নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

গোলাপ সজ্জা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭







গোলাপে গোলাপে

সাজাবো


বসন্ত আর ভালবাসা


দিবসের অপরাহ্ণ ,


একাকী নীরবে


কাকতালীয়ভাবে চৈনিক বসন্ত দিবস ,


বাংলা ফাল্গুন আর বসন্ত


এবং ইউরোপীয় ভ্যালেন্টিন দিবস


একই সময়ে পড়েছে ।


পৃথিবীর ৯০ শতাংশ মানুষ


প্রায় একই সময়


ভালবাসায় মগ্ন ।।



শুভ বসন্ত , ভালবাসা দিবস।।











জলরং -Adisorn Pornsirikarn

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমি ভেবেছিলাম ! আপনার নিজের ড্রইং- তবুও বসন্তের শুভেচ্ছা রইল -সাথে ধন্যবাদ সুন্দর ছবি শেয়ার করার জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৮

শাহ আজিজ বলেছেন: আমার মাস্টারিং ভাস্কর্যে । জলরং প্রায় করিই না । ধন্যবাদ ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬

ফয়সাল রকি বলেছেন: আজ গোলাপের দাম চড়া!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৪

শাহ আজিজ বলেছেন: সুবিধা করতে পারছে না , ক্রেতা কম ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭

নেওয়াজ আলি বলেছেন: বসন্তের শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৫

শাহ আজিজ বলেছেন: বাসন্তী শুভেচ্ছা ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনিতো এখন করোনা মুক্ত।তা পুরনো বান্ধবী কার কার সাথে দেখা করলেন।ভালবাসা দিবসে ভালবাসা ঝালিয়ে নেয়ার জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: ভাক্সিন এর পর নাকি ক্রশিয়াল টাইম । ঘরেই আছি ।


কেউ একটা ফোনও দেয়নি । মেয়েকে ফুলের বুকে উপহার দিলাম ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


আমাদের বাসন্তিদিনটি আমাদের কালচারের সাথে মিলে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩২

শাহ আজিজ বলেছেন: হ্যা তাই বটে । অশোক ফুলের দিকে দেখুন , অন্যান্য অসংখ্য ফুল , পাখিদের জেগে , ফাল্গুনের বাতাস একটা মিথ । আমাদের আছে অনেক কিছু কিন্তু দৌড়াই বালির ওপর কাদামাটি ছেড়ে ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬

সোহানী বলেছেন: পৃথিবীর সব আনন্দ বাংলােদেশে :P । অফিস বা রাস্তায় শুকনা মুখে হ্যাপি ভ্যালেইন্টাইস ডে বলা ছাড়া আর কিছুই নাই। আর এইবারতো এ লকডাউনে আরো করুন দশা। আগে তবু একটু আধটু হোম পার্টি হতো এবারতো তাও বাদ। আলমারী থেকে হলুদ/লাল কোন শাড়িই এবার নামাতে হয় নাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

শাহ আজিজ বলেছেন: কাল বিকালে মাত্র এক দুজন হলুদ শাড়িতে দেখলাম । ফুলের দোকান খালি । সবার মন খারাপ জীবন যাপনে দুরাবস্থা নিয়ে । চিটাগং এ সূর্যাস্ত আইন ছিল কাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.