নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

এই হারামজাদা হুজুরের কি শাস্তি হওয়া উচিত ??

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৫

ফেসবুক পেজ থেকে স্নিপ করা ।

নির্মমভাবে মেঝেতে শুইয়ে একটি শিশুকে বেত দিয়ে এক হুজুর পেটাচ্ছে এমন একটি ভিডিও আজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি শিশুকে এভাবে মারা যায় তা শুধু মাদ্রাসাতেই সম্ভব বটে । একটু আগে এক জন পাঠক এই ঠিকানা দিল , সত্যি কিনা জানিনা তবে হাটহাজারি বা চট্টগ্রাম যে এরকম বজ্জাতদের ঘাটি তা বলার অপেক্ষা করে না । হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারের পাশে আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমি নামের মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ওই শিশুকে মঙ্গলবার সন্ধ্যার পর মারধর করা হয় । মাদ্রাসাপড়ুয়া ছেলেকে দেখতে এসেছিলেন মা। বিদায়ের সময় মায়ের পেছন পেছন ছুট দিয়েছিল শিশুটি। সেই ‘অপরাধে’ তাকে বেধড়ক পেটান শিক্ষক। বি ডি নিউজ২৪ ডট কম । মাদ্রাসা শিক্ষককে প্রথমে আটক করা হলেও মা বাবার অনাপত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয় । শিশুটিকে পুলিশ মা বাবার হেফাজতে দিয়েছে । মায়ের ভয় শিক্ষককে সাজা দিলে আমার ছেলে মাদ্রাসায় আর পড়তে পারবে না। অজানা ভিডিও কারিকে ধন্যবাদ ।

আমাদের শুধু ঘৃণা প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই ।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিপাত যাক।
মানবতা মুক্তি পাক!

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: মাদ্রাসা শিক্ষকদের ব্যাবহারবিধি শিক্ষা দেওয়া উচিত কিন্তু কে দেবে ? চারিদিকে একই শংকা বিরাজমান ।

২| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



মাদ্রাসা শিক্ষা ব্যবস্হাকে আপনি শিক্ষা ব্যবস্হা বলে মনে করেন, নাকি সরকার গরীব নাগরিকদের গরীব করে রাখার কারখানা খুলেছে?

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

শাহ আজিজ বলেছেন: চীনের শিক্ষা ব্যাবস্থা অনুসরন করা যেতে পারে।

৩| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকার এ দিকটায় মোটেই নজর দেয় না।তার নজর মোশতাকদের দিকে।

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

শাহ আজিজ বলেছেন: সরকারে বোধসম্পন্ন লোকের বড়ই অভাব ।

৪| ১০ ই মার্চ, ২০২১ রাত ৮:১২

জাহিদ হাসান বলেছেন: বাংলার মোল্লা ওমর বাবু সোনা এবং ওসামা বিন লাদেন মামুইন্না এই বদমাশদের পেছনে আছে। আপনি এদের ছোয়া দিতে পারবেন না। হেফাজত এদের হেফাজত করছে ও করবে।

১০ ই মার্চ, ২০২১ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: হা হা হা , এই মোল্লাদের নিয়ে হাঁটাটা কত বিপজ্জনক তা আফগানিরা টের পাচ্ছে।

৫| ১০ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৩

অক্পটে বলেছেন: সরকার কাকে কাকে ঠিক করবে। মোল্লাদের হাতে রেখেই সরকার চলে।

১০ ই মার্চ, ২০২১ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: এরপর এই যাদের সরকার ঠিক করবে তারাই সরকার উলটাইয়া দিব , নারী নেতৃত্ব হারাম হা হা হা

৬| ১০ ই মার্চ, ২০২১ রাত ৯:৩৬

জগতারন বলেছেন:
হাল জামানার এর ময়লা-না (মৌলানা) সূত্র দিয়েই এই ব্লগ পোষ্টের মন্তব্যঃ

মামুনুল হক-এর কথার কি চিন্তাশীলতা ও প্রজ্ঞা আছে ?
- পৃথিবীব্যাপী কোন মুসলমান দেশে ভার্স্কজ্য নেই (!)
মামুনুল হক বা তার বাপ, কেউ দেখাতে পারবে ?
আর মামুনুল হক দেশের কোন নির্বাচিত নেতা ?
বাংলদেশ কি ইসলামিক আইনগত ভাবে নির্বাচিত প্রজাতন্ত্র না গনপ্রজাতন্ত্র ?
তবে সে কে "বাংলাদেশে ভার্ষ্কজ্য থাকবে না" এ কথা বলার ?
মামুনুল হকের সভায় তার মতো ছাগল ছাড়া আর
কোন আধুনীক শিক্ষায় শিক্ষিত প্রজ্ঞাবান লোক যায় ?
মামুনুল হক যা বলে তা সবই ঐ দাড়ি, টুপি, জোব্বা ও জিব্বার জোরেই বলে।
মামুনুল হক দেখতে কালো গন্ডারের মতো কুৎসিত ও
তার ভাষন কালো কাকের ডাকের মতোই কর্কশ।
মামুনুল হকের মতো ওয়াজি’রা কি দেয় বাংলাদেশের অর্থ জগতে ?
কিচ্ছুইনা, শুধু দেশের জনগনের কঠিন পরিশ্রমের অর্থ নেয়।
লক্ষ করে দেখুন প্রত্যেকটি ওয়াজী কোটী পতি।
দিনের পর দিন বকর বকর করে, একে অপরে নিন্দা, এবং হিংসা করে।

১০ ই মার্চ, ২০২১ রাত ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: =p~ :`> :-P =p~ :`> :-P =p~ :`> :-P =p~ :`> :-P







টিকায় ঝামেলা করেনিতো ?

৭| ১০ ই মার্চ, ২০২১ রাত ৯:৪২

জগতারন বলেছেন:
নাঃ
আল্লাহর রহমাতে কুশলেই আছি।
কোণই পার্শ্ব প্রতিয়া এখনো অনুভব করি না

১০ ই মার্চ, ২০২১ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: গেল পরশু কন্যা নিল স্বাস্থ্য কর্মী কোঠায় । ইঞ্জেকশনের জায়গায় ব্যাথা ছাড়া অন্য সমস্যা নেই ।

৮| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৩১

জগতারন বলেছেন:
আমারও ভ্যাক্সিন পুশ-জায়গায় পরের দিন একটু ব্যাথানুভ হয়েছিল হয়েছিল।
আর কোন সমস্যা হয় নি।
আর আমি ফাইজারের কভিড-১৯ প্রথম ডোজ ভ্যাক্সিন নিয়েছি।
আরও এক ডোজ আর দুই হপ্তা পরে নিতে হবে।
তখন এ ব্যাপারে আমার সমগ্র অভিজ্ঞতা জানা যাবে।

আর আমার ভ্যক্সিন নেওয়ার পরের দিন আমার ছোট্ট ভাইও
ঐ একই ভ্যক্সিন নিয়েছে। তারও আমারই মতো অভিজ্ঞতা।

১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: হুম , আমাদের ২ মাস পরে আবার যেতে হবে । মনে হচ্ছে বাকি জীবন এরকম টিকার লাইনে দাড়াতে হবে ।

৯| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৯

ফাহমিদা বারী বলেছেন: আহারে! পুরোটা দেখতে পারিনি! না জানি মা-বাবার কত কষ্ট লেগেছে! অন্তঃস্তল থেকে ঘৃণা জানাই এমন পাষণ্ডকে। আমি তার শাস্তি দাবী করি।

১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: মা বাবার কষ্ট লাগেনি । ৭ দিনের জেল দিয়েছে হুজুরকে , পত্রিকায় দেখলাম । অন্য হুজুররা উৎসাহ পাবে । আমি লিঙ্ক হারিয়ে ফেলেছি , নাহলে লিঙ্ক দিতাম।

১০| ১০ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৯

জগতারন বলেছেন:
এই ব্লগ পোষ্টে আমার প্রথম মন্তব্যে আমি একটি বাক্যে বলেছিঃ

মামুনুল হক যা বলে তা সবই ঐ দাড়ি, টুপি, জোব্বা ও জিব্বার জোরেই বলে।

এই বাক্যটির ব্যখ্যা;

আমি ও আমাদের দশের বেশির ভাগ মানুষই ইসলাম ধর্মাবম্বি ও ইসলাম ধর্ম পালন করি।
মহান আল্লাহ'কে স্বরন করি, ভয় করি, তার দেওয়া ক্বোর'আন-এ দেখানো পথ মানি এবং
হযরত মুহাম্মদ (সাল্লাহু-আলাই-আসসাল্লাম)-এর দেখানো পথানুসরন করি।
এখন এই পথ যে সমস্ত মৌলানা'রা বলেন তাদের আমরা অন্ধভাবে অনুসরন করি (!)
এখানেই যত বিপত্তি !
এই বিপত্তি'টা কি !
আমারা আমাদের বিবেক বুদ্ধি ঠিকমত প্রয়োগ করি না যে এই মোল্লা কি মৌলনা না ময়লা'না (!)

১১| ১০ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৪

নেওয়াজ আলি বলেছেন: এর জন্য শিশুটির মা বাবাও দায় কম নয়। সকালে পেপারে পড়েছি পুলিশ এই জানোয়ারকে ধরেছে শিশুটির মা বাপ মাফ করে দিয়েছে। বিকালে আবার দেখলাম জেলে পাঠিয়েছে।

১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:১০

শাহ আজিজ বলেছেন: শিশুটির মা বাবার হাত পা বান্ধা ধর্মের শেকলে ।

১২| ১১ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোরআন হাদিস পড়লে বা মাদ্রাসায়
শিক্ষকতা করলেই সবাই হুজুর/ মওলানা হয়না
যদি তার ভিতরের মানুষটি/আত্ম শুদ্ধ না হয়।
একজন অশুদ্ধ মানুষের কারণে সব হুজুরদের
গয়রহ ভাবে অভিসম্পাত করা ঠিক নয়।
হুজুর হলেন আওলাদে রাসুল (সঃ)
তাদের সম্মান করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:১৭

শাহ আজিজ বলেছেন: হুম , শিশুটির যন্ত্রনার কথা কিছু ফরমাইলেন না । অপরাধ মাকে ভালবাসা , মহব্বত করা । জঙ্গি বানানোর লাইন ঠিক আছে কিন্তু । দিলে কোন মহব্বত থাকবে না , খালি কুপাইবা , তচনছ করবা আর তাতেই মুক্তি । শিশুটির জন্য একটু পেয়ার দিয়েন নুরু ভাই ।

১৩| ১১ ই মার্চ, ২০২১ সকাল ৭:৪৪

রানার ব্লগ বলেছেন: এই ব্লগে যারা বিনা কারনে মানূষ কে ধর্মীয় মতপার্থক্যের জন্য বিভিন্ন নামে ডেকে তৃপ্তি বোধ করে সেই সব সুফি মাওলানা মুফতি আল্লামারা কি আছেন? না কি উপরের ময়ালানার কর্মকান্ড কে সহি বলে পিট টান দিবেন।

১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৭

শাহ আজিজ বলেছেন: কেউ নেই আশপাশ দিয়া , মুফতিরা খামোশ হয়া আছে ----------------------------

১৪| ১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৮

মেহেদি_হাসান. বলেছেন: এই দেশের মা বাবার ধারণা বাচ্চাকে বেত দিয়ে না পেটালে মানুষ হয় না।

১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: একদা এমন ধারনা ছিল । এখন দিন বদলেছে এবং আরও বদলাবে ।

১৫| ১১ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ ধরনের অত্যাচার অবিলম্বে বন্ধ হোক।

১১ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: সে আশার গুড়ে বালি ।

১৬| ১১ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩১

জুল ভার্ন বলেছেন: মাদরাসা শিক্ষকদেরকেও পিটি আই, বিএড, এমএড এর মতো পেশাগত শিক্ষা নেওয়ার ব্যবস্থা থাকা উচিত।

১১ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: আমার মত দেশে একই ধরনের শিক্ষা ব্যাবস্থা থাকা উচিত ।

১৭| ১১ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভণ্ড যেমন পীর হয়না।
হারামজাদা তেমনি হুজুর হয়না।

যারা ভণ্ড তারা ভণ্ড তাদের গায়ে পীরের
তকমা লাগানো মানে পীরদের অবমাননা করা।
তেমনি হুজুর যে সে পবিত্র, তাকে হারামজাদা বলা
অনুচিত। হরামজাদা আলাদা শ্রেনির!

১১ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: আহা , উহু , নুরু ভাই কেয়া মাছায়েল দিয়া , জাযাকাল্লাহ খাইরান

১৮| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হা হা হা

আমি বুঝাতে চাইছি পীর কখনো ভণ্ড হয়না
আবার ভণ্ডরা কখনোই পীর হতে পারেনা।
এদের জাত ভিন্ন। তেমনি হুজুর কখনোই
হারামজাদা নয়। আবার হারামজাদারা হুজুর
হতে পারেনা যতই হুজুরের লেবাস পড়ুকনা কেন !!
ধন্যবাদ আজিজ ভাই আমার পণ্ডিতি হজম করার জন্য।

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৬

শাহ আজিজ বলেছেন: =p~ সহমত

১৯| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৯

নতুন বলেছেন: নুরু ভাইএর সমাধান সহজ।

যখন কোন আকাজ ধর্মের নামে হয় তখন সেটা সহী ইসলাম নহে বলে বাচাতে চান।

যেমন আয়ামীলীগ অপকর্ম করার পরেই তার কর্মীকে বহিস্কার করে। B-))

২০| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৬

জাহিদ হাসান বলেছেন: অনেক বছর ধরে বলে আসছি, আমার নিজের জীবনে কওমী মাদরাসা ও আলিয়া মাদরাসায় পড়াশোনার অভিজ্ঞতা থেকে-বাংলাদেশ থেকে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থা তুলে দিন। এর বদলে আলিয়া মাদরাসার বেশি প্রচার ও প্রসার করুন।

কওমী মাদরাসাগুলো দখল করে সরকার আলিয়া মাদরাসা বানাক। যার পরিচালনা করবে -বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
আমাদের কথা তো কেউ কানেই তুলে না। দেশটা আফগানিস্তান হওয়ার পরে এদের বোধোদয় হবে ।

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৬

শাহ আজিজ বলেছেন: সহমত ।

২১| ১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

মুজিব রহমান বলেছেন: এমটা বহুবারই হয়েছে। তারা শিশু নিপীড়ন, বলাৎকার করেই যাচ্ছে। তাদের থামানো দরকার কিন্তু তারা দানব হয়ে উঠেছে।

১১ ই মার্চ, ২০২১ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: প্রণোদনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.