচান যাবে না ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।
ফলপ্রসু হোক। ভাল থাকুন।